Advertisment

Tom Blundell on NZ series win: ভারত আমাদের হালকা নিয়েছিল! হোয়াইটওয়াশের হুমকি দিয়ে এবার ঝড় তুললেন কিউই তারকা

IND vs NZ 3rd Test: প্রথমে বেঙ্গালুরু এবং পরে পুনেতে দুটো টেস্ট হেরে সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া। মুম্বইয়ের ওয়াংখেড়েতে শুক্রবার শুরু হবে মান বাঁচানোর তৃতীয় টেস্ট।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ind, NZ, ভারত, নিউজিল্যান্ড

Ind-NZ: পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের টম ব্লান্ডেল। (ছবি- এপি/এক্সপ্রেস)

Tom Blundell on NZ series win: ভারতীয় দল শুরুতে নিউজিল্যান্ডকে ধর্তব্যের মধ্যেই আনেনি। আর, সেটাই রোহিত বাহিনীর কলঙ্কজনক সিরিজ হারের মূল কারণ। এমনটাই মনে করছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার টম ব্লান্ডেল। সিরিজের তৃতীয় তথা অন্তিত টেস্ট শুরু হবে শুক্রবার। তার আগে মুখ খুলে ব্লান্ডেল জানিয়েছেন, ভারতীয় দল এখন গোলার আঘাতে আহত। গত দুটো ম্যাচ পরিস্থিতিটা এমন বদলে দিয়েছে যে, টিম ইন্ডিয়া এখন সিরিজ হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচতে চেষ্টা চালাচ্ছে। এমন দলের বিরুদ্ধে, যাদের সফরের শুরুতে তারা ধর্তব্যের মধ্যেই আনেনি।  

Advertisment

এই ব্যাপারে ব্লান্ডেল বলেছেন, 'আমরা যখন আসি, তখন এখান টিভিতে ওরা বলছিল, বাংলাদেশকে দুই টেস্ট-এ গোহারান হারিয়েছি। এবার নিউজিল্যান্ডকে তিনটি টেস্ট ম্যাচে হারালেই ভারত পাঁচটি টেস্ট ম্যাচে ৫-০ ব্যবধানে এগিয়ে যাবে। ওরা আমাদের নীচু চোখে দেখছিল। এখন ওরা শেল-শকড ইন্ডিয়া, মানে গোলায় আহত ভারত। এখন ওরা সিরিজে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচার চেষ্টা করছে।' 

ভারতের মতই শ্রীলঙ্কায় টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের ফলাফল হতাশাজনক। তারপরই নিউজিল্যান্ডকে বেশ নীচু চোখে দেখছিল রোহিত বাহিনী। কারণ, ততদিনে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দুর্দান্ত দুটো জয় পেয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব টেস্ট ক্রিকেটে একনম্বরে থাকা টিম ইন্ডিয়া কার্যত নিউজিল্যান্ডকে ধর্তব্যের মধ্যেই আনেনি। কিন্তু, প্রথম দুটো টেস্ট ম্যাচ পরিস্থিতিটাই একদম বদলে দিয়েছে। তিন টেস্ট ম্যাচের সিরিজে ভারত আপাতত ২-০ ব্যবধানে পিছিয়ে। এই প্রসঙ্গে ব্লান্ডেল বলেন, 'আমরা এখানে যা অর্জন করলাম, যেভাবে আমরা খেলেছি, সেটাকে ভালো ক্রিকেট খেলা বলে। আমরা বুঝিয়ে দিয়েছি যে বিশ্বের সেরা দলগুলোর মধ্যে আমাদের দল অন্যতম। ওরা এখন শেল শকড।'

ব্লান্ডেন জানিয়েছেন, সিরিজ হেরে ভারতীয় দল এখন সতর্ক। ফলে, চূড়ান্ত বা তৃতীয় টেস্ট-এ দুর্দান্ত লড়াই হতে পারে। তবে ফলাফল যাই হোক না কেন, ভারত ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেই নিউজিল্যান্ডে ফিরবে। কারণ, গত ১২ বছরে ভারতে টেস্ট সিরিজ জয়ী প্রথম দল এখন নিউজিল্যান্ড। 

আরও পড়ুন- শামি-ঋদ্ধির IPL-ভাগ্য চূড়ান্ত! কোটি কোটি টাকার পরীক্ষায় নিলামের টেবিলেই যাচ্ছেন বাংলার দুই সুপারস্টার

এই প্রসঙ্গে ব্লান্ডেন বলেন, 'এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই হচ্ছে। এই লড়াই আমাদের অনুপ্রাণিত করছে। তৃতীয় ম্যাচ সম্ভবত বেশ চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। তবে, তৃতীয় টেস্ট-এও সম্ভবত ভারত হারবে। তবে, শেষ টেস্ট ম্যাচের ফলাফল যাই হোক না কেন, আমরা একটা চওড়া হাসি নিয়েই বাড়ি ফিরব। এটা সম্ভবত আমার কেরিয়ারে, দলের সবচেয়ে বড় সাফল্য। আমরা এখন উত্তেজিত। তৃতীয় টেস্ট ম্যাচে হেরে যাওয়ার সম্ভাবনা আছে। তার চেয়েও বড় ব্যাপার যে আমরা এখন জেতার জন্য মরিয়া।'

Test cricket Cricket News Indian Cricket Team New Zealand Cricket Team
Advertisment