Advertisment

WTC Points Table after IND-NZ 3rd Test: অন্ধকারের হোয়াইটওয়াশে শীর্ষ স্থান হাতছাড়া, টেস্ট ফাইনালে খেলার স্বপ্ন ছিন্নভিন্ন ভারতের

WTC Points Table UPDATE: কুখ্যাত লজ্জার নজিরে তলানিতে টিম ইন্ডিয়া, ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেচুরে একাকার রোহিতদের। সামনের পথ এবার আরও কঠিন টিম ইন্ডিয়ার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India, New Zealnad, ভারত, নিউজিল্যান্ড

India-New Zealnad: কিউইদের কাছে কার্যত আত্মসমর্পণ করেছে টিম ইন্ডিয়া। (ছবি- টুইটার)

Updated WTC points table after IND vs NZ 3rd Test: মুম্বাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষস্থান হারাল ভারত। প্রথম স্থানে উঠে এল অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এমাসের শেষে টেস্ট সফর শুরু করবে টিম ইন্ডিয়া। 

Advertisment

রবিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে ২৫ রানে হেরে তিন ম্যাচের টেস্ট সিরিজে ভারত তাদের প্রথম হোম সিরিজে হোয়াইটওয়াশ হল। এর আগে গত সপ্তাহেই সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। যার ফলে, ২০০১ সালের ১ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত ভারতের মাটিতে ভারতকে টেস্ট সিরিজ হারানো তৃতীয় দলের তকমা পেয়েছে নিউজিল্যান্ড। এর আগে ২০০৪ সালে অস্ট্রেলিয়া এবং ২০১২ সালে ইংল্যান্ড ভারতকে ভারতের মাটিতে টেস্ট সিরিজে হারিয়েছিল।

দল পিসিটি
অস্ট্রেলিয়া ৬২.৫
ভারত ৫৮.৩৩
শ্রীলঙ্কা ৫৫.৫৬
নিউজিল্যান্ড ৫৪.৫৪
দক্ষিণ আফ্রিকা ৫৪.১৬
ইংল্যান্ড ৪০.৭৯
পাকিস্তান ৩৩.৩৩
বাংলাদেশ ২৭.৫
ওয়েস্ট ইন্ডিজ ১৮.৫২

এই হোয়াইটওয়াশ হওয়ার ফলে ভারত ডব্লিউটিসি র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে চলে গেল। ভারতের পিসিটি ৫৮.৩৩। তার আগে রয়েছে অস্ট্রেলিয়া। গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া রয়েছে প্রথম স্থানে।  তাদের পয়েন্ট ৬২.৫। এই পরিস্থিতিতে রোহিত শর্মার দলকে ডব্লিউটিসি ফাইনালে উঠতে গেলে অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন পাঁচটি টেস্ট ম্যাচেই জিততে হবে। কেবলমাত্র তাহলেই ভারত ৬৯.২৯ পিসিটি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারবে।

আরও পড়ুন- ক্রিজে নেমেই আউট কোহলি, ড্রেসিংরুমে গম্ভীরের গালে হাত! হোয়াইটওয়াশের লজ্জায় প্রকাশ্যে কোচের অসন্তোষ, দেখুন

রবিবার ওয়াংখেড়েতে পরাজয়ের আগে বেঙ্গালুরু এবং পুণের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ভারত ভয়াবহ হার স্বীকার করেছে। কিউইদের বোলিং এবং ব্যাটিং, কারও সামনেই কার্যত টিকে থাকতে পারেনি রোহিত শর্মার বাহিনী। প্রথমে বিশেষজ্ঞরা মনে করছিলেন, নিউজিল্য়ান্ডকে হালকাভাবে নেওয়ার জন্য ভারতীয় দল এমন খারাপ ফল করছে। কিন্তু, পরে টিম ইন্ডিয়ার ব্যাটারদের নানা দোষ এবং ত্রুটি খুঁজে পেয়েছেন বিশেষজ্ঞরা।

Indian Cricket Team Test cricket Cricket News New Zealand Cricket Team
Advertisment