Advertisment

Gautam Gambhir reaction after Virat Kohli dismissal: ক্রিজে নেমেই আউট কোহলি, ড্রেসিংরুমে গম্ভীরের গালে হাত! হোয়াইটওয়াশের লজ্জায় প্রকাশ্যে কোচের অসন্তোষ, দেখুন

Team India whitewashed at home: কোহলির আউটে সন্তুষ্ট নন গম্ভীর, প্রকাশ্যেই অসন্তোষ হেড কোচের। ভারতীয় দলের হেড কোচের প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gambhir, Kohli, গম্ভীর, কোহলি

Gambhir-Kohli: কোহলি আউট হওয়ার পর এমনটাই ছিল গম্ভীরের প্রতিক্রিয়া। (ছবি- টুইটার)

India vs New Zealand Mumbai Test: জয়ের জন্য মাত্র ১৪৭ রান তাড়া করতে গিয়ে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়েতে ১২১ রানেই মুখ থুবড়ে পড়ল টিম ইন্ডিয়া। দলের তারকা ব্যাটার বিরাট কোহলি মাত্র এক রানেই আউট হলেন। শুধু তিনিই নন। আরও একাধিক প্রথমসারির ব্যাটার আউট হলেন এক রানে। যাতে রীতিমতো মুষড়ে পড়তে দেখা গেল কোচ গৌতম গম্ভীরকে। ড্রেসিংরুমের সেই ছবিটা ধরা পড়ল ক্যামেরায়। ভারতীয় দলের কোচের দায়িত্ব দেওয়ার পর সিরিজ রীতিমতো ভোগাচ্ছে গম্ভীরকে। কোচ হিসেবে তাঁর প্রথম সফরে শ্রীলঙ্কায় সিরিজে গো-হারা হেরেছে টিম ইন্ডিয়া। এবার ঘরের মাঠেও, যেখানে টেস্ট জেতাটা ভারত বহু বছর ধরেই অভ্যেস করে ফেলেছে, সেখানেও চূড়ান্ত নাজেহাল হয়ে হার মানতে হল রোহিত বাহিনীকে। ভারতের মাটিতেই ভারতকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড। 

Advertisment

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের তৃতীয় দিনে, রবিবার যে মিছিল করে ভারতের উইকেটগুলো পড়ল, সেই তালিকায় বিরাট কোহলিও ছিলেন। ইনিংসের প্রথম সাত ওভারে মাত্র ২৯ রানে ভারত পাঁচ উইকেট হারায়। যা গোটা ড্রেসিংরুমকে নীরব করে দিয়েছিল। রবিবার ভারতীয় ব্যাটারদের আয়ারাম গয়ারামদের তালিকায় বিরাটের আউটটা যেন ছিল ইঙ্গিতবাহী। এজাজ প্যাটেলের বল বিরাটের ব্যাটের কোনায় লেগে সোজা চলে যায় স্লিপে। ড্যারিল মিচেল ক্যাচটা ধরতে ভুল করেননি। 

দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারদের অন্যতম কোহলি এইভাবে আউট হওয়ার পর রীতিমতো উদ্বিগ্ন দেখায় কোচ গম্ভীরকে। কোহলির পর ঋষভ পন্থ ক্রিজে গিয়ে ভারতের সম্মান বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন। তিনি ৫৭ বলে একদিনের ক্রিকেটের মেজাজে ৬৪ রান করেন। যার মধ্যে রয়েছে নয়টি চার ও একটি ছয়। 

এই অপমানজনক হোয়াইটওয়াশ হওয়ার আগে ভারতে শেষবার ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছিল ২০০০ সালে। সেবার হ্যান্সি ক্রোনিয়ের দক্ষিণ আফ্রিকা, দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে ভারতকে পরাজিত করেছিল। ঘরের মাঠে কোচ গম্ভীরের এটা ছিল দ্বিতীয় টেস্ট সিরিজ। প্রথম সিরিজে বাংলাদেশের বিরুদ্ধ দুর্দান্ত খেলা টিম ইন্ডিয়া নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় সিরিজে কার্যত যেন আত্মসমর্পণ করল। 

ভারতের এই পতনের জন্য অন্যতম দায়ী অধিনায়ক রোহিত শর্মাও। তিনি তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১১ রান করেন। ম্যাট হেনরির বল হুক করতে গিয়েছিলেন রোহিত। যা, গ্লেন ফিলিপের হাত চলে যায়। শুভমান গিল আবার এজাজ প্যাটেলের বলটাই বুঝতে পারেননি। বোল্ড হয়ে উইকেট খোয়ান। এই পরিস্থিতিতে কোহলি আর যশস্বী জয়সওয়াল পরিস্থিতি সামলাবে বলেই টিম ইন্ডিয়ার আশা ছিল। কিন্তু, কোহলি মাত্র এক রানেই ফিরে যান। আর, ১৬ বলে পাঁচ রান করা যশস্বীকে এলবিডব্লিউ করেন গ্লেন ফিলিপ।

আরও পড়ুন- বলে নখ আঁচড়ে কেলেঙ্কারি ভারতের! আম্পায়ারের সঙ্গে ঝামেলায় ধুন্ধুমার বিতর্কে ঈশানও, বিতর্ক দগ্ধ টেস্ট

সরফরাজ খান দুই বলে এক রান করে বিদায় নেন। তিনি এজাজ প্যাটেলের বলে স্কোয়ার লেগে মেরেছিলেন। রচিন রবীন্দ্র ক্যাচটা ধরে নেন। রবীন্দ্র জাদেজা ২২ বলে ছয় রান করে, ওয়াশিংটন সুন্দর ২৫ বলে ১২ রান করে আর, রবিচন্দ্রন অশ্বিন ২৯ বলে আট রান করে বিদায় নেন। আর, আকাশ দীপকে বিনারানেই ফিরিয়ে দেন গ্লেন ফিলিপ। ফলে, ভারতের দ্বিতীয় ইনিংস ১২১ রানেই শেষ হয়ে যায়।

Advertisment