Rishabh Pant cryptic post: রবিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারত কিউইদের কাছে পরাজিত হয়েছে। গত ৩৬ বছরের মধ্যে এই প্রথমবার নিউজিল্যান্ড ভারতের মাটিতে ভারতকে টেস্ট ম্যাচে হারাল। আট উইকেটে নিউজিল্যান্ডের এই জয়ের কয়েক ঘণ্টা পরে ভাইরাল হয়েছে টিম ইন্ডিয়ার খেলোয়াড় ঋষভ পন্থের একটা পোস্ট। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, 'রোহিত শর্মার সঙ্গে বিবাদ? তাই চলে যাচ্ছেন...?' জবাবে পন্থ রীতিমতো জল্পনা বাড়িয়ে পোস্ট করেছেন, 'শুধু চুপ থাকো'। এই পোস্টে ইন্টারনেটে জল্পনা আরও তীব্র হয়েছে।
চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী টেস্টে পন্থ দ্বিতীয় দিনে উইকেটকিপিং করার সময় হাঁটুতে চোট পান। এই হাঁটুতেই ২০২৩ সালের গোড়ায় এক গাড়ি দুর্ঘটনার পন্থ চোট পেয়েছিলেন। বিসিসিআই মেডিকেল টিম সেই কারণে সতর্কতামূলকভাবে পন্থকে বিশ্রাম দেয়। তাঁর বদলে ম্যাচে ধ্রুব জুরেল কিপিং করেন। যাই হোক, পন্থ দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের সঙ্গে মিলে পার্টনারশিপে ১৭৮ রান করেন। তিনি নিজে তুলেছেন ৯৯ রান। পরে হাঁটুকে বিশ্রাম দিতে ম্যাচের শেষ দিনে রিজার্ভ বেঞ্চে কাটান।
Rishabh Pant's Instagram story. pic.twitter.com/c1BdrTdaQe
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 20, 2024
He’s the main culprit pic.twitter.com/wdr7FqFMbY
— Harsh shekhawat (@wordofshekhawat) October 20, 2024
Rishabh Pant's Instagram story. pic.twitter.com/c1BdrTdaQe
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 20, 2024
It is clear that Rohit Sharma is planning something bad for him
— ً (@DSK247g) October 20, 2024
Looks he’s leaving Delhi Capitals !! The change in management is leading to lots of changes at DC
— Cricketism (@MidnightMusinng) October 20, 2024
OMG rishabh took a dig at PR GAME of Rohit. Clear rift
— Archer (@poserarcher) October 20, 2024
আরও পড়ুন- চারটে সিঙাড়ার দামেই দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট! ম্যাচ শুরু হতেই বড় আপডেট সরাসরি
এই হারের পর পন্থ ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, 'অনেক সময় শান্ত থাকা উচিত। ঈশ্বর কী করান, সেটা দেখা উচিত।' তাঁর এই পোস্টের পরই নেটিজেনরা সোশ্য়াল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলেন। কয়েকজন নেটিজেন দাবি করেন, পন্থের নিশানায় রোহিত শর্মা। কারণ, প্রথম টেস্ট ম্যাচে রোহিতের অধিনাকত্ব বেশ খারাপ হয়েছে। কয়েকজন আবার দাবি করেন, পন্থ আসলে দিল্লি ক্যাপিটালস বা সৌরভ গাঙ্গুলিকে নিশানা করেছেন। কারণ, সৌরভের পরামর্শেই দিল্লি ক্যাপিটালস পন্থকে ২০২৫ আইপিএলে ধরে রাখতে উৎসাহ দেখায়নি।
দ্বিতীয় টেস্টে কি বিশ্রামে থাকবেন পন্থ?
সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পন্থকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুনে টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। পুনে টেস্ট ২৪ অক্টোবর শুরু হবে। নির্বাচক কমিটি অবশ্য গোটা সিদ্ধান্তটাই টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছে। এই পরিস্থিতিতে পন্থকে বিশ্রাম দেওয়া রোহিতের পক্ষে বুদ্ধির কাজ হবে। কারণ আগামী মাসে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার সিরিজে পন্থকে ভারতের আরও বেশি দরকার। তাছাড়া, ধ্রুব জুরেল ভারতের একজন দক্ষ ব্যাক-আপ উইকেটরক্ষক। সেই কারণে, রোহিত চাইলে দ্বিতীয় টেস্ট ম্যাচে ঝুঁকি নিতেই পারেন।