Simon Doull on India playing spin in IND vs NZ 2nd Test: একই দিনে নয় ভারতীয় ব্যাটার স্পিনারদের শিকার হয়ে ফিরলেন একই ইনিংসে। তারপরই নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার-ধারাভাষ্যকার সাইমন ডুল বলে দিয়েছেন, ভারতীয়রা মোটেও বিশ্বের অন্যান্য ক্রিকেটারদের থেকে স্পিন খেলায় দক্ষ, তা বলা যাবে না।
শুক্রবার লাঞ্চ ব্রেকের সময় ডুল জিও সিনেমায় বলে দেন, "বিশ্ব জুড়ে এটা ভুল ধারণা যে আধুনিক ভারতীয় ক্রিকেটাররা অন্যান্য ব্যাটারদের থেকে ভালো স্পিন খেলতে পারে। সৌরভ, গম্ভীর, লক্ষ্মণ, দ্রাবিড়, শচীনদের সেই সময় আর আসবে না। সেই প্রজন্ম কিংবা তার-ও আগের প্রজন্ম স্পিন খেলায় কতটা পারদর্শী ছিল!"
নিউজিল্যান্ডকে প্ৰথম ইনিংসে ২৫৯ রানে আটকে রাখার পর ভারতীয় ইনিংসে ধস নামে। শেষমেষ টিম ইন্ডিয়া গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। মিচেল স্যান্টনার কেরিয়ারের অন্যতম সেরা ৭ উইকেট দখল করেন। এমনকি অনিয়মিত স্পিনার গ্লেন ফিলিপস-ও জোড়া শিকার করে যান। আড়াআড়িভাবে ব্যাট চালিয়ে স্যান্টনারের ফুলটসে বোল্ড হওয়া কোহলির আউট হওয়ার ধরণ যেন ভারতের ব্যাটিং ব্যর্থতার প্রতীক।
ডুলের বিশ্বাস, কোয়ালিটি স্পিন বোলারদের ক্ষেত্রে ভারতীয় ব্যাটাররা অন্যান্য ব্যাটারদের মতই সংশয়ে ভোগেন। তিনি বলেছেন, "কোয়ালিটি স্পিন বোলাররা ভারতীয়দের টার্নিং ট্র্যাকে সেভাবেই পেড়ে ফেলবে, যেভাবে ভারতীয় স্পিনাররা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তুখোড় পারফরম্যান্স মেলে ধরে। আইপিএলে ওঁরা যখনই টার্নিং ট্র্যাক পায়, অভিযোগ করতে শুরু করে।"
দ্বিতীয় দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের লিড ৩০০ ছাপিয়ে গিয়েছে। এখনও হাতে রয়েছে ৫ উইকেট। ২০১২/১৩ সিজনে ভারত শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ হেরেছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই সিরিজ হারের স্মৃতি ফিরে এসেছে নিউজিল্যান্ডের হাত ধরে। টম ল্যাথামের দল যদি সেই কাজ করতে সমর্থ হয়, তাহলে একবিংশ শতকে এই নিয়ে তিনবার হোম টেস্ট সিরিজ হারের সাক্ষী থাকবে টিম ইন্ডিয়া।
READ THE FULL ARTICLE IN ENGLISH