Advertisment

Tim Southee record: ছক্কায় ছক্কায় সাউদির বিশ্বরেকর্ড, মুকুট হারালেন শেওয়াগ, বহু পিছনে রোহিত-ও

Tim Southee record in sixes tally: বেঙ্গালুরু টেস্ট-এর তৃতীয় দিনে অষ্টম উইকেট চারটি ছক্কা মারেন নিউজিল্যান্ডের টিম সাউদি। ৭৩ বলে করেন ৬৫ রান।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Tim Southee, Virender Sehwag, টিম সাউদি, বীরেন্দ্র শেওয়াগ,

Tim Southee-Virender Sehwag: শেওয়াগের রেকর্ড ভাঙলেন সাউদি। (ছবি- টুইটার)

India vs New Zealand 1st Test: ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট-এর প্রথম দিনে অষ্টম উইকেটে নেমে বাউন্ডারির ঝড় তুললেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টিম সাউদি। তিনি ৫টি চার এবং ৪টি ছয় মারেন। সেই সময় নিউজিল্যান্ড ৭ উইকেটে ছিল ২৩৩। তখনই রচিন রবীন্দ্রের সঙ্গে জুটি বাঁধেন সাউদি। দ্রুততার সঙ্গে পার্টনারশিপে তোলেন ১১২ রান। তার মধ্যে মধ্যাহ্নভোজের আগে শেষ চার ওভারেই ওঠে ৫৮। রবীন্দ্র এই ইনিংসে টেস্ট ক্রিকেটে তাঁর দ্বিতীয় সেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত তিনি করেছেন ১৩৪ রান। আর, সাউদি ৫০ বলে তোলেন ৪৯ রান। তিনি শেষ পর্যন্ত ৭৩ বলে ৬৫ রান করে আউট হন। 

Advertisment

মধ্যাহ্নভোজের পর সাউদি ৫৭ বলে টেস্ট ক্রিকেটে তাঁর ষষ্ঠ অর্ধশতক পূর্ণ করেন। আর, তারপরই টেস্ট ক্রিকেটে ১০৪ টেস্ট-এ শেওয়াগের ৯১টি ছক্কা হাঁকানোর রেকর্ড ভাঙেন। মহম্মদ সিরাজ রীতিমতো লাইন ও লেংথ মেনেই বল করেছিলেন। কিন্তু, কিউই টেলএন্ডার ব্যাটার সেই বলকেই ডিপ মিড-উইকেটের ওপর দিয়ে বাউন্ডারির ওপারে পাঠিয়ে দেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর বিচারে সাউদির ঠিক পরেই আছেন রোহিত শর্মা। তিনি ৬২টি টেস্ট ম্যাচে ৮৭টি ছক্কা হাঁকিয়েছেন।  

এদিন নিউজিল্যান্ডের ব্যাটিং শুরু হয়েছিল ৩ উইকেটে ১৮০ রান দিয়ে। শেষ পর্যন্ত রচিন রবীন্দ্রের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে তাদের রান ৭ উইকেটে ৩৪৫-এ পৌঁছে যায়। বাঁ-হাতি রবীন্দ্রর আত্মীয়রা বেঙ্গালুরুতে থাকেন। আর, সেখানেই যেন জ্বলে উঠেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিউইদের এই ব্যাটার। স্পিনারদের তিনি দুর্দান্ত ফুটওয়ার্কে সামলান। জাদেজার বলে একটি দুর্দান্ত ছক্কার সাহায্যে ৯৪ রানে পৌঁছন। এরপর কভারের মধ্যে দিয়ে একটি ড্রাইভ মেরে পৌঁছে যান ৯৮ রানে।

আরও পড়ুন- রক্তঝরা আঙুল নিয়েই টানা বোলিং, ভারতকে ম্যাচে ফেরাতে বুমরার বুকের পাটা ঝড় তুলল বেঙ্গালুরুতে

এদিন ভারতীয় বোলাররা দুর্দান্ত বল করেছেন। মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা পিচে ঝড় তুলেছিলেন। গতি ও নির্ভুল নিশানায় করা সেই বোলিংয়ে রীতিমতো নাকাল হতে হয় কিউই ব্যাটারদের। প্রতিঘণ্টায় একটা করে উইকেট পড়ে। তার মধ্যেই কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা তিনটি করে উইকেট পেয়েছেন। সিরাজ পেয়েছেন দুটি উইকেট। 

Virender Sehwag Rohit Sharma Indian Cricket Team New Zealand Cricket Team Tim Southee
Advertisment