India vs New Zealand: ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের স্বাদ উপহার দিল নিউজিল্যান্ড। পুনেতে ১১৩ রানে জিতে কিউইরা সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল শনিবার-ই। ভারতের মাটিতে এই প্ৰথমবার টেস্ট সিরিজ জিতল নিউজিল্যান্ড। ভারত থেকে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার পর তৃতীয় দল হিসেবে সিরিজ জয়ের সাক্ষী রইল ব্ল্যাক ক্যাপস বাহিনী।
রোহিত শর্মা মনে করছেন স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তোলার অভাবে ভারতকে ভুগতে হল। তবে একইভাবে এই হারের জন্য সমষ্টিগত ব্যর্থতাকে দায়ী করেছেন ক্যাপ্টেন রোহিত। ম্যাচ শেষে সাংবাদিকস সম্মেলনে রোহিত বলে দিয়েছেন, "এটা সমষ্টিগত ব্যর্থতা। আমি সেরকম ব্যক্তি নই যে ব্যাটার অথবা বোলারদের দায়ী করবে।"
টসে হেরে প্ৰথমে বল করে নিউজিল্যান্ডকে ২৫৯ রানে আটকে রাখলেও ভারত ফার্স্ট ইনিংসে ১৫৬-এর বেশি করতে পারেনি। ১০৩ রানের প্ৰথম ইনিংসের লিড নিয়ে ব্যাট করতে নেমে কিউইরা দ্বিতীয় ইনিংসে আরও ২৫৫ করে যায়। বিশাল টার্গেটের সামনে ভারত দ্বিতীয় ইনিংসে ২৪৫-এর বেশি করতে পারেনি।
আরও পড়ুন: কোহলির ইশারায় সাড়া দিয়েই আউট পন্থ! পুনেতে ভারতকে ডুবিয়ে দিল বড় কেলেঙ্কারি, ছারখার বিতর্ক
রোহিত জানিয়েছেন, "হতাশাজনক ফলাফল। এমন রেজাল্ট মোটেও প্রত্যাশা করিনি আমরা। তবে নিউজিল্যান্ড দলকে পুরো কৃতিত্ব দিতে হবে। ওঁরা আমাদের থেকে ভালো খেলেছে। গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছি। চ্যালেঞ্জের মুখে আমরা পাল্টা লড়াই করতে পারিনি। তাই আমাদের এই ফলাফল হজম করতেই হবে।"
হতাশ রোহিত ম্যাচের শেষে আরও বলে দিয়েছেন, "মনে হয় না, আমি স্কোরবোর্ডে পর্যাপ্ত রান জড়ো করার মত ভালো ব্যাটিং করতে পেরেছি। ম্যাচ জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট শিকার করতে হয়। দারুণ লড়াই করে ওঁদের আমরা ২৫০-এর আশেপাশে আটকে রাখতে পেরেছিলাম। তা সত্ত্বেও জানতাম, এই স্কোর চ্যালেঞ্জিং হতে চলেছে।"
"ওঁরা যখন শুরু করেছিল, তখন ওঁরা ১৯০/৩ পজিশনে ছিল। সেখান থেকে পাল্টা লড়াই করে ২৫৯-এ অলআউট করে দেওয়া বড় কৃতিত্বের। পিচে এমন কিছু জুজু ছিল না। আমরা একদমই ব্যাট করতে ব্যর্থ হয়েছি।"
দলে কোনওরকম নেতিবাচক মানসিকতাকে প্রশ্রয় দেওয়া হবে সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি, "এই তিনটি হতাশাজনক সেশনের পর আমি যে ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাব, সেটা একদমই নয়। ভারতে আমাদের জয়ের হার দেখা হোক। ৫৪ টেস্টের মধ্যে ৪২টিতেই জিতেছি আমরা। জয়ের হার ৮০ শতাংশেরও বেশি। খারাপের থেকে ভালোর পরিমাণ অনেক বেশি। এমনভাবে প্রতিক্রিয়া জানাতে চাই না, যেখানে দলের মধ্যে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়। সন্দেহের বাতাবরণ তৈরি হয়, এমন জিনিস করব না।"
"১২ বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে এসেছি দেশের মাটিতে। স্রেফ একটা সিরিজ হেরেছি বলে অন্যভাবে প্রতিক্রিয়া জানাব, এমনটা নয়। তবে চাপের মুখে দলকে বের করে আনার রাস্তা আমাদের খুঁজতে হবে।"
"মেডিক্যাল কিট বের করে অন্যরকম কিছু করার প্রচেষ্টা একদম করব না। বুঝতে হবে এই দলটাই অতীতে দারুণ ক্রিকেট খেলে এসেছে। শান্তভাবে সকলের সঙ্গে কথাবার্তা চালাতে হবে, তাঁদের করণীয় বোঝানোর জন্য। অস্ট্রেলিয়ায় প্ৰথমবার যাঁরা খেলবে, তাঁদের জন্য সমর্থন জারি থাকবে। এখন শান্ত থাকতে হবে। ওঁদের অনুভব করতে দিতে হবে যে ওঁরা টিম ইন্ডিয়ায় থাকার যোগ্য।"
সিরিজ হারের পর ওয়াংখেড়েতে ভারতের লক্ষ্য কী, সেটাও স্থির করে দিয়েছেন রোহিত। বলেছেন, "আমরা মুম্বইয়ে জেতার জন্যই মাঠে নামব। আরও ইতিবাচক মানসিকতা, সদর্থক ইচ্ছা, ভাবনা নিয়ে ওয়াংখেড়েতে আমরা জিততে চাই।
READ THE FULL ARTICLE IN ENGLISH