Advertisment

KL Rahul: বেঙ্গালুরুতেই কি কেরিয়ারের শেষ টেস্ট খেললেন এই ভারতীয় তারকা! বিরাট ইঙ্গিতে জল্পনা তুঙ্গে

KL Rahul against New Zealand: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকাকালীন ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত চিন্নাস্বামী স্টেডিয়াম ছিল রাহুলের ঘরের মাঠ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Indian Cricket Team, ভারতীয় ক্রিকেট দল

Team India: টিম ইন্ডিয়া(ছবি- টুইটার)

KL Rahul, India vs New Zealand: বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে ভারতের হারের পর, মাটিতে হাত দিয়ে প্রণাম করলেন কেএল রাহুল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর, তারপরই প্রশ্ন উঠছে, 'এটাই কি রাহুলের শেষ টেস্ট ম্যাচ?' রাহুলের এই ভঙ্গিমা দেখে নেটিজেনদের একাংশ প্রশ্নটা তুলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে থাকাকালীন ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত চিন্নাস্বামী স্টেডিয়াম ছিল রাহুলের ঘরের মাঠ। পাশাপাশি, ঘরোয়া ক্রিকেটে তিনি কর্ণাটকের হয়ে খেলেন। সেই রাহুলই কিন্তু, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টে দুই ইনিংসে ০ এবং ১২ রান করেছেন। 

Advertisment

যা দেখে নেটিজেনদের একজন প্রশ্ন তুলেছেন, 'এটাই কি ওঁর শেষ টেস্ট ম্যাচ?' অন্য এক নেটিজেন লিখেছেন, 'আমার মনে হয়, উনি বিদায় নেওয়ার কথাই বলছেন।' বেঙ্গালুরু টেস্ট ম্যাচে উইল ইয়াং ও রচিন রবীন্দ্র টানা ৭৫ রান করে বৃষ্টি-বিধ্বস্ত ম্যাচের পঞ্চম দিনে নিউজিল্যান্ডকে জয়ের পথ দেখিয়েছেন। এটা গত ৩৬ বছরে ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়। বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ১০৭ রান তাড়া করতে গিয়ে, নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে শূন্য রানে হারায়। ডেভন কনওয়েকে হারায় ১৭ রানে। 

আরও পড়ুন- স্রেফ চুপ থাকো... রোহিতের সঙ্গে ঝামেলাতেই কি পন্থের বিস্ফোরক পোস্ট! ঝড় উঠল আচমকাই

এরপর ইয়াং ও রবীন্দ্র প্রথম সেশনে ২ উইকেটে তোলে ১১০ রান। আর, তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে। এর আগে প্রথম ইনিংসে রবীন্দ্র সেঞ্চুরি করেন। বাঁ-হাতি এই খেলোয়াড় ৪৬ বলে ছয়টি চার মেরেছেন। যার জেরে নিউজিল্যান্ড আট উইকেটে জয়ী হয়। এই জয়ের ফলে, রবীন্দ্র ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। ইয়াং উইনিং বাউন্ডারিটাও মেরেছেন। তিনি সাতটি চার মারেন। শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করেন। দ্বিতীয় ইনিংসে ইয়াং মোট ৭৬ বল খেলেছেন। সেই সময় তিনি একটি ছক্কাও হাঁকান। এর আগে ১৯৬৯ সালে নাগপুরে এবং ১৯৮৮ সালে মুম্বইয়ে টেস্ট ম্যাচে জয় পেয়েছিল নিউজিল্যান্ড। রবিবার ছিল ভারতে নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট জয়। 

Test cricket KL Rahul Indian Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment