Advertisment

Rishabh Pant: ম্যাচের মধ্যেই পন্থকে সরিয়ে কিপার জুরেল! দুঃস্বপ্নের দিনে টিম ইন্ডিয়ার হতাশা বাড়াল বড় আপডেট

Rishabh Pant injury: বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চোট পেয়েছেন ঋষভ পন্থ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant, IND vs NZ, ঋষভ পন্থ, ভারত বনাম নিউজিল্যান্ড,

Rishabh Pant IND vs NZ: ঋষভ বাইরে যেতেই শিকে ছিঁড়ল ধ্রুবর। (ছবি- টুইটার)

Rishabh Pant injury during India vs New Zealand 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে বেঙ্গালুরুতে একের পর এক অঘটনের সাক্ষী হল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে কোনও টেস্ট ইনিংসে সবচেয়ে কম রান করার পাশাপাশি, ভারতীয় দলের জন্য আরও একটি খারাপ খবর অপেক্ষা করে ছিল বৃহস্পতিবার। তা হল, দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থের চোট। এদিন ৩৭তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজার একটি বল পন্থের হাঁটুতে লাগে। 

Advertisment

জাদেজার ওই বলটা ডেভন কনওয়ে অফ সাইড দিয়ে ড্রাইভ করতে গেছিলেন। কিন্তু, বলটা অফ স্টাম্পের কাছাকাছি দিয়ে পন্থের ডান হাঁটুর মালাইচাকিতে গিয়ে লাগে। যন্ত্রণায় মাটিতে বসে পড়েন ভারতের উইকেটরক্ষক ব্যাটার। ফিজিও এসে সাধ্যমত চেষ্টা চালান। এরপরই পন্থকে কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে হয়। তাঁর জায়গায় উইকেটরক্ষণের দায়িত্ব নেন ধ্রুব জুরেল। তবে, কেএল রাহুলও ছিলেন। চাইলে তিনিও উইকেটকিপিং করতে পারতেন।

এদিন প্রথম ব্যাট করে টিম ইন্ডিয়া। কিন্তু, গোটা টিম মাত্র ৪৬ রানে আউট হয়ে যায়। পাঁচ জন প্রথমসারির খেলোয়াড় শূন্য রানে আউট হন। তার মধ্যে কোহলিও আছেন। মাত্র ১২ রানে তিন উইকেট হারায় টিম ইন্ডিয়া। ব্যাটিং করতে এসে জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সিরাজদের খেলতে কিউইয়ের তেমন অসুবিধা হয়নি। তার মধ্যে ডেভন কনওয়ে এদিন খুব ভালো খেলেছেন। আউট হওয়ার আগে ১০৫ বলে করেছেন ৯১ রান। নিউজিল্যান্ড তিন উইকেটেই ১৮০ রান তুলে নেয়।   

আরও পড়ুন- ক্যাচ ধরার নূন্যতম চেষ্টাও নেই! মাঠেই কোহলির ওপর ক্ষেপে লাল রোহিত, গনগনে বিতর্কে উত্তাল বেঙ্গালুরু

ভারতীয় ব্যাটারদের মধ্যে ঋষভও ছিলেন। তিনি বাকিদের তুলনায় ভালো খেললেও মাত্র ২০ রান করেছেন। নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ম্যাট হেনরি এই ম্যাচে ১৫ রানে পাঁচ উইকেট নিয়েছেন। ও'রুরকি নিয়েছেন ২২ রানে চার উইকেট। ভারতের হয়ে প্রথম উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তিনি এদিন টেস্ট ক্রিকেটে শততম উইকেটটি সংগ্রহ করলেন। কুলদীপ নিউজিল্যান্ড অধিনায়ক ল্যাথামকে ফেরত পাঠান। 

Rishabh Pant Indian Cricket Team New Zealand Cricket Team Dhruv Jurel
Advertisment