Advertisment

Rohit Sharma praises Sarfaraz Khan: ১৫০ করেও কি টিম ইন্ডিয়ায় বাদ সরফরাজ, দ্বিতীয় টেস্টের আগেই বড় ইঙ্গিত ক্যাপ্টেন রোহিতের

Rohit Sharma praises Sarfaraz Khan Rishabh Pant: সরফরাজ খানের ভাগ্য কি করুণ নায়ারের মত হতে চলেছে, এ-কী বললেন রোহিত, শুনে রীতিমতো ধন্দে নেটিজেনরা

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, Sarfaraz Khan, রোহিত শর্মা, সরফরাজ খান,

Rohit Sharma-Sarfaraz Khan: সরফরাজ সম্পর্কে মুখ খুললেন রোহিত। (ছবি- টুইটার)

India vs New Zealand, Rohit Sharma on Sarfaraz Khan: মাত্র তিন ঘণ্টায় একটা গোটা টিমকে বোঝা সম্ভব না। এমনটাই মনে করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। বেঙ্গালুরুতে শুরু হওয়া ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ নিউজিল্যান্ড আট উইকেটে জিতেছে। দ্বিতীয় ইনিংসে ভারত ৪৬২ রান তুললেও হার রুখতে পারেনি। এই পরই মুখ খুলেছেন রোহিত। ম্যাচ-পরবর্তী প্রেস মিটে রোহিত বলেছেন, 'আমি সততার সঙ্গেই বলছি যে, এই টেস্ট ম্যাচ নিয়ে আমার কিছুই বলার নেই। কারণ, তিন ঘণ্টায় একটা দলকে পুরোপুরি বোঝা যায় না। কোনও নির্দিষ্ট খেলোয়াড়কে বিচার করতে যাওয়া, অথবা তার সম্পর্কে কোনও ধারণা করে বসাটা ঠিক হবে না।'

Advertisment

ম্যাচে তাঁদের বেশ কিছু ভুল হয়েছে, একথা স্বীকার করে রোহিত বলেন, 'এটা ঠিক যে আমাদের কিছু ছোটখাটো ভুল হয়েছে। আমরা দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে সেটা পুষিয়ে দেওয়ার চেষ্টাও চালিয়েছি। তবে একটা ধারাবাহিকতা দরকার। আমার মনে হয় যে এই ম্যাচে বেশকিছু ভালো খেলা আমরা খেলেছি। তার মধ্যেই আমরা যে ছোটখাটো ভুল করেছি, ম্যাচে তার ফল পেয়েছি। তবে, তার মানে এটা নয় যে সব শেষ হয়ে গেছে। আমরা আগেও এই ধরনের ম্যাচে হেরেছি। আবার ভালো খেলে সিরিজে ফিরেও এসেছি। তাই এই ম্যাচে যা হওয়ার হয়ে গিয়েছে। আমরা এখন পরের ম্যাচ নিয়ে মনোনিবেশ করছি। সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে ভালো কিছু করতে চাই।'

এই ম্যাচে শুভমান গিল ঘাড়ের সমস্যার জন্য খেলতে পারেননি। তাঁর ঘাড় শক্ত হয়ে যাওয়ায় খেলা হয়নি শুভমানের। এই প্রসঙ্গে রোহিত বলেছেন, 'এই দুর্ভাগ্যজনক যে শুভমান ম্যাচটা খেলতে পারেনি। সরফরাজ সেই সুযোগ নিয়েছে। ভালো খেলেছে, বড় সেঞ্চুরি পেয়েছে। এটা দলের জন্য একটা ভালো লক্ষণ। একটা সময় আমাদের মনে হচ্ছিল যে আমরা এই ম্যাচে এগিয়ে আছি। আমাদের কখনও মনে হয়নি যে আমরা ৩৫০ ডিগ্রি পিছিয়ে আছি। আর, এই পরিস্থিতি তৈরি করেছেন আমাদের খেলোয়াড়রা। যার জন্য আমরা সত্যিই গর্বিত।'

রোহিত বলেছেন যে, ঋষভ পন্থ দ্বিতীয় ইনিংসে ৯৯ রান করেছেন। কিন্তু, তাঁকে সাবধানে ব্যবহার করতে হবে। কারণ, পন্থের এর আগে চোট লেগেছিল। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'ওঁর (পন্থ) পায়ে বড় ধরনের অপারেশন হয়েছে। ওঁর ব্যাপারে আমাদের একটু সতর্ক থাকা দরকার। ও ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছে। ওই পায়ে ও আগেও চোট পেয়েছে। এবার ও যখন ব্যাটিং করছিল, তখন কিন্তু, স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেনি। শুধুমাত্র বলটা কোনওমতে মারার চেষ্টা করেছে। উইকেটকিপিং করতে গেলে, হাঁটু একটু বাঁকাতেই হয়। এই পরিস্থিতিতে ভবিষ্যতের জন্য একশো শতাংশ প্রস্তুত থাকাই উচিত।'

এই ম্যাচে দলের বোলারদের পারফরম্যান্স নিয়েও মুখ খুলেছেন রোহিত। বুমরা ম্যাচটা দুর্দান্ত খেলেছে। তিনটি উইকেট নিয়েছেন। তেমন একটা রান দেননি। সেক্ষেত্রে সিরাজ বরং হতাশ করেছেন। এই প্রসঙ্গে রোহিত বলেন, 'বুমরা বেশ কয়েকটি উইকেট পেয়েছে। সিরাজ ভালো বল করলেও, উইকেট পায়নি। কিন্তু, আমরা একটা ম্যাচের ওপর নির্ভর করে আমাদের খেলোয়াড়দের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলাতে পারি না। আমরা প্রতিপক্ষকে আমাদের মনোভাব বুঝতে দিতে চাই না। আর, এই সব কারণেই আমরা বেঙ্গালুরুতে নির্ভয়ে খেলেছি।' 

আরও পড়ুন- বেঙ্গালুরুতেই কি কেরিয়ারের শেষ টেস্ট খেললেন এই ভারতীয় তারকা! বিরাট ইঙ্গিতে জল্পনা তুঙ্গে

বিপক্ষের খেলোয়াড় রচিন রবীন্দ্রের সম্পর্কেও মুখ খুলেছেন রোহিত। তিনি বলেছেন, 'রচিন যে শটগুলো খেলছেন, সেগুলো সত্যিই ভালো। ও স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলেছে। আমাদের স্পিনাররা কী করতে যাচ্ছে, ও যেন আগে থেকেই জানত। রচিন ও ডিভন কনওয়ে এমন শট খেলেছেন যে আমাদের বোলাররা চাপে পড়ে গিয়েছিলেন। অবশ্য ইংল্যান্ডের ব্যাটাররাও (অলি পোপ) কিন্তু এরকম খেলেছিল। তারপর থেকে যাঁরাই আসছেন, তাঁরাই আমাদের বোলারদের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন। কিন্তু, আমরা জানি যে এই পরিস্থিতিতে আমাদের কী করতে হবে।'

Rohit Sharma Rishabh Pant Test cricket Sarfaraz Khan
Advertisment