Advertisment

Rishabh Pant Rift with Rohit Sharma: স্রেফ চুপ থাকো... রোহিতের সঙ্গে ঝামেলাতেই কি পন্থের বিস্ফোরক পোস্ট! ঝড় উঠল আচমকাই

Rishabh Pant cryptic post রোহিতের সঙ্গে পন্থের ঝামেলা কি এবার প্রকাশ্যে চলে এল? এমন প্রশ্ন তুলছেন অনেক নেটিজেনই। তাঁরা প্রথম টেস্ট ম্যাচে খারাপ অধিনায়কত্বের জন্য রোহিতের সমালোচনা করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Rishav Pant, রোহিত শর্মা, ঋষভ পন্থ,

Rohit Sharma-Rishav Pant: ঋষভ পন্থ প্রথম টেস্ট ম্যাচে চোট পেয়েছেন। (ছবি- টুইটার)

Rishabh Pant cryptic post: রবিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারত কিউইদের কাছে পরাজিত হয়েছে। গত ৩৬ বছরের মধ্যে এই প্রথমবার নিউজিল্যান্ড ভারতের মাটিতে ভারতকে টেস্ট ম্যাচে হারাল। আট উইকেটে নিউজিল্যান্ডের এই জয়ের কয়েক ঘণ্টা পরে ভাইরাল হয়েছে টিম ইন্ডিয়ার খেলোয়াড় ঋষভ পন্থের একটা পোস্ট। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, 'রোহিত শর্মার সঙ্গে বিবাদ? তাই চলে যাচ্ছেন...?' জবাবে পন্থ রীতিমতো জল্পনা বাড়িয়ে পোস্ট করেছেন, 'শুধু চুপ থাকো'। এই পোস্টে ইন্টারনেটে জল্পনা আরও তীব্র হয়েছে। 

Advertisment

চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী টেস্টে পন্থ দ্বিতীয় দিনে উইকেটকিপিং করার সময় হাঁটুতে চোট পান। এই হাঁটুতেই ২০২৩ সালের গোড়ায় এক গাড়ি দুর্ঘটনার পন্থ চোট পেয়েছিলেন। বিসিসিআই মেডিকেল টিম সেই কারণে সতর্কতামূলকভাবে পন্থকে বিশ্রাম দেয়। তাঁর বদলে ম্যাচে ধ্রুব জুরেল কিপিং করেন। যাই হোক, পন্থ দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানের সঙ্গে মিলে পার্টনারশিপে ১৭৮ রান করেন। তিনি নিজে তুলেছেন ৯৯ রান। পরে হাঁটুকে বিশ্রাম দিতে ম্যাচের শেষ দিনে রিজার্ভ বেঞ্চে কাটান।

আরও পড়ুন- চারটে সিঙাড়ার দামেই দেখা যাবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট! ম্যাচ শুরু হতেই বড় আপডেট সরাসরি

এই হারের পর পন্থ ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, 'অনেক সময় শান্ত থাকা উচিত। ঈশ্বর কী করান, সেটা দেখা উচিত।' তাঁর এই পোস্টের পরই নেটিজেনরা সোশ্য়াল মিডিয়ায় সমালোচনার ঝড় তোলেন। কয়েকজন নেটিজেন দাবি করেন, পন্থের নিশানায় রোহিত শর্মা। কারণ, প্রথম টেস্ট ম্যাচে রোহিতের অধিনাকত্ব বেশ খারাপ হয়েছে। কয়েকজন আবার দাবি করেন, পন্থ আসলে দিল্লি ক্যাপিটালস বা সৌরভ গাঙ্গুলিকে নিশানা করেছেন। কারণ, সৌরভের পরামর্শেই দিল্লি ক্যাপিটালস পন্থকে ২০২৫ আইপিএলে ধরে রাখতে উৎসাহ দেখায়নি। 

দ্বিতীয় টেস্টে কি বিশ্রামে থাকবেন পন্থ?

সোমবার ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পন্থকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুনে টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। পুনে টেস্ট ২৪ অক্টোবর শুরু হবে। নির্বাচক কমিটি অবশ্য গোটা সিদ্ধান্তটাই টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছে। এই পরিস্থিতিতে পন্থকে বিশ্রাম দেওয়া রোহিতের পক্ষে বুদ্ধির কাজ হবে। কারণ আগামী মাসে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার সিরিজে পন্থকে ভারতের আরও বেশি দরকার। তাছাড়া, ধ্রুব জুরেল ভারতের একজন দক্ষ ব্যাক-আপ উইকেটরক্ষক। সেই কারণে, রোহিত চাইলে দ্বিতীয় টেস্ট ম্যাচে ঝুঁকি নিতেই পারেন।

Rohit Sharma Rishabh Pant Test cricket Indian Cricket Team
Advertisment