Advertisment

IND vs NZ Playing 11 Prediction: দ্বিশতরান করেও কি ব্রাত্য ভারতীয় তারকা! নিউজিল্যান্ডের বিপক্ষে প্ৰথম টেস্টেই বিস্ফোরক ১১ নামাচ্ছেন রোহিতরা

Team India Playing 11 Prediction: বাংলাদেশকে ধুয়ে দেওয়ার পর ভারত এবার নামছে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে। সেই সিরিজে কেমন এগারো সাজাতে চলেছে টিম ইন্ডিয়া!

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India, ভারতীয় ক্রিকেট দল, টিম ইন্ডিয়া

Team India: নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির একাদশ নামাবে ভারত (বিসিসিআই)

Team India Playing 11 Prediction Against New Zealand: বাংলাদেশকে টেস্টে যাচ্ছেতাইভাবে হারিয়েছে ভারত। চেন্নাইয়ে বিশাল পরাজয় হজম করার পরেও ঘুরে দাঁড়াতে পারেনি পাকিস্তানকে হারিয়ে ভারতে পা রাখা বাংলাদেশ দল। কানপুরে তিন দিনের বেশি সময় বৃষ্টি খেলা ভেস্তে দিলেও বাংলাদেশের পরাজয় রুখতে পারেনি। ভারত কার্যত দেড় দিনে টি২০-র মেজাজে বাংলাদেশকে মাটি ধরিয়ে ছেড়েছিল। 

Advertisment

বাংলাদেশের মত দুর্বল দল আপাতত অতীত। এবার ভারতকে মোকাবিলা করতে হবে নিউজিল্যান্ডের। কিউইরা টেস্টে পরাশক্তি হলেও শেষ সফরেই নতুনভাবে শক্তি সঞ্চয় করা শ্রীলঙ্কার কাছে শোচনীয়ভাবে সিরিজ হেরেছে। বর্ডার গাভাসকার সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টেই ভারত জয় ছাড়া কিছু ভাবছে না।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় শামিকে নিয়ে যেতে চাই না! বিস্ফোরক বিবৃতিতে আচমকা ঝড় তুললেন রোহিত, তুঙ্গে বিতর্ক

এমনিতে বাংলাদেশের বিরুদ্ধে জোড়া টেস্ট জেতার পর নিউজিল্যান্ডকে তিনটে টেস্টে হারালেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের পৌঁছনো কার্যত নিশ্চিত হয়ে যাবে। তাই কোনওভাবে শিথিলতার আশ্রয় নেবে না টিম ইন্ডিয়া। পূর্ণ শক্তির দল নিয়েই ভারত মোকাবিলা করতে নামবে নিউজিল্যান্ডের।

বাংলাদেশের বিপক্ষে যে স্কোয়াড নামিয়েছিল ভারত, সেই স্কোয়াড থেকে একটিই বদল হয়েছে নিউজিল্যান্ড সিরিজে। বাদ পড়েছেন ইয়াশ দয়াল। চোখ কান বুজে তাই বেঙ্গালুরুতে প্ৰথম টেস্টের আগেই বলে দেওয়া যায়, বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশই অপরিবর্তিত রাখবে টিম ইন্ডিয়া।

আসন্ন সিরিজে ভারত একাদশে বদলের সম্ভবনা বোলিং বিভাগে। নভেম্বরে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে টানা খেলার আগে ভারত সিরাজ এবং বুমরাকে রোটেশন করে খেলাতে পারে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসাবে। দুই পেসার নিয়ে দল সাজালে অতিরিক্ত স্পিনার খেলার সুযোগ থাকবে। সেক্ষেত্রে অক্ষর প্যাটেল অথবা কুলদীপ যাদবের মধ্যে একজনের ভাগ্যে শিকে ছিঁড়তে পারে।

ব্যাটিং অর্ডারে কেএল রাহুল বনাম সরফরাজ খানের দলে ঢোকার লড়াই চমকপ্রদ হতে চলেছে কিউই সিরিজেও। এমনিতে রোহিতের আস্থা রয়েছে অভিজ্ঞ কেএল রাহুলের ওপর। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টেই ছিলেন তিনি। তবে সরফরাজ খান রিজার্ভ বেঞ্চে বসে থাকার পর ইরানিতে নেমেই মুম্বই জার্সিতে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে মধুর মাথাব্যথার উদ্রেক করেছেন টিম ম্যানেজমেন্টের। সরফরাজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও উপেক্ষিত থাকতে হবে কিনা, তা দেখার।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ: রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কেএল রাহুল/ সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা, আকাশ দীপ, কুলদীপ যাদব/ মহম্মদ সিরাজ

New Zealand KL Rahul Indian Cricket Team Indian Team New Zealand Cricket Team India Cricket Team Sarfaraz Khan Team-India Team India
Advertisment