Advertisment

Rohit Sharma: অস্ট্রেলিয়ায় শামিকে নিয়ে যেতে চাই না! বিস্ফোরক বিবৃতিতে আচমকা ঝড় তুললেন রোহিত, তুঙ্গে বিতর্ক

Rohit Sharma on Mohammad Shami: অস্ট্রেলিয়ায় হাড্ডাহাড্ডি সিরিজে ভারত পাঁচ টেস্ট খেলবে। তবে শামিকে ছাড়াই বর্ডার-গাভাসকার সিরিজে নামবে টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma on Mohammed Shami: শামির চোট নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা

Rohit Sharma on Mohammed Shami: শামির চোট নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা (টুইটার)

India vs Australia, Rohit Sharma on Mohammad Shami: মহম্মদ শামির যে অস্ট্রেলিয়ায় আগামী মাসে বর্ডার গাভাসকার সিরিজে নিয়ে যেতে চান না, তা স্পষ্ট হয়ে গেল ক্যাপ্টেন রোহিত শর্মার এক বিবৃতিতেই। নিউজিল্যান্ডের বিপক্ষে প্ৰথম টেস্টে খেলতে নামার একদিন আগেই হিটম্যান জানিয়ে দিলেন, গোড়ালি থেকে অস্ত্রোপচারের পর তারকা পেসারের রিকভারি ধাক্কা খেয়েছে অস্ত্রোপচারের জায়গা হঠাৎ ফুলে ওঠায়। আনফিট অবস্থায় শামিকে নিয়ে যাওয়ার কোনও অর্থ ই নেই। জানিয়েছেন তিনি।

Advertisment

ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শামি শেষবার টিম ইন্ডিয়া জার্সিতে খেলেছিলেন। তারপর থেকেই মাঠের বাইরে সুপারস্টার। পুরোপুরি চোট সারিয়ে এখনও মাঠে ফেরা হয়নি তাঁর। বেঙ্গালুরুতে রোহিত সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, "সত্যি কথা বলতে এই মুহুর্তে ওঁকে (শামিকে) নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া বেশ কঠিন। ও অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ফিট হয়ে উঠবে কিনা, তা স্পষ্ট নয়। সম্প্রতি ওঁর হাঁটু বেশ ফুলে গিয়েছে। যেটা অস্বাভাবিক।"

"ও প্রায় ফিট হয়ে উঠেছিল। একশো শতাংশ ফিট হয়ে ওঠার দিকেই ছিল শামি। তবে অস্ত্রোপচারের জায়গা হঠাৎ ফুলে ওঠায় ওঁর রিকভারি ধাক্কা খেয়েছে। তাই ওঁকে নতুন করে রিকভারি প্রসেস শুরু করতে হয়েছে এনসিএ-তে। ওখানে এই মুহূর্তে ফিজিও এবং চিকিৎসকদের সঙ্গে রিকভারি শুরু করেছে।"

আরও পড়ুন: দ্বিশতরান করেও কি ব্রাত্য ভারতীয় তারকা! নিউজিল্যান্ডের বিপক্ষে প্ৰথম টেস্টেই বিস্ফোরক ১১ নামাচ্ছেন রোহিতরা

রোহিত জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট চাইছে পুরোপুরি ফিট হয়ে তবেই যেন শামি আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করেন। "ওঁর পরিপূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি আমরা। চাইনা আনফিট অবস্থায় ওঁকে আমরা অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে। সেটা মোটেও সঠিক হবে না। একজন পেসারের পক্ষে এটা ভীষণ কঠিন। এত ক্রিকেট মিস করার পর হঠাৎ করেই মাঠে নেমে সেরা ফর্মে খেলা- বিষয় মোটেও সহজ নয়।" স্পষ্ট জানিয়েছেন রোহিত।

আরও বলেছেন, এনসিএর কর্মীরা শামির ফিটনেস পর্যালোচনা করে আন্তর্জাতিক ক্রিকেটে নামার ছাড়পত্র দেবেন। "ওঁকে ফিট হয়ে ওঠার জন্য পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষপাতী আমরা। ১০০ শতাংশ ফিট হয়ে ওঠার জন্য ফিজিও, ট্রেনার, চিকিৎসকরা ওঁর জন্য রোডম্যাপ তৈরি করে দিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে খেলার আগে ওঁর বেশ কয়েকটা অনুশীলন ম্যাচ খেলার কথা।"

জাতীয় দলের জার্সিতে রোহিত এখনও পর্যন্ত ৬২টি টেস্ট ম্যাচ খেলেছেন। ২৭.৭১ গড়ে ২২৯ উইকেট নিয়েছেন স্পিডস্টার। নভেম্বর ২২ থেকে শুরু হতে চলা বর্ডার গাভাসকার সিরিজে ভারত পাঁচটা টেস্ট খেলবে।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Team-India Team India Indian Team Rohit Sharma Mohammed Shami Indian Cricket Team India Cricket Team
Advertisment