India vs New Zealand 2nd Test Live Streaming: পুনেতে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হবে। রোহিত শর্মার দল বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ঘরের মাঠে হেরেছে। টম ল্যাথামের বাহিনী আট উইকেটে জিতেছে। ঘরের মাঠে মাত্র ৪৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয়েছে ইন্ডিয়া। মধ্যে রোহিতবাহিনী চেষ্টা করলেও, শেষ পর্যন্ত নিউজিল্যান্ডই জয় পেয়েছে। এই পরিস্থিতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের জন্য রোহিত বাহিনীর কাছে চলতি সিরিজের বাকি দুটো ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভারত-নিউজিল্যান্ড ২য় টেস্টের লাইভ স্ট্রিমিং তথা ভারত-নিউজিল্যান্ড ২য় টেস্ট কোথায় হচ্ছে?
পুনের এমসিএ স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড ২য় টেস্ট হবে।
কখন ভারত-নিউজিল্যান্ড ২য় টেস্ট খেলা হবে?
ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট বৃহস্পতিবার ২৪ অক্টোবর, শুরু হবে।
ভারত-নিউজিল্যান্ড ২য় টেস্ট ম্যাচ ক'টায় শুরু হবে?
ভারত-নিউজিল্যান্ড ২য় টেস্ট ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯.৩০-এ শুরু হবে।
ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট কোথায় দেখবেন?
ভারত-নিউজিল্যান্ড ২য় টেস্ট, স্পোর্টস১৮ নেটওয়ার্কে সম্প্রচারিত হবে। জিওসিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে এর লাইভ স্ট্রিম চলবে।
আরও পড়ুন- দানায় লন্ডভণ্ড হয়ে যেতে পারে ক্রিকেট, বাঁচতে মসিহার দ্বারস্থ সিএবি
ভারত-নিউজিল্যান্ড স্কোয়াড:-
ভারতের স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, মহম্মদ সিরাজ, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, আকাশ দীপ, ধ্রুব জুরেল।
নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, ম্যাট হেনরি, টিম সাউদি, আজাজ প্যাটেল, উইলিয়াম ওউরকে, কেন উইলিয়ামসন, মিচেল স্যান্টনার, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি।
ভারতীয় একাদশে শুভমান গিল খেলতে পারেন। তাঁর ঘাড়ের সমস্যা অনেকটাই কমেছে। এতে টিম ইন্ডিয়ার ব্যাটিং শক্তি বাড়বে। তবে, একা শুভমান কতটা কী করতে পারেন, আর বাকিরাই বা কতটা কী করে, সেটা দেখার জন্য মুখিয়ে পুনে।