India vs New Zealand test series: পুনে টেস্ট তথা তিন ম্যাচের নিউজিল্যান্ড সিরিজ, টিম ইন্ডিয়া ঘরের মাঠে হেরে যাওয়ার পরই এবার কড়া হয়ে উঠলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ভারতীয় টিম ম্যানেজমেন্ট পুনে টেস্ট-এ হারের পরই খেলোয়াড়দের থেকে প্রশিক্ষণ সেশনে অনুপস্থিত থাকার ঐচ্ছিক সুযোগ কেড়ে নিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্ট-এ ভারতীয় দলের পরাজয়, দলের পুরো ক্রিকেট গরিমায় ধাক্কা দিয়েছে।
কিউইদের বিরুদ্ধে সিরিজ হারের অর্থই হল, ভারতীয় দল ১২ বছরের মধ্যে প্রথমবারের মত ঘরের মাঠে হেরেছে। এর আগে ২০১২ সালে টিম ইন্ডিয়া, ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল। প্রথম দুটি টেস্ট-এর ফলাফলের প্রেক্ষিতে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, বিরাট কোহলি ও রোহিত শর্মার মত সিনিয়র তারকাদের পাশাপাশি জসপ্রিত বুমরার মতো পেসার-সহ সকলের জন্যই অনুশীলনে 'ঐচ্ছিক' অনুপস্থিতি বাতিল করা হয়েছে।
ঐতিহ্যগতভাবে, খেলোয়াড়দের জন্য একটি প্রশিক্ষণ সেশন ঐচ্ছিক ছিল। কিন্তু দেখা যাচ্ছে, প্রবণতা এমন দাঁড়িয়েছে যে, শীর্ষ ব্যাটার এবং সিমাররা এই সেশনে থাকছেন না। হালকা অনুশীলন করছেন। কিন্তু, এবার সেই সুযোগ কেড়ে নেওয়া হল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুসারে, টিম ম্যানেজমেন্ট প্রত্যেক খেলোয়াড়ের থেকেই অনুশীলনে না থাকার সুযোগ কেড়ে নিল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, 'টিম ম্যানেজমেন্ট খেলোয়াড়দের ৩০ এবং ৩১ অক্টোবর, দুই দিনের অনুশীলনে উপস্থিতি থাকতে বলেছে। এটা বাধ্যতামূলক। আর, কেউ এড়িয়ে যেতে পারবে না।'
ভারত ইতিমধ্যে এই টেস্ট সিরিজ হেরে গিয়েছে। নিউজিল্যান্ড সিরিজে ০-২ ব্যবধানে এগিয়ে। এই পরিস্থিতিতে দলকে অবশ্যই মুম্বইয়ে তৃতীয় টেস্ট জিততে হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে মাথায় রেখে, টিম ইন্ডিয়া আর এনিয়ে একটি খামতিও সহ্য করতে নারাজ। তাই, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর ও টিম ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা সবাই প্রশিক্ষণ সেশনে প্রত্যেক খেলোয়াড়ের বাধ্যতামূলক উপস্থিতি চান।
আরও পড়ুন- 'স্যরি BCCI!' অস্ট্রেলিয়া সফরে বাদ পড়তেই জয় শাহদের কাছে 'ক্ষমা' শামির, তুঙ্গে ঝড়
পুনে টেস্ট শেষ হওয়ার পর, খেলোয়াড়দের সিরিজের চূড়ান্ত ম্যাচের প্রস্তুতি নিতে একত্রিত হওয়ার আগে দুই দিনের বিরতি দেওয়া হয়েছিল। বিরাট কোহলি ও রোহিত শর্মার মত খেলোয়াড়রা ওই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বই চলে গেছেন বলে জানা গিয়েছে। আর, বেশিরভাগ ভারতীয় খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের ২৭ অক্টোবর, রবিবার মুম্বইয়ে একত্রিত হওয়ার কথা।