Advertisment

Rohit Sharma on his availability during Border Gavaskar Trophy: জানি না অস্ট্রেলিয়ায় যাব কিনা! কুৎসিত হোয়াইটওয়াশের পরেই বোমা ফাটালেন রোহিত শর্মা

India vs Australia: রোহিতের দিন কি ঘনিয়ে এল জাতীয় দলে? ভারত অধিনায়কের কথাবার্তা শুনে অনেকেই এমনটা মনে করছেন। এর আগেই রোহিত টি২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rohit Sharma, Indian Cricket Team, রোহিত শর্মা, ভারতীয় ক্রিকেট দল,

Rohit Sharma-Indian Cricket Team: চলতি মাসেই টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর শুরুর কথা। (ছবি- টুইটার)

Rohit Sharma on his availability during Border Gavaskar Trophy: অস্ট্রেলিয়া সিরিজে তাঁকে প্রথম একটা বা দুটো টেস্ট ম্যাচে পাওয়া যাবে না বলে আগেই কানাঘুঁষো শোনা যাচ্ছিল। এবার সেনিয়ে আপডেট দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে তাঁর অংশগ্রহণ নিয়ে আপাতত সংশয় রয়েছে। নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় বা শেষ টেস্টে হারের পর, রোহিত শর্মা জানিয়েছেন যে তিনি পার্থ টেস্ট খেলতে পারবেন কি না, সেনিয়ে এখনও নিশ্চিত নন। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে পার্থে। চলতি মাসে ২২ নভেম্বর, এই টেস্ট শুরুর কথা। এর আগে শোনা যাচ্ছিল, ব্যক্তিগত কারণে রোহিত শর্মা পার্থ টেস্ট-এ থাকতে পারবেন না।

Advertisment

রোহিত যদি সত্যিই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ওপেনিং ম্যাচে না থাকেন, তাহলে জসপ্রিত বুমরা দলের নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছে। পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট-এ তিনি থাকতে পারবেন কি না, সেই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে রোহিত শর্মা বলেছেন, 'আমি নিশ্চিত নই যে যাব কি না, তবে দেখা যাক।' এই প্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ, রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদার দ্বিতীয় সন্তানের সম্ভাবনার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিতের সম্ভবত প্রথম টেস্টে-এ না থাকার পিছনে এটা অন্যতম কারণ হতে পারে।

রোহিত জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় ভারত এ দলের বিরুদ্ধে ভারতের সিনিয়র দলের অনুশীলন ম্যাচ বাতিল করা হয়েছে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'অনুশীলন ম্যাচের বদলে আমরা সেইরকমই কিছু একটা করার কথা ভাবছি। সফরে আমাদের ১৯ জনের দল থাকছে। আর, হাতে থাকছে মাত্র তিন দিন। সবাইকে নিয়ে তৈরি হতে গেলে এই তিনটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানি না, সেটা সম্ভব কি না। আমার মনে হয়, ম্যাচ সিমুলেশন হলে ব্যাটাররাও যথেষ্ট সময় পাবে। বোলাররাও প্রচুর বল করতে পারবেন। অনুশীলন ম্যাচ খেলার চেয়ে দল হিসেবে এটাতে আমরা আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব।'

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সম্পর্কে বলতে গিয়ে রোহিত শর্মা বলেছেন, 'আমাদের কিছু ছেলে আগে থেকেই সেখানে আছে। অনেকে নেই। আমরা ওখানে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। ওখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা চালাব। অস্ট্রেলিয়ায় ক্রিকেট খেলাটা সহজ না। তবে আমরা অতীতে অস্ট্রেলিয়ায় যেভাবে খেলেছি, তা থেকে কিছুটা আত্মবিশ্বাসী। এবার এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরিজ। দলের বেশ কয়েকজন প্রথমবার সেখানে খেলবে। এটা একটা ভালো চ্যালেঞ্জ। এখন বের করতে হবে, আমাদের ত্রুটিগুলো কী কী আছে। ভুলগুলো ঠিক করা দরকার। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্ট ম্যাচে ফোকাস করতে গেলে, এটা গুরুত্বপূর্ণ।'

আরও পড়ুন- বাতিল করেছে KKR, কান্নায় ভেঙে পড়লেন নাইটদের আইপিএল চ্যাম্পিয়ন করা অলরাউন্ডার

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচে হোয়াইটওয়াশ হওয়ার পর টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়া যাচ্ছে। পাঁচটি টেস্ট হবে- পার্থ, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচে ভারত ২৫ রানে হেরেছে। ১৪৭ রান তাড়া করতে ব্যর্থ হয়েছে রোহিত শর্মার বাহিনী। সেখানে অস্ট্রেলিয়ায় তারা কতটা কী করতে পারবে, সেনিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। যাইহোক, আগামী বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে এখন ৫-০ ব্যবধানে পরাজিত করা ছাড়া রোহিত বাহিনীর সামনে বিকল্প নেই।

Rohit Sharma Indian Cricket Team Cricket News Australia Cricket Team
Advertisment