Advertisment

Pat Cummins on Team India: ক্রিকেট কেরিয়ারে একবার ভারতকে টেস্ট সিরিজে হারাতে চাই! বড় মুখে গোপন ইচ্ছা ফাঁস কামিন্সের

India vs Australia: ভারতকে জীবনে একবার টেস্ট সিরিজে হারাতে বদ্ধপরিকর প্যাট কামিন্স। তিনি মনে করছেন এবারই সেই সুযোগ হাতে এসেছে। ভারত এখন বেজায় চাপে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma and Pat Cummins, রোহিত শর্মা ও প্যাট কামিন্স

Rohit Sharma and Pat Cummins: বর্ডার-গাভাসকার ট্রফির সঙ্গে রোহিত শর্মা ও প্যাট কামিন্স। (ফাইল ফটো)

Pat Cummins, IND vs AUS: বর্ডার-গাভাসকার ট্রফির আগে, ভারতের বিরুদ্ধে মুখ খুললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তিনি বলেছেন যে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে অস্ট্রেলিয়া সিরিজের আগে ভারত চাপে থাকবে। ৩১ বছরের কামিন্সের জমানায় ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া কোনওদিন সিরিজ জেতেনি। তার মধ্যেই ২২ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ টেস্ট ম্যাচের সিরিজ, বর্ডার-গাভাসকার ট্রফি। কামিন্সের ধারণা, এই সিরিজে তাঁর সিরিজ জেতার স্বপ্ন সফল হবে।

Advertisment

গত ১২ বছরের মধ্যে প্রথমবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। তা-ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এর জেরে, রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় টেস্ট ক্রিকেট দল নিয়ে বর্তমানে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন যে, তাঁর দল ঘরের মাঠে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজে সুবিধাজনক অবস্থায় থাকবে।

তার বই- 'টেস্ট', লঞ্চের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কামিন্স বলেছেন যে ৫ নভেম্বর থেকে শুরু হওয়া বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় দল চাপে থাকবে। মঙ্গলবার সিডনিতে কামিন্স ওই কথা বলেন। অস্ট্রেলিয়ান অধিনায়ক এখনও পর্যন্ত ৬২ টেস্ট খেলেছেন। কিন্তু, এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতার স্বাদ পাননি। কামিন্স বলেন, 'আমি মনে করি যে কোনও দল যখন চাপের মধ্যে থাকে, আর আমাদের যদি তাদের বিরুদ্ধে খেলতে হয়, তবে সেটা খারাপ কিছু না। ওরা আগেও এখানে খেলতে এসেছে, ভালো খেলেছে। আমাদের কাজ হল- চেষ্টা করা এবং তাদের চুপ করিয়ে রাখা। দেখুন, আমরা কী করি।' 

কামিন্সের টেস্ট অভিষেক হয়েছিল ২০১১ সালে। ভারতের বিরুদ্ধে ডব্লিউটিসি (WTC) ফাইনাল-সহ মোট ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৫০ উইকেট। ভারত শেষ দুটি বিজিটি সিরিজ জিতেছে। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমবারের মতো অধিনায়কত্ব করে কামিন্স এবার নতুন রেকর্ড গড়তে চান। 

আরও পড়ুন- বুমরা আর নন বিশ্বের ১ নং বোলার! বড় আপডেট দিয়ে চরম দুঃসংবাদ দিল আইসিসি

তিনি বলেন, 'আমি ঘরের মাঠে জয় নিশ্চিত করতে চাই। আমি এবং বেশিরভাগ অস্ট্রেলিয়ান আশা করে যে আমরা যখনই ঘরের মাঠে খেলব, তখনই ভালো করব। আমরা অস্ট্রেলিয়ায় ভারতের বিরুদ্ধে শেষ দুটি সিরিজ হেরেছি। তাই এবারের সিরিজ আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে আমাদের দল বেশ ভালো জায়গায় আছে। তাই আমাদের চিন্তার কোনও কারণ নেই। আমাদের ভালো পারফর্ম করা উচিত। আমি সবসময় আশা করি যে আমরা যেই খেলি না কেন, ভালো খেলব। কিন্তু, ভারত এবছর প্রচুর টেস্ট খেলেছে। এটা একটা বড় ব্যাপার।'

Cricket News Indian Cricket Team Indian Team Australia Cricket Team India Cricket Team Team-India Team India Team India Border-Gavaskar Trophy
Advertisment