Advertisment

Rohit Sharma bizarre dismissal: আউট হয়ে মাঠেই চিৎকার! অদ্ভুত শিকার হয়ে হতাশায় ছিন্নভিন্ন ক্যাপ্টেন রোহিত, দেখুন ভিডিও

Rohit Sharma dismissal: ভারত অধিনায়ক রোহিত শর্মা ৬৩ বলে করেন ৫২ রান। যার মধ্যে রয়েছে ৮টি চার ও ১টি ছয়। শেষ পর্যন্ত আজাজ প্যাটেলের বলে তিনি বোল্ড হন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit Sharma dismissal, রোহিত শর্মার আউট,

Rohit Sharma dismissal: আউট হওয়ার পর হতাশায় ভেঙে পড়েন ভারতীয় দলের অধিনায়ক। (ছবি- টুইটার)

India vs New Zealand 1st Test: শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট-এর তৃতীয় দিনের ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে হতাশায় ভেঙে পড়লেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। হতাশায় তাঁকে মুখ ঢাকতে দেখা গেল। স্ট্যাম্প মাইকে শোনা গেল, রোহিত চিৎকার করছেন। রোহিত প্রথম ইনিংসে ব্যর্থ হলেও, দ্বিতীয় ইনিংসে শুক্রবার হাফ সেঞ্চুরি করেন। ৬৩ বলে করেন ৫২ রান। যার মধ্যে রয়েছে ৮টি চার ও ১টি ছয়। শেষ পর্যন্ত আজাজ প্যাটেলের বলে তিনি বোল্ড হন।

Advertisment

এদিন তিনি প্যাটেলের বলটা থামানোর চেষ্টা করেছিলেন। সামনের পায়ে রক্ষণাত্মক শট খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু, সেই বলটা রোহিতকে অবাক করে দিয়ে উইকেটের দিকে গড়িয়ে যায়। অপ্রত্যাশিত এই আউট হয়ে রোহিত রীতিমতো হতবাক, নিথরের মত হয়ে পড়েন। তাঁর এই উইকেট প্রাপ্তি অবশ্য কিউইদের বড় বিপর্যয় থেকে বাঁচিয়ে দেয়। কারণ, হিটম্যানকে শুক্রবার মেজাজে খেলতে দেখা যাচ্ছিল। অবশ্য, তাতেও নিউজিল্যান্ডের বিশেষ সুবিধা হয়নি। কোহলি এবং সরফরাজরা দলের ব্যাটিংয়ের হাল ধরেন। কোহলি শেষ পর্যন্ত দিনের শেষ বলে ৭০ রান করে গ্লেন ফিলিপের বলে টম ব্লান্ডেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তিনিও ৮টি চার এবং ১টি ছয় মেরেছেন। সরফরাজ আবার অপরাজিত থেকে ৭৮ বলে ৭০ রান করেছেন। তিনি মেরেছেন ৭টি চার ও ৩টি ছয়।

তবে, ম্যাচে আউট হওয়ার পর ভারত অধিনায়কের প্রতিক্রিয়া ছিল রীতিমতো অন্যরকম। তাঁর আচরণে হতাশা প্রকাশ পাচ্ছিল। যা দেখে সেই সময়ের ধারাভাষ্যকার গাভাসকার বলেন, 'বল যখন বাউন্স করে বা স্ট্যাম্পে গিয়ে লাগে, তখন আমার মনে হয় না খুব বেশি কিছু করার থাকে।' খেলায় এমন ঘটনা ঘটতেই পারে। সেটা সহজভাবে মেনে নিতে হবে বলেই বোঝানোর চেষ্টা করেন গাভাসকার। 

আরও পড়ুন- মরিয়া হয়েই বড় ভুল, লাভ ওঠাল নিউজিল্যান্ড! মাঠেই জিভ কামড়ালেন রোহিত, দেখুন ভিডিও

এর আগে ভারত প্রথম ইনিংসে করেছে ৪৬ রান। আর, নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৪০২ রান তুলে ৩৫৬ রানের বিরাট লিড নিয়েছে। রচিন রবীন্দ্র ১৩৪ রান করেছেন। টিম সাউদি ঝোড়ো ব্যাটিংয়ের সাহায্যে ৬৪ রান করেছেন। যার দৌলতে নিউজিল্যান্ড ভারতের সামনে বিশাল রানের লিড তৈরি করে।  

Rohit Sharma Test cricket Indian Cricket Team New Zealand Cricket Team
Advertisment