Advertisment

Rohit Sharma after India whitewashed against New Zealand: ব্যাটসম্যান, ক্যাপ্টেন হিসাবে আমি শোচনীয় ব্যর্থ! ভারতকে লজ্জায় চুবিয়ে ঐতিহাসিক দোষ স্বীকার রোহিতের

India home whitewashed against New Zealand: ভারতকে লজ্জার অতলে ডুবিয়ে দিয়ে এবার মুখ খুললেন রোহিত শর্মা। এমন হোয়াইটওয়াশ হওয়ার নজির ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরল।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma, Test, রোহিত শর্মা, টেস্ট

India-New Zealand: সিরিজে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া। (ছবি- টুইটার)

India vs New Zealand 3rd Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশের পর অধিনায়ক হিসেবে তাঁর ব্যর্থতার কথা স্বীকার করলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। এজাজ প্যাটেল ও গ্লেন ফিলিপস ভারতীয় ব্যাটিং শিবিরে ধস নামিয়েছেন। একটা ইতিহাস তৈরি করেছেন। যার ফলে, তৃতীয় টেস্ট ম্যাচে ওয়াংখেড়ে নিউজিল্যান্ডের কার্যত আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে টিম ইন্ডিয়া। আর, তিন বা তার বেশি ম্যাচের সিরিজে ভারতের মাটিতে ভারতকে হোয়াইটওয়াশ করা প্রথম দল হয়ে উঠেছে নিউজিল্যান্ড। আর, এরপরই মুখ খুলেছেন ভারত অধিনায়ক। তিনি বলেছেন, 'ব্যাটার এবং অধিনায়ক হিসেবে এই সিরিজে আমি আমার সেরাটা দিতে ব্যর্থ হয়েছি।'

Advertisment

ম্যাচ-পরবর্তীতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোহিত জানিয়েছেন যে, এই হার সহজে হজম করা যায় না। তিনি স্বীকার করেছেন যে ভারতের তুলনায় নিউজিল্যান্ড ভালো খেলেছে। বিশেষত ভালো ব্যাটিং করেছে। এই প্রসঙ্গে ভারত অধিনায়ক বলেন, 'আমরা অনেক ভুল করেছি। সেকথা আমাদের মেনে নিতেই হবে। আমরা প্রথম ইনিংসে যথেষ্ট রান করিনি। ম্যাচে পিছিয়ে ছিলাম। আমরা ৩০ রানের লিড পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম লক্ষ্য পূরণ করতে পারব। কিন্তু, আমাদের আরও ভালো খেলতে হবে। আরও বেশি রানের লিড পেতে গেলে, আরও ভালো খেলতেই হবে।'

গোটা সিরিজেই তাঁর ব্যাটিং ভালো হয়নি। এই প্রসঙ্গে রোহিত রীতিমতো হতাশা প্রকাশ করেন। তবে, স্পিন সহায়ক পিচে শুভমান এবং ঋষভ পন্থ যেভাবে খেলেছেন, তার প্রশংসা করেছেন পিঞ্চ হিটার। রোহিত বলেছেন, 'এগিয়ে যেতে গেলে, আরও সক্রিয় দেখাতে হবে। আমরা গত ৩-৪ বছরে এই ধরনের পিচে খেলছি। আমরা জানি, কীভাবে খেলতে হয়। কিন্তু এই সিরিজে আমরা ব্যর্থ হলাম। আমি ব্যাটিংয়ে এবং অধিনায়ক হিসেবে সেরাটা দিতে পারিনি। এটা আমাকে সেরা হওয়ার দৌড় থেকে পিছিয়ে দিল। তবে, আমরা সামগ্রিকভাবেই ভাল খেলতে পারিনি। আর, সেটাই পরাজয়ের কারণ।'

আরও পড়ুন- অন্ধকারের হোয়াইটওয়াশে শীর্ষ স্থান হাতছাড়া, টেস্ট ফাইনালে খেলার স্বপ্ন ছিন্নভিন্ন ভারতের

তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত ২৯ রানে পাঁচ উইকেট হারায়। ঋষভ পন্থের লড়াকু হাফ সেঞ্চুরি ভারতকে কিছুটা এগিয়ে দিলেও ১২১ রানেই গুটিয়ে যায় টিম ইন্ডিয়া। এজাজ ছয় উইকেট নিয়েছেন। ফিলিপসও প্রয়োজনের সময় উইকেট তুলে নিয়েছেন। এর আগে, কিউইরা ১৭৪ রানে গুটিয়ে গিয়েছিল। জাদেজা পাঁচ উইকেট নিয়েছিলেন। রবিচন্দ্রন অশ্বিনও দুর্দান্ত বোলিং করেছেন। উইল ইয়ং তার মধ্যেই হাফ সেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত কিউইরা ১৪৬ রানের লিড নিয়েছিল।

Rohit Sharma Test cricket Indian Cricket Team New Zealand Cricket Team
Advertisment