India vs New Zealand 1st Test weather prediction: ধারাবাহিক বৃষ্টির জন্য ভেস্তে যেতে পারে বেঙ্গালুরু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। বুধবার, ১৬ অক্টোবর থেকে তিন ম্যাচের সিরিজের এই প্রথম টেস্ট শুরু হওয়ার কথা। আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তার ফলে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। আর, সেই বৃষ্টিপাতের জন্যই ভেস্তে যেতে পারে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। কারণ, আবহাওয়া দফতর জানিয়েছে যে দক্ষিণের রাজ্য কর্ণাটকের উত্তরাঞ্চলের শুকনো অঞ্চলগুলো, 'আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সাক্ষী থাকবে। আগামী তিন থেকে চার দিন ওই এলাকায় এই বৃষ্টিপাত চলবে।'
অ্যাকুওয়েদারের মতে, ম্যাচের প্রথম দিনে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এতে খেলার সম্ভাবনা বাধা পাবে। বুধবারের পাশাপাশি, বৃহস্পতিবারও একইরকম ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দু'-এক পশলা বৃষ্টি এবং বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা আছে। শনিবার আবহাওয়ার উন্নতি ঘটার সম্ভাবনা। তবে, রবিবার ফের ঝড়-বৃষ্টি হতে পারে ওই অঞ্চলে। রাজধানী শহর বেঙ্গালুরু-সহ মধ্য এবং দক্ষিণ কর্ণাটকের বেশকিছু অঞ্চল ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। বেশ কয়েকটি নীচু এলাকা জলমগ্ন থাকায় শিক্ষার্থী এবং অফিসযাত্রীরা বিপাকে পড়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
মঙ্গলবার সকাল ৮.৩০টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বেঙ্গালুরু শহরে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উপকূলীয় কর্ণাটক ছাড়াও তুমাকুরু, মাইসুরু, কোডাগু, চিক্কামাগালুরু, হাসান, কোলার, শিবমোগা এবং চিক্কাবল্লাপুর জেলাগুলোতে আবহাওয়া দফতর হলুদ সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, ওই সব অঞ্চলে আবহাওয়া খারাপ থাকায় দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ওই সব অঞ্চলে ৬ সেন্টিমিটার থেকে ১১ সেন্টিমিটারের মত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ভারতের কাছে লজ্জার মাথা খেয়ে শোচনীয় হার! হেড কোচকে ভয়ঙ্কর শাস্তি দিল বাংলাদেশ
আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পাশাপাশি প্রথম টেস্ট-এর পাঁচ দিন ক্রিকেটারদের অস্বস্তিতে রাখবে আপেক্ষিক আর্দ্রতাও। বেঙ্গালুরুর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৯ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায়, তা ক্রিকেটারদের জন্য অস্বস্তির কারণ হতে পারে বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।