Advertisment

New Zealand Cricket Team: ভারত থেকে কাশ্মীরকে বাদ দিল নিউজিল্যান্ড! বিতর্কের বোমায় ছিন্নভিন্ন টিম সাউদিরা

New Zealand Cricket Official Trolled: ভারতে খেলতে এসে বেনজির বিতর্কে দগ্ধ নিউজিল্যান্ড ক্রিকেট দল। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তীব্র ধিক্কারের মুখে কিউইরা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
New Zealand Cricket Team, India Map, নিউজিল্যান্ড ক্রিকেট দল, ভারতের ম্যাপ,

New Zealand Cricket Team-India Map: নেটিজেনরা তীব্র প্রতিবাদে সরব হয়েছেন। (ছবি- টুইটার)

New Zealand Cricket Official Trolled for Posting Wrong India Map: ভারতের ভুল মানচিত্র প্রদর্শনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের তীব্র নিন্দায় সরব হল সোশ্যাল মিডিয়া। ভারতে টেস্ট খেলতে এসেছে নিউজিল্যান্ড। সেই উপলক্ষে ভারতের মানচিত্র প্রকাশ করেছে কিউইরা। সেখানেই ভুল মানচিত্র দেখানো হয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটের কাছে বর্তমান সময়টা বেশ ভালো যাচ্ছে। রবিবার আট উইকেটে তারা ভারতকে হারিয়েছে। আর, তাদের মহিলা দল টি২০ বিশ্বকাপ জিতেছে। এর আগে নিউজিল্যান্ড ১৯৮৮ সালে ভারতের মাটিতে টেস্ট জিতেছিল। 

Advertisment

অবশ্য এই জয়ই প্রথম নয়। সাম্প্রতিক অতীতে নিউজিল্যান্ড ভারতকে বেশ ভালোভাবে ভুগিয়েছে। আর, তার জেরেই ভক্তদের রোষ আছড়ে পড়েছে কিউইদের ওপর। এই পরিস্থিতিতে সোমবার নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বোর্ড জানিয়েছে যে তাদের ছেলেদের দল বেঙ্গালুরুর পর পুনেতে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলবে। সেটা বোঝাতে গিয়ে ভারতের মানচিত্রে তিন ম্যাচের টেস্ট সিরিজের জায়গাগুলো বোঝানোর চেষ্টা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আর, সেই মানচিত্রেই প্রচুর ভুলভ্রান্তি ধরা পড়েছে। তার বিরুদ্ধেই সরব হয়েছেন নেটিজেনরা।

এই বিতর্কের মধ্যেই তাদের মহিলা টি২০ জয় বড় সাফল্য। মহিলা টি২০ বিশ্বকাপে নিউজিল্যান্ড প্রথম ও দ্বিতীয় সংস্করণে ফাইনালে উঠেছিল। প্রথমবার ইংল্যান্ডের কাছে এবং দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। ২০২৪ সালের টুর্নামেন্টে খেলার আগে তারা টানা ১০ টি২০ ম্যাচ হেরেছে। তাদের ব্যাটিং অর্ডারেও বেশ কিছু বদল ঘটিয়েছে। শেষ পর্যন্ত টি২০ বিশ্বকাপে তারা ভারতকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ছয়বারের জয়ী অস্ট্রেলিয়াকে হারিয়েছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মত টুর্নামেন্ট জিতে নিয়েছে। এই প্রথম নিউজিল্যান্ড কোনও বিশ্বকাপ (পুরুষ এবং মহিলাদের) জিতল। এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের পুরুষ দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল।

আরও পড়ুন- সরফরাজকে বাদ দিয়ে রাহুলকে খেলাও! ক্যাপ্টেন রোহিতকে বিস্ফোরক পরামর্শ টিম ইন্ডিয়া তারকার

তারমধ্যেই রবিবার বেঙ্গালুরুতে নিউজিল্যান্ড গত দু'বারের ফাইনালিস্ট ভারতকে হারিয়ে টেস্ট জিতল। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বাইরে নিউজিল্যান্ডই একমাত্র দল যারা ২০১০ সালের পর ভারতে টেস্ট জিতল। এর আগে তারা ১৯৮৮ সালে শেষবার ভারতে টেস্ট জিতেছিল। এই নিয়ে তারা চারবার ভারতে টেস্ট জিতল। দুই দলের টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে যা নজির।  

Indian Cricket Team Test cricket Cricket News New Zealand Cricket Team
Advertisment