Gautam Gambhir on NZ series loss: নিউজিল্যান্ড সিরিজ হারের দায় কার! মুম্বই টেস্টের আগেই বোমা ফাটালেন গম্ভীর

Gautam Gambhir on Team India series loss against New Zealand: নিউজিল্যান্ড সিরিজ হারের দায় চাপালেন রীতিমতো ক্ষুব্ধ গম্ভীর, কাকে, বড় আপডেট সরাসরি

Gautam Gambhir on Team India series loss against New Zealand: নিউজিল্যান্ড সিরিজ হারের দায় চাপালেন রীতিমতো ক্ষুব্ধ গম্ভীর, কাকে, বড় আপডেট সরাসরি

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir, Team India, গৌতম গম্ভীর, টিম ইন্ডিয়া,

Gautam Gambhir-Team India: রীতিমতো কড়া হয়ে উঠেছেন গম্ভীর। (ছবি- টুইটার)

India vs New Zealand, Gautam Gambhir: ঐতিহাসিক সিরিজ হারের পর দলের অনেক সদস্যের পারফরম্যান্সেই রীতিমতো ক্ষুব্ধ টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর। তিনি এই পরাজয়ের কারণ বিশ্লেষণ করেছেন। আর, এই হারের দায় একা দলের ব্যাটারদের ওপর চাপাতে তিনি নারাজ। ভারতের প্রধান কোচ আশাবাদী, নিউজিল্যান্ডের কাছে এই সিরিজ পরাজয় তাঁর দলের খেলোয়াড়দের আরও ভালো পারফরম্যান্স করার দিকে উদ্বুদ্ধ করবে। 

Advertisment

তিন ম্যাচের সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত আপাতত ২-০ ব্যবধানে এগিয়ে আছে। বেঙ্গালুরু এবং পুনেতে দুর্দান্ত খেলে নিউজিল্যান্ড ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরেছে। বেঙ্গালুরুতে, সিম আর সুইংয়ে ভারতীয় ব্যাটারদের রীতিমতো নাজেহাল করেছে কিউইরা। পুনের স্পিন-বান্ধব পিচে ভারতের এমন হাল করেছে যে, 'ছেড়ে দে মা কেঁদে বাঁচি' অবস্থা হয়েছে রোহিত বাহিনীর ব্যাটারদের।

এই পরিস্থিতিতে শুক্রবার, ১ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। তার আগে গম্ভীর সাংবাদিকদের বলেন, 'সবারই দায়িত্ব আছে। সেই জন্য আমি বলতে পারি না যে শুধুমাত্র ব্যাটাররাই আমাদের হতাশ করেছে।' ভারতীয় দলের প্রধান কোচ হওয়ার পর, এটাই ছিল গম্ভীরের দ্বিতীয় টেস্ট সিরিজ পরাজয়। যা দু'বারের বিশ্বজয়ীকে বেশ 'মানসিক যন্ত্রণা' দিয়েছে।

Advertisment

গম্ভীর মনে করেন যে, গত দুটো টেস্ট হারের পর ভারত এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে ঝাঁপিয়ে পড়বে। তিনি বলেন, 'হ্যাঁ, এতে আমি প্রচণ্ড যন্ত্রণা পেয়েছি। তবে, এই যন্ত্রণা আমাদের আরও ভালো খেলতে সাহায্য করবে। আমি এই ব্যাপারে নিশ্চিত। আমরা যদি কানপুরে ওরকম খেলতে পারি, তাহলে এখানেও ভালো ফলাফল করতে পারব। আমাদের এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে।'

ভারতের হতাশাজনক পারফরম্যান্স আরও বেশি কষ্টদায়ক মনে হয়েছে ব্যাটারদের জন্য। ওপেনাররা যেমন ব্যর্থ হয়েছেন, তেমনই পরের দিকের ব্যাটাররাও বিশেষ কিছু করে উঠতে পারেননি। পরপর আউট হয়েছেন। এই ব্যাপারে গম্ভীর মনে করেন, 'টেস্ট ক্রিকেট খেলা উচিত টেস্ট ক্রিকেটের মতই। একদিনের মধ্যে ৪০০ রান যদি করতে হয়, তো করতে হবে। এই অবস্থায় আমরা যদি চার থেকে পাঁচটা সেশন খেলি, তবে স্কোরবোর্ডে অনেক রান থাকার কথা।'

আরও পড়ুন- ভারত আমাদের হালকা নিয়েছিল! হোয়াইটওয়াশের হুমকি দিয়ে এবার ঝড় তুললেন কিউই তারকা

ওয়াংখেড়ে পিচ নিয়েও মুখ খুলেছেন গম্ভীর। তিনি বলেছেন, ভারত তৃতীয় টেস্ট-এর জন্য মোটেও স্পিন সহায়ক পিচ বানানোর অনুরোধ করেনি। এই ব্যাপারে তিনি বলেন, 'এটা ভালো ব্যাটিং সহায়ক পিচ। তাই দু'দলেরই ব্যাট করার আগে ম্যাচ কার পক্ষে যাবে, বলা কঠিন।'

New Zealand Cricket Team Gautam Gambhir Indian Cricket Team Cricket News