Advertisment

Kagiso Rabada dethrones Jasprit Bumrah: বুমরা আর নন বিশ্বের ১ নং বোলার! বড় আপডেট দিয়ে চরম দুঃসংবাদ দিল আইসিসি

ICC test rankings: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগেই বড় দুঃসংবাদ পেলেন বুমরা। দুঃসংবাদ পেয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মার মত অন্যান্য তারকারাও।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Jasprit Bumrah, জসপ্রিত বুমরাহ,

Ind-ICC: প্রথম ১০ থেকে ছিটকে গিয়েছেন বুমরাও। (ফাইল ছবি)

Jasprit Bumrah Kagiso Tahara and ICC Test rankings: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খারাপ ফলের জের। আইসিসি টেস্ট বোলিং ব়্যাঙ্কিংয়ে জসপ্রিত বুমরাকে সরিয়ে প্রথম স্থান দখল করলেন কাগিসো রাবাদা। প্রথম সেরা ১০ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলিও। উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থও ছিটকে গেছেন প্রথম ১০ থেকে। 

Advertisment

দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা তার মধ্যে সম্প্রতি টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেওয়া বোলারদের তালিকায় ঢুকে পড়েছেন। ২০১৯-এ আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা রাবাদা এই প্রথমবার টেস্ট ক্রিকেটে সেরা বোলার হলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভালো খেলেই তিনি তাঁর খুশির খবরটা নিশ্চিত করলেন। তাঁর ভালো পারফরম্যান্সের দৌলতে নয় উইকেটে জয় পেয়েছেন প্রোটিয়ারা।

আর, বুমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট-এ টার্নিং ট্র্যাকে খুব বেশি প্রভাব ফেলতে পারেননি। তিনি কোনও উইকেট পাননি। রাবাদা ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউডকে এগিয়ে দিয়ে ব়্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন তিনি। অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও দুই ধাপ নেমে ব়্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে আছেন। পাকিস্তানের স্পিনার নোমান আলি রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর দলের সাম্প্রতিক সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট-এ দুর্দান্ত খেলে সেরা দশে উঠে এসেছেন। নোমান আটজনকে পেরিয়ে নবম স্থানে উঠে এসেছেন। যা টেস্ট বোলারদের কেরিয়ার রেটিংয়ের তালিকায় তাঁকে বিশেষ স্থান দিল। 

মিচেল স্যান্টনার সম্প্রতি ভারতের বিরুদ্ধে ১৩ উইকেট নিয়েছেন। তিনিও কেরিয়ারে নতুন মাত্রা যোগ করলেন। তিনি ৩০ ধাপ পেরিয়ে ৪৪তম স্থানে উঠে এলেন। পুনেতে খারাপ খেলায় প্রথম ১০ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। তিনি ছয় ধাপ নেমে বর্তমানে আছেন ১৪তম স্থানে। ঋষভ পন্থ প্রথম ১০ থেকে বাদ পড়ে পৌঁছে গিয়েছেন ১১তম স্থানে। ভারত অধিনায়ক রোহিত শর্মা আবার সেরা ২০-র বাইরে। তিনি আছেন ২৪ নম্বরে। যশস্বী জয়সওয়াল প্রথম ১০-এ থাকা একমাত্র ভারতীয়। তিনি আছেন তৃতীয় স্থানে।

আরও পড়ুন- জোড়া হারের পর টিম ইন্ডিয়ায় বিরাট বদল! তৃতীয় টেস্টেই বাদ এবার বুমরা, খেলবেন এই তারকা

পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে কম স্কোর করলেও ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে একনম্বরে আছেন ইংল্যান্ডের জো রুট। পাকিস্তানের সৌদ শাকিল ২০ ধাপ পেরিয়ে উঠে এসেছেন সপ্তম স্থানে। ভারতের বিরুদ্ধে ধারাবাহিক রান পেয়ে নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্রও ঢুকে পড়েছেন প্রথম ১০-এ। তবে, টেস্ট অলরাউন্ডারদের জায়গা ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জুটি।

ICC Ranking ICC Test cricket Jasprit Bumrah Kagiso Rabada
Advertisment