IND vs NZ 1st Test: প্ৰথম ইনিংসে ৪৬ রানে অলআউটের ধাক্কা কাটিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড প্ৰথম ইনিংসে ৪০২ রান তুলে ৩৫৬ রানের লিড নিলেও ভারতও কামব্যাক করেছে দ্বিতীয় দুরন্ত ব্যাটিংয়ের সৌজন্যে। প্ৰথম দিন পুরোপুরি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিন বিলম্বে খেলা শুরু হওয়ার পরই বিপর্যয়।
মেঘলা আবহাওয়া এবং সুইং নির্ভর পরিবেশে ম্যাট হেনরি এবং উইলিয়াম ও রৌরকের সামনে হোঁচট খেয়ে বসেছিল ভারত। ৫ জন ব্যাটার শূন্য রানে আউট হওয়ায় ভারত মাত্র ৪৬ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে কিউইরা দিন শেষ করেছিল স্কোরবোর্ডে ১৮০/৩ তুলে।
দ্বিতীয় দিনেই নিউজিল্যান্ড ১৩৪ রানের লিড নিয়ে ফেলে। মহম্মদ সিরাজ তৃতীয় দিনের ফার্স্ট সেশনেই ড্যারেল মিচেলকে আউট করে ভারতকে প্ৰথম ব্রেক থ্রু এনে দেন। তবে বুমরা যেভাবে ক্রিজে নামা টম ব্ল্যান্ডেলকে আউট করেন ফাঁদ পেতে তা কুশলী বোলিংকেই ফুটিয়ে তোলে। টানা নিখুঁত বোলিংয়ে মোমেন্টাম তৈরি করছিলেন তারকা স্পিডস্টার।
৫৮ তম ওভারে বুমরার ওভার পিচড ডেলিভারিতে আউট হয়ে ফিরতে হয় ব্ল্যান্ডেলকে। ৫৮ তম ওভারে বুমরার প্ৰথম বলই ছিল উইকেটের সোজাসুজি লেন্থে। ব্ল্যান্ডেল মিসটাইম করায় বল সোজা আছড়ে পড়ে প্যাডে। এরপরে বুমরা অফস্ট্যাম্পে ব্ল্যান্ডেলকে গুড লেন্থের টানা দুটো বল করে যান। সেই ওভারের চতুর্থ বল ছিল কিছুটা খাটো লেন্থের।
Jasprit Bumrah strikes now! ⚡️
— Aamir Khan (@AAMIRSRK45) October 18, 2024
Tom Blundell walks back for 5 as KL Rahul takes the catch 👌👌#INDvNZ pic.twitter.com/SszWlJ4xBa
সেই বল আবারও পড়তে ভুল করেন কিউই ব্যাটার। মিসটাইমড বল স্লিপে কেএল রাহুলের হাতে জমা পড়ে। কীভাবে ব্যাটারদের মন বুঝে বোলিং করতে হয়, বুমরার এই ওভার যেন শিক্ষণীয় হয়ে থাকবে উঠতি ক্রিকেট শিক্ষার্থীদের কাছে। নিউজিল্যান্ড রচিন রবীন্দ্রের শতরানে ভর করে ৪০২ তোলার পর ভারত দ্বিতীয় ইনিংসে ২৩১/৩-এ। এখন রোহিতরা পিছিয়ে রয়েছেন ১২৫ রানে। চতুর্থ দিন কোন দলের দিকে মোড় ঘুরবে, সেটাই দেখার।