Advertisment

Mohammed Shami instagram post: 'স্যরি BCCI!' অস্ট্রেলিয়া সফরে বাদ পড়তেই জয় শাহদের কাছে 'ক্ষমা' শামির, তুঙ্গে ঝড়

India's squad for the Border-Gavaskar Trophy: গতবছর একদিনের বিশ্বকাপ ক্রিকেটের পর থেকেই জাতীয় দলের বাইরে মহম্মদ শামি। চোটের জন্য তিনি একের পর এক টুর্নামেন্টে খেলতে পারেননি।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Md Shami, Jay Shah, মহম্মদ শামি, জয় শাহ,

Md Shami-Jay Shah: মহম্মদ শামি ও জয় শাহ। (ছবি- টুইটার)

Mohammed Shami excluded from India squad: ভারতের নিউজিল্যান্ড সিরিজ হারের পর ঘোষিত অস্ট্রেলিয়া সফরের স্কোয়াড থেকে তিনি বাদ। এই অবস্থায় মহম্মদ শামির পোস্ট ভাইরাল হল। সেখানে তিনি লিখেছেন, 'দুঃখিত বিসিসিআই...'। গত বছরের নভেম্বরে একদিনের বিশ্বকাপ ফাইনালে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকেই শামি মাঠের বাইরে। 

Advertisment

এই পরিস্থিতিতে ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি শনিবার, পাঁচ ম্যাচের বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতীয় দলে তাঁর অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন। নিউজিল্যান্ডের কাছে ভারত এই টেস্ট সিরিজ হারায়, ১২ বছরের মধ্যে টিম ইন্ডিয়া প্রথমবার ঘরের মাঠে সিরিজ হারল। ২০১৩ থেকে ভারত ঘরের মাঠে টানা ১৮টি সিরিজ জিতেছে।

গত বছরের (২০২৩ সাল) নভেম্বরে একদিনের বিশ্বকাপের ফাইনালে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকেই শামি মাঠের বাইরে। ফেব্রুয়ারিতে, তাঁর অস্ত্রোপচার হয়েছে। তারপর থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে তাঁর পুনর্বাসনের চেষ্টা চলছে। 

সোমবার শামি দাবি করেছেন, তাঁর আর ব্যথা নেই। এর আগে টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা শামির চোট নিয়ে মুখ খুলেছিলেন। এমাসের গোড়ার দিকে জানা গিয়েছিল, গোড়ালির অস্ত্রোপচারের পর থেকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)-তে শামি জাতীয় দলে ফিরে আসার চেষ্টা চালাচ্ছেন। তিনি এখন ফোলা হাঁটুর সমস্যায় ভুগছেন। যাইহোক, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিসিসিআই শামির জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে, তাড়াহুড়ো করতে চায়নি। আর, এই কারণেই শামিকে অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দলে রাখা হয়নি।

শনিবার, শামি তাঁর পুনরুদ্ধার প্রক্রিয়া দেখানোর জন্য একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। সেখানে, তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে ব্যর্থ হওয়ায় বিসিসিআই এবং ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। একইসঙ্গে শামি প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি শীঘ্রই ক্রিজে ফিরবেন।

এই ব্যাপারে শামি বলেছেন, 'আমি চেষ্টা চালাচ্ছি। দিনে দিনে আমার বোলিং, ফিটনেসের সঙ্গে আরও ভালো হচ্ছে। ম্যাচের জন্য তৈরি হওয়া এবং ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছি। সমস্ত ক্রিকেট ভক্ত এবং বিসিসিআইয়ের কাছে দুঃখিত! তবে আমি খুব শীঘ্রই লাল বলের ক্রিকেট খেলার জন্য তৈরি হয়ে যাব। আপনাদের সবার প্রতি ভালোবাসা রইল।'

আরও পড়ুন- CSK-র টার্গেটে দুনিয়ার সেরা কিপার-ব্যাটার! 'গুরু' ধোনির পাশেই চেন্নাই মাতাবেন মহাতারকা 'শিষ্য'

শামির দাবি যে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য প্রস্তুত। চলতি সপ্তাহের শুরুতে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস রিপোর্ট করেছে যে, শামি ৬ নভেম্বর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে পারেন। রঞ্জি ট্রফিতে কর্ণাটকের বিরুদ্ধে তিনি খেলতে পারেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে পরের ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। এই ম্যাচগুলোতে অভিজ্ঞ ফাস্ট বোলার তাঁর ফিটনেস প্রমাণ করতে পারলে, অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে নিতে পারেন নির্বাচকরা।

BCCI Mohammed Shami Indian Cricket Team New Zealand Cricket Team
Advertisment