Advertisment

Rohit Sharma unhappy with Virat Kohli and KL Rahul: ক্যাচ ধরার নূন্যতম চেষ্টাও নেই! মাঠেই কোহলির ওপর ক্ষেপে লাল রোহিত, গনগনে বিতর্কে উত্তাল বেঙ্গালুরু

IND vs NZ 1st Test: মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়া। তারপরেই ঝড় তোলা বিতর্ক ভারত ফিল্ডিং করার সময়ে

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit, Kolhi, IND vs NZ 1st Test, রোহিত, কোহলি, ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম টেস্ট

Rohit-Kolhi IND vs NZ 1st Test: কোহলির ফিল্ডিংয়ে ক্ষুদ্ধ রোহিত। (ছবি- স্ক্রিনগ্যাব)

India vs New Zealand Bengaluru Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরুতে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ড অধিনায়কের সহজ ক্যাচ নেওয়ার চেষ্টা না করায় বিরাট কোহলি ও কেএল রাহুলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম স্লিপে ক্যাচ দেন। সেই সময় কোহলি ও রাহুল ক্যাচটা ধরার চেষ্টা করেননি। তা দেখেই মাঠের মধ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রোহিত। এদিনই ঘরের মাঠে সর্বনিম্ন টেস্ট স্কোর, ৪৬ রান করে অলআউট হয় টিম ইন্ডিয়া। কোহলি-সহ দলের ভরসা বলে খ্যাত বেশ কয়েকজন ব্যাটার শূন্য রানে আউট হন। এতে রীতিমতো উত্তপ্ত ছিল ভারত শিবির।

Advertisment

এরপর নিউজিল্যান্ডের হয়ে ব্যাট করতে নামেন ওপেনার টম ল্যাথাম এবং ডেভন কনওয়ে। তাঁরা দুর্দান্ত ব্যাট করতে শুরু করেন। ভারতের সেরা বোলার জসপ্রিত বুমরাহ ও মহম্মদ সিরাজদের সামনেও নিউজিল্যান্ডের ব্যাটারদের কোনও অসুবিধা হয়নি। কিন্তু, ১৩তম ওভারে সিরাজের একটা বাউন্স খোঁচা দেন ল্যাথাম।

সেটাই প্রথম ও দ্বিতীয় স্লিপের মাঝখান দিয়ে উড়ে যায়। সেই সময় বিরাট কোহলি প্রথম স্লিপে ছিলেন। আর, কেএল রাহুল ছিলেন দ্বিতীয় স্লিপে। দু'জনের কেউই ক্যাচটা নিতে ঝাঁপাননি। রিপ্লেতে দেখা যায় যে কোহলির চেয়ে রাহুলের ক্যাচটা নেওয়ার সম্ভাবনা ছিল বেশি। বলটা তাঁর পাশ দিয়ে উড়ে গিয়ে বাউন্ডারিতে পৌঁছলে রাহুল যেন হতভম্ব হয়ে যান।

এসব দেখে অধিনায়ক রোহিত শর্মা রীতিমতো হাত ঝাঁকিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এদিন ভারত ৩১.২ ওভারে অলআউট হয়ে যায়। এর আগে ১৯৮৭ সালে নয়াদিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা ৭৫ ছিল এক ইনিংসে ভারতের সর্বনিম্ন টেস্ট রান। বিদেশের মাটিতে অবশ্য ভারতের এক ইনিংসে আরও খারাপ রান করার নজির আছে। গোলাপী বলের অ্যাডিলেড টেস্ট-এ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত ২০২০ সালে করেছিল ৩৬ রান। যেটা এখনও পর্যন্ত দলের সর্বনিম্ন রান। এর পরেই রয়েছে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৪ সালে করা ৪২ রান। 

আরও পড়ৃুন- লক্ষ্মীপুজোতেই লক্ষ্মীলাভ সৌরভের! সেরার সেরা কোম্পানিতে বড় চাকরি বাংলার মহারাজের

নিউজিল্যান্ড এদিন ৩ উইকেটে ৫০ ওভারে তুলেছে ১৮০ রান। তার মধ্যে ডেভন কনওয়ে করেছেন ৯১ রান। ১০৫ বলে ওই রান করেছেন কনওয়ে। ইনিংসে আছে তিনটি ছয় এবং ১১টি চার। ক্রিজে আছেন ড্যারিল মিচেল ও রাচিন রবীন্দ্র। কনওয়েকে ফিরিয়েছেন অশ্বিন। উইল ইয়ং করেছেন ৩৩ রান। রবীন্দ্র জাদেজার বলে তাঁর ক্যাচ নেন কুলদীপ যাদব। অধিনায়ক টম ল্যাথাম আবার ১৫ রানে এলবিডব্লিউ হয়েছেন কুলদীপ যাদবের বলে।

New Zealand Cricket Team Indian Cricket Team Virat Kohli Rohit Sharma
Advertisment