/indian-express-bangla/media/media_files/jNMMs5SUjmv5jhbGFwTa.jpg)
Rohit Sharma-Mohammed Shami: অস্ট্রেলিয়ার পিচে শামিকে চাইছিলেন বিশেষজ্ঞদের একাংশ। (ছবি- টুইটার)
India vs Australia, Rohit Sharma on Mohammad Shami: ভারতীয় দলে মহম্মদ শামির এখনই ফেরার সম্ভাবনা নেই। সম্ভবত অস্ট্রেলিয়া সফরেও তিনি জাতীয় দলে ফিরতে পারবেন না। এমনই ইঙ্গিত দিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। আগামী মাসের শেষের দিকে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর শুরু। তার আগেই দল নির্বাচন হয়ে যাবে। দিন ১৫ আগে খবর রটেছিল যে শামি পুরোপুরি সুস্থ হননি। তাই তাঁর জাতীয় দলে ফিরতে বেশ কিছুদিন সময় লাগতে পারে। সেই সময় শামি দাবি করেছিলেন, 'একথা সত্যি না, পুরোটাই গুজব।' কিন্তু, এবার ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মাও সেই গুজবেই কার্যত সিলমোহর দিলেন। যা টিম ইন্ডিয়ার ফাস্ট বোলারের মন ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট।
গতবছর একদিনের বিশ্বকাপ ক্রিকেটে খেলার পর আর জাতীয় দলের হয়ে খেলেননি মহম্মদ শামি। তারপর থেকে চোটের জন্য তিনি এখনও পর্যন্ত মাঠের বাইরে। মধ্যে বহুবার শামি মাঠে ফিরতে চেয়েছেন। কিন্তু, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল বিশেষজ্ঞরা তাঁকে মাঠে ফেরার অনুমতি দেননি। এখনও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি বা এনসিএ-তে ভারতীয় দলে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ফাস্ট বোলার। কথা ছিল, তিনি কিছুটা সুস্থ হলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলে রাখা হবে। তাতেই শামি অস্ট্রেলিয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন। কিন্তু, এখনও তাঁর যা শরীরের অবস্থা নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোনও টেস্ট-এই সম্ভবত তিনি ডাক পাচ্ছেন না।
বুধবারই শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। তার অনেক আগে, ২ অক্টোবর সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গিয়েছিল যে, শামির হাঁটু ফোলা আছে। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমির বিশেষজ্ঞরা মনে করছেন, তাঁর মাঠে ফিরতে আরও ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগতে পারে। ২০২৩ বিশ্বকাপের সময় শামি গোড়ালিতে চোট পেয়েছিলেন। তারপর. গত ফেব্রুয়ারিতে তাঁর অস্ত্রোপচার হয়। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমে তাঁর হাঁটু ফোলা থাকার খবর প্রকাশিত হওয়ার পর, শামি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন, 'কেন এই ধরনের ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে? আমি ফিরে আসার জন্য চূড়ান্ত চেষ্টা চালাচ্ছি। বিসিসিআই বা কেউই বলেনি যে আমি বর্ডার-গাভাসকার ট্রফিতে খেলব না। দয়া করে, এই ধরনের ভুয়ো খবর ছড়াবেন না। ছড়াতে হলে, অন্তত আমার বক্তব্যটা একবার জেনে নিন।'
আরও পড়ুন- লাগবে না সাবস্ক্রিপশন, ফ্রিতেই দেখা যাবে ভারত-নিউজিল্যান্ড টেস্ট! কোথায়, কোন চ্যানেলে রাখবেন চোখ
তার ঠিক সপ্তাহ দু'য়েক পরে নিউজিল্যান্ড টেস্ট সিরিজের আগে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রোহিত শর্মা বললেন, 'সত্যি কথা বলতে কি, শামি এখন ফিট কি না, তা নিশ্চিত করা প্রয়োজন। সম্প্রতি ওঁর হাঁটু ফুলে গিয়েছিল। ও ফিট হওয়ার মুখেই ছিল। কিন্তু, হাঁটুর ফোলাভাবের জন্যই সেটা পিছিয়ে গেল। ও এখন এনসিএতে ফিজিও আর ডাক্তারদের তত্ত্বাবধানে আছে। আমরা ওঁকে ১০০ শতাংশ ফিট পেতে চাই। তা না হলে, অস্ট্রেলিয়ায় নিয়ে গিয়ে কোনও লাভ হবে না। এটা ঠিকই যে ও দীর্ঘদিন মাঠের বাইরে। এটা ওঁকেও মানসিকভাবে যন্ত্রণা দিচ্ছে। সবচেয়ে বড় কথা, ও নিজের সেরা ফর্মে ছিল। সেখান থেকে মাঠের বাইরে চলে গিয়েছে। এখন ফিজিও আর ডাক্তাররা ওঁকে মাঠে ফেরানোর সাধ্যমত চেষ্টা করছেন। সেই অনুযায়ী চেষ্টা চলছে। ও ১০০ শতাংশ ফিট হওয়ার পর আন্তর্জাতিক ম্যাচে নামানোর আগে কয়েকটা অনুশীলন ম্যাচে দেখে নেওয়া হবে।'