Advertisment

Sourav Ganguly-Delhi Capitals: লক্ষ্মীপুজোতেই লক্ষ্মীলাভ সৌরভের! সেরার সেরা কোম্পানিতে বড় চাকরি বাংলার মহারাজের

Sourav Ganguly removed from Delhi Capitals Cricket Director: জিএমআর গ্রুপ আগামী দুই বছরের জন্য দিল্লি ক্যাপিটালস পুরুষ দলের ক্রিকেট সংক্রান্ত দিকগুলো দেখবে। একই সময়ে জেএসডব্লিউ স্পোর্টস দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের দিকগুলো পরিচালনা করবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Sourav Ganguly, Delhi Capitals, সৌরভ গাঙ্গুলি, দিল্লি ক্যাপিটালস,

Sourav Ganguly-Delhi Capitals: এবার আরও বড় দায়িত্বে সৌরভ। (ছবি- টুইটার)

Sourav Ganguly, Delhi Capitals, JSW: তাঁর আইপিএল টিম দিল্লি ক্যাপিটালসের সৌজন্যে এবার আরও বড় ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। দিল্লি ক্যাপিটালসের মালিক জেএসডব্লিউ (JSW) গ্রুপ এবং জিএমআর (GMR) গ্রুপ তাদের অপারেশনাল পুনর্গঠনের কথা ঘোষণা করার কয়েক ঘণ্টা পর গাঙ্গুলীকে জেএসডব্লিউ (JSW) গ্রুপের ক্রিকেট ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে। জেএসডব্লিউ গ্রুপ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং উইমেনস প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালস-সহ T20 ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিগুলোর অন্যতম মালিক। তাদের সঙ্গে জিএমআর গ্রুপের দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির মধ্যে একাধিক দল পরিচালনা নিয়ে অপারেশনাল বোঝাপড়া হয়েছে। তারপরই গাঙ্গুলীকে জেএসডব্লিউ গ্রুপের ক্রিকেট ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে।

Advertisment

বোঝাপড়া অনুসারে, জিএমআর গ্রুপ আগামী দুই বছরের জন্য দিল্লি ক্যাপিটালস পুরুষ দলের ক্রিকেট সংক্রান্ত দিকগুলো দেখবে। একই সময়ে জেএসডব্লিউ স্পোর্টস দিল্লি ক্যাপিটালসের মহিলা দলের দিকগুলো পরিচালনা করবে। আবার, ২০২৭ সালে দায়িত্বে পরিবর্তন হবে। জেএসডব্লিউ স্পোর্টস দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের দায়িত্ব নেবে। আর, ফ্র্যাঞ্চাইজির ব্যবসায়িক কার্যকলাপ দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট টিম দ্বারাই পরিচালিত হবে।

এর মধ্যেই নিলাম, অধিনায়কত্ব, খেলোয়াড়ের ছেড়ে দেওয়া, দুই দলের খেলোয়াড়দের ধরে রাখার মত মূল সিদ্ধান্তগুলো দিল্লি ক্যাপিটালস বোর্ড নেবে। উভয় গ্রুপের সিনিয়র নেতৃত্ব পারস্পরিকভাবে যাবতীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। এতে সৌরভ গাঙ্গুলির ভূমিকা কী হবে, তা-ও স্পষ্ট করেছে জেএসডব্লিউ গ্রুপ। তারা জানিয়েছে, প্রাক্তন ভারতীয় অধিনায়ক জেএসডব্লিউ স্পোর্টসের মালিকানাধীন সমস্ত ক্রিকেটীয় বিষয়গুলো দেখবেন। যার মধ্যে রয়েছে দিল্লি ক্যাপিটালস পুরুষ আইপিএ (IPL) দলের কার্যকলাপ, মহিলা (WPL) দলের কার্যকলাপ, দক্ষিণ আফ্রিকা (SA20) লিগে খেলা প্রিটোরিয়া ক্যাপিটালস-সহ যাবতীয় দলের ক্রিকেটীয় বিষয়গুলোর দায়িত্ব থাকবেন সৌরভ।

আরও পড়ুন- কোহলির প্রশংসায় সৌরভ-শচীনকে চরম নিন্দা! বেঙ্গালুরু টেস্টের শুরুতেই বিতর্কের আগুন জ্বালালেন মঞ্জরেকর

তাঁর এই নতুন ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে গাঙ্গুলী বলেছেন, 'আমি জেএসডব্লিউ গ্রুপ এবং জিন্দাল পরিবারকে ব্যক্তিগতভাবে এবং পেশাগতভাবে পাশে পেয়ে আনন্দিত। আর, তার ফলে এই সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। জেএসডব্লিউ স্পোর্টস বোর্ড দূরদর্শিতার সঙ্গে কাজ করে চলেছে। তাদের ক্রিকেট প্রকল্পে আমার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত।'

Sourav Ganguly IPL Cricket News Delhi Capitals
Advertisment