Jasprit Bumrah rested IND vs NZ 3rd Test: শুক্রবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে থাকছেন না জসপ্রীত বুমরা। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বুমরাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে নভেম্বরে বর্ডার গাভাসকার ট্রফিতে একদম তরতাজা হয়ে মাঠে নামতে পারেন।
বুধবার রাতেই বুমরা আহমেদাবাদে পরিবারের কাছে উড়ে গিয়েছেন। জানা যাচ্ছে, ভারতীয় দল প্রাথমিকভাবে বুমরাকে পুনেতে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দিতে চেয়েছিল। তবে প্ৰথম টেস্ট হেরে বসায় আর ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। কিউই সিরিজে বর্তমানে ভারত ০-২'এ পিছিয়ে পড়েছে। ২০১২-র পর টানা ১৮ সিরিজ জয়ের পর এই প্ৰথম ঘরের মাঠে সিরিজ হার হজম করেছে টিম ইন্ডিয়া।
বুমরা বুধবার অনুশীলনে এসেছিলেন দলের সঙ্গে। তবে হাত ঘোরাননি তিনি। বদলে ড্রিলিং করতে দেখা গিয়েছিল। বুধবার বুমরার অনুশীলনের বিষয়ে কোচ গম্ভীর জানিয়েছিলেন, "ও প্রস্তুতি সেরেছে। মুম্বইয়ের ওয়েদার কেমন হয়, সকলেই জানেন। নিজের শক্তি সঞ্চয় করে রাখতে হবে ওঁকে। নিজের বোলিং নিয়ে যথাযথ অনুশীলন সেরেছে ও। ও একজন সিনিয়র প্লেয়ার। টেস্টের আগে কতটা অনুশীলন সারতে হয়, সেটা ও ভালোই জানে।"
একদিন আগেই টিম ইন্ডিয়া ব্যাটিং কোচ অভিষেক নায়ার বুমরার সম্ভাব্যতা নিয়ে মুখ খুলেছিলেন। নায়ার বলেছিলেন, "ও খুব বেশি বোলিং করেনি। বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্টেই খেলেছে ও। পর্যাপ্ত বিশ্রামের প্রয়োজন রয়েছে ওঁর। ও আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ওঁর ওয়ার্কলোডের বিষয়টি আমার মাথায় রয়েছে।"
বাংলাদেশের বিরুদ্ধে টানা দুটো টেস্টে খেলার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট মিলিয়ে ৪০ ওভার বল করেছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য বুমরাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা ছন্দে থাকতেই হবে। বুমরা তৃতীয় টেস্টে বিশ্রাম নেওয়ায় মহম্মদ সিরাজকে সম্ভবত মুম্বইয়ে বল হাতে দেখা যাবে।
READ THE FULL ARTICLE IN ENGLISH