Sarfaraz Khan vs KL Rahul: বেঙ্গালুরুতে আট উইকেটে ভারতের পরাজয়ের মধ্যেও দুর্দান্ত খেলেছেন সরফরাজ খান। তিনি দ্বিতীয় ইনিংসে ১৫০ রান করেছেন। আর, এই ম্যাচে কেএল রাহুলের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। তারপরও ভারতের প্রাক্তন উইকেটকিপার পার্থিব প্যাটেলের ধারণা, দ্বিতীয় টেস্ট ম্যাচে সরফরাজ খানের বদলে খেলতে পারেন কেএল রাহুল। বছর ৩২-এর রাহুল তাঁর হোম গ্রাউন্ড বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ০ এবং দ্বিতীয় ইনিংসে ১২ রানে আউট হয়েছেন। শুভমান গিল এমনিতে ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামেন। এই ম্যাচে তিনি অসুস্থতার জন্য খেলেননি। তাঁর জায়গায় প্রথম একাদশে খেলেছেন সরফরাজ খান। তবে, সরফরাজ খেলেছেন চার নম্বরে।
আর, কেএল রাহুল খেলেছেন ছয় নম্বরে। তিনি শেষবার সেঞ্চুরি করেছিলেন ২০১৬ সালে। টেস্ট ক্রিকেটে রাহুলের গড় বর্তমানে ৩৪-এর নীচে নেমে গিয়েছে। তারপরও রাহুলই দ্বিতীয় টেস্ট ম্যাচে সুযোগ পেতে পারেন বলেই মনে করছেন পার্থিব প্যাটেল। এই প্রসঙ্গে প্যাটেল বলেছেন, 'প্রশ্ন হচ্ছে সরফরাজ খান খেলবেন নাকি কেএল রাহুল। আমার এখনও মনে হচ্ছে যে কেএল রাহুলই খেলবে। তাঁর সম্পর্কে দল যেভাবে আস্থা দেখাচ্ছে, সেটা দেখিয়েই আমার এমনটা ধারণা।'
পার্থিব জানিয়েছেন, ব্যাপারটা অনেকটা পেসার মহম্মদ সিরাজ আর আকাশ দীপের মত ব্যাপার। সিরাজের পারফরম্যান্স ভালো না হলেও আকাশদীপের বদলে তাঁকেই সুযোগ দেওয়া হয়েছে। কারণ, সিরাজের অভিজ্ঞতা বেশি। এই প্রসঙ্গে পার্থিব প্যাটেল বলেন, 'এটা ঠিক যে সরফরাজ ১৫০ রান করেছেন। কিন্তু, ওঁকে কিন্তু শুভমান গিলের জায়গায় তিন নম্বরে নামানো হয়নি। কেএ রাহুলকে কিন্তু ওঁর নিজের ছয় নম্বর জায়গাতেই নামানো হয়েছে। ব্যাপারটা অনেকটা মহম্মদ সিরাজ আর আকাশদীপের মত। সিরাজের পারফরম্যান্স ভালো না হলেও ওঁকেই খেলানো হচ্ছে। তাই আমার মনে হয় যে পরের টেস্ট ম্যাচে রাহুলের ওপর যতই চাপ থাকুক, ওঁকেই খেলানো হবে।'
আরও পড়ুন- ১৫০ করেও কি টিম ইন্ডিয়ায় বাদ সরফরাজ, দ্বিতীয় টেস্টের আগেই বড় ইঙ্গিত ক্যাপ্টেন রোহিতের
এই পরিস্থিতিতে ভারত শুক্রবার থেকে পুনেতে দ্বিতীয় টেস্টে কিউইদের মুখোমুখি হবে। তার আগে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে ইতিমধ্যেই স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে টিম ইন্ডিয়া। এবার দেখার যে সরফরাজ এবং রাহুলের ব্যাপারটা কী হয়।