Advertisment

IND vs NZ: ব্যাটে লাগার পরের ফ্রেমে স্পাইক! রচিনের নটআউট নিয়ে বেনজির বিতর্ক, সেলিব্রেশনে 'না' কোহলির

Rachin Ravindra not out DRS blunder: রচিন রবীন্দ্রের নটআউট সিদ্ধান্ত নিয়ে বিতর্কের ঝড় তুঙ্গে, ভয়ঙ্কর ডিআরএস ত্রুটি এল সামনে, কোহলির প্রতিক্রিয়া নিয়ে আলোচনা

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Virat Kohli, Test Cricket, বিরাট কোহলি, টেস্ট ক্রিকেট,

Virat Kohli-Rachin Ravindra: চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট কোহলি। (ছবি- টুইটার)

India vs New Zealand 1st Test: রচিন রবীন্দ্রের আউট নিয়ে ভারতীয় দলের বাকিরা উল্লাসে ফেটে পড়লেও, সেই উল্লাসে গা ভাসাতে দেখা গেল না বিরাট কোহলিকে। এই আউটের ঘটনায় ডিআরএস নিয়ে তৈরি হয় বিতর্ক। ধারাভাষ্যকারদের নজর তখনই কোহলির ওপর পড়ে। টম ল্যাথামের নেতৃত্বাধীন নিউজিল্যান্ড বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম টেস্ট-এর প্রথম ইনিংসে দুর্দান্ত খেলেছে। ভারত প্রথম ইনিংসে তুলেছে মাত্র ৪৬ রান। জবাবে ১০ উইকেটে ৪০২ রান করেছে নিউজিল্যান্ড। তার মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন রচিন রবীন্দ্র। তিনি ১৫৭ বলে ১৩৪ রান করে কুলদীপ যাদবের বলে আউট হন। ইনিংসে ১৩টি চার এবং চারটি ছয় মেরেছেন রবীন্দ্র।

Advertisment

এর মধ্যে বিতর্ক তৈরি হয় ৮৯ তম ওভারে। বাঁ-হাতি ব্যাটার রবীন্দ্র তখন ব্যাট করছেন। ওই সময় একটি বল রবীন্দ্রের ব্যাটের কোণা ঘেঁষে উইকেটরক্ষক ধ্রুব জুরেলের হাতে চলে যায়। ভারতীয় দলের সদস্যরা আউটের আবেদন জানান। আম্পায়ার মাইকেল গফ আউট বলে রায় দেন। সেটা দেখে রবীন্দ্রও ঘাবড়ে যান। তিনি উইকেটের অন্যপ্রান্তে থাকা আজাজ প্যাটেলের সঙ্গে কথা বলেন। তারপর ডিসিশন রিভিউ সিস্টেমের জন্য আবেদন জানান।

রিভিউয়ে দেখা যায় বলে সঙ্গে ব্যাটের সংযোগের মুহূর্তে আল্ট্রাএজে স্পাইক না দেখা দিলেও, ঠিক পরের ফ্রেমে স্পাইক দেখা যায় যেখানে ব্যাট-বলের মধ্যে ফাঁক ছিল অনেকটা। এতেই স্পষ্ট ডিআরএস-এর ভুল ত্রুটি।

তবে থার্ড আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ সিদ্ধান্ত বদলে জানান, আউট হননি রবীন্দ্র । তবে, তার আগে ভারতীয় খেলোয়াড়রা রীতিমতো উইকেট প্রাপ্তির উদযাপন শুরু করে দিয়েছিলেন। বিতর্কিতভাবে নট আউটের সিদ্ধান্তের পক্ষে রায় দেন আম্পায়ার।

সেই সময় ধারাভাষ্যকার ছিলেন হর্ষ ভোগলে ও ইয়ান স্মিথ। তিনি ডিআরএস সিদ্ধান্তের সময় আইসিসির এলিট আম্পায়ার সাইমন টাফেলের একটা লেখার উল্লেখ করেন। ভোগলে বলেন, 'সাইমন টাফেল একটা লেখায় জানিয়েছেন, যদি ব্যাট সরানোর একটা ফ্রেম পরেও স্পাইক দেখা যায়, তা আউটের জন্য যথেষ্ট হতে পারে।' সেই সময় ইয়ান স্মিথ আবার দর্শকদের কোহলিকে একঝলক দেখতে বলেন। রিপ্লেতে দেখা যায় যে, কোহলি চুপচাপ আছেন। তিনি অন্য ভারতীয় খেলোয়াড়দের মত রচিনের আউটের সম্ভাবনা নিয়ে মাতামাতি করছেন না। 

আরও পড়ুন- বাংলাদেশে আর ফিরব না! ফেয়ারওয়েল টেস্ট না খেলেই বড় সিদ্ধান্ত সাকিবের

ভোগলে যা দেখে ইয়ান স্মিথের পর্যবেক্ষণকে 'দুর্দান্ত' বলে বাহবা দেন। একইসঙ্গে তিনি বলেন, 'বিশ্বে সবচেয়ে বেশি অভিব্যক্তি ফুটিয়ে করা লোকেদের যদি তালিকা থাকে, তবে কোহলি সেই তালিকায় একনম্বরে থাকবেন।' শেষ পর্যন্ত এই ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩৫৬ রানের লিড নেয়। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল হয়েছেন কুলদীপ যাদব। তিনি তিন উইকেট নিয়েছেন। প্রথম ইনিংসে কোহলি শূন্য রানে আউট হন। তবে, দ্বিতীয় ইনিংসে কোহলি সেই ঘাটতি পুষিয়ে দেন। তিনি ১০২ বলে ৭০ রান করেন। ইনিংসে তিনি ৮টি চার ও ১টি ছয় মারেন। শেষ পর্যন্ত গ্লেন ফিলিপের বলে টম ব্লানডেলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান কোহলি।

Indian Cricket Team Rachin Ravindra Virat Kohli New Zealand Cricket Team
Advertisment