Advertisment

Rohit Sharma: মরিয়া হয়েই বড় ভুল, লাভ ওঠাল নিউজিল্যান্ড! মাঠেই জিভ কামড়ালেন রোহিত, দেখুন ভিডিও

Rohit Sharma overthrow: ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টেস্ট-এ নিউজিল্যান্ড ৩৫৬ রানের লিড নিয়েছে। এটা টিম ইন্ডিয়ার কাছে এক বড় ধাক্কা।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma bites his tongue, জিভ কামড়ালেন রোহিত

Rohit Sharma bites his tongue: মাঠেই জিভ কামড়াতে দেখা গেল রোহিতকে। (ছবি- টুইটার)

India vs New Zealand 1st Test: ঘরের মাটিতে টিম ইন্ডিয়া এক ইনিংসে অস্বাভাবিক কম রান করার লজ্জাজনক ইতিহাস তৈরি করেছিল ২৪ ঘণ্টা আগে। তারপর, শুক্রবার ভারতের সামনে ৩৫৬ রানের লিড রাখল নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে রচিন রবীন্দ্রর সেঞ্চুরি ও টম সাউদির ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শুক্রবার শেষ হয় ৪০২ রানে। 

Advertisment

তৃতীয় দিনের শুরুতে ভারতীয় বোলাররা চারটি উইকেট তাড়াতাড়ি তুলে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, নিউজিল্যান্ড হয়তো ২০০ রানেই আটকে যাবে। কিন্তু, সেই আশা আর টিম ইন্ডিয়ার পরিকল্পনায় রীতিমতো জল ঢেলে দেন রবীন্দ্র ও সাউদি। স্পিনাররা বহু চেষ্টা করেও এই জুটিকে ভাঙতে পারেননি। প্রাক্তন নিউজিল্যান্ড অধিনায়ক সাউদি তাঁর সপ্তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। আর, রবীন্দ্র কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেন। ২০১২ সালের পর নিউজিল্যান্ডের কেউ ভারতের মাটিতে সেঞ্চুরি করলেন।    

শুক্রবার ভারতের এই হতাশা বাড়িয়ে দিয়ে অধিনায়ক রোহিত শর্মা আবার ফিল্ডিংয়ের সময় গড়বড় করে ফেলেন। লাঞ্চের কিছু আগে, ইনিংসের ৮০তম ওভারের দ্বিতীয় বলে, সিরাজের বলকে কভারের দিকে পাঠিয়ে দেন সাউদি। দরকার না থাকলেও রোহিত বলটা ধরে ছুড়ে দেন উইকেটকিপার ঋষভ পন্থের দিকে। কিন্তু, পন্থ বলটা ধরতে না পারায় তা বাউন্ডারির দিকে চলে যায়। 

আরও পড়ুন- ছক্কায় ছক্কায় সাউদির বিশ্বরেকর্ড, মুকুট হারালেন শেওয়াগ, বহু পিছনে রোহিত-ও

শেষ পর্যন্ত নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৫৬ রানের লিড নেয়। নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন রচিন রবীন্দ্র। তিনি দলের সর্বোচ্চ ১৩৪ রান করেন। এটা নিউজিল্যান্ডের কোনও ব্যাটারের এক ইনিংসে তোলা চতুর্থ সর্বোচ্চ রান। ১৫৭ বল খেলে রবীন্দ্র এই ইনিংসে মেরেছেন ১৩টি চার এবং চারটি ছয়। তাঁর সঙ্গে জুড়ি বেঁধে সাউদি তোলেন ৬৫ রান। যা অষ্টম উইকেটে নিউজিল্যান্ডের ইনিংসে ১৩৭ রান যোগ করে। প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজা ৭২ রানে তিন উইকেট নিয়েছেন। আর, কুলদীপ যাদব ৯৯ রানে নিয়েছেন তিন উইকেট।

Rohit Sharma Test cricket Indian Cricket Team New Zealand Cricket Team
Advertisment