Advertisment

Venkatesh Iyer not retained by KKR: বাতিল করেছে KKR, কান্নায় ভেঙে পড়লেন নাইটদের আইপিএল চ্যাম্পিয়ন করা অলরাউন্ডার

KKR IPL retention 2025 full list: কেকেআরের সিদ্ধান্ত জানার পরেই আবেগে একাকার হয়ে গেলেন টিম ইন্ডিয়া সুপারস্টার। মনের কথা আর চেপে রাখতে পারলেন না।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, KKR, আইপিএল, কেকেআর

KKR: কেকেআর ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। (ছবি- টুইটার)

KKR IPL retention 2025 full list, Venkatesh Iyer: কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাঁকে রিটেনশনে রাখল না। একথা জানার পর তিনি কেঁদে ফেলেন। এমনটাই দাবি করলেন অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। ৩১ অক্টোবর ছিল রিটেনশন লিস্ট বা তালিকা প্রকাশের শেষ দিন। ওই দিন প্রত্যেক দলকে বলে দিতে হয়েছে, তারা কাকে ধরে রাখতে চায়। সেই তালিকায় কেকেআর ভেঙ্কটেশ আইয়ারের নাম রাখেনি। তাতেই দুঃখ পেয়েছেন এই অলরাউন্ডার। ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর দলের খেলোয়াড় ভেঙ্কটেশ। তিনি গত আইপিএলে দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তারপরও দল তাঁকে ধরে রাখেনি। এতেই কষ্ট পেয়েছেন এই খেলোয়াড়।

Advertisment

শুধু ভেঙ্কটেশ নয়। কেকেআর তাদের গত আইপিএল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ারকেও ধরে রাখেনি। যা অনেককে অবাক করেছে। তবে, কলকাতার দল গতবারের চ্যাম্পিয়ন দলের রিংকু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। গত আইপিএলে ভেঙ্কটেশ ১৫ ম্যাচে ৩৭০ রান করেছেন। তিনি জানিয়েছেন, দল তাঁকে ধরে রাখলে বেশি খুশি হতেন। অবশ্য কেকেআর যাঁদের ধরে রেখেছে, সেই খেলোয়াড়দের তালিকারও প্রশংসা করেছেন ভেঙ্কটেশ। এঁদের সকলেই চ্যাম্পিয়ন দলে তাঁর সতীর্থ ছিলেন।  

কেকেআরের তালিকা নিয়ে মতামত জানাতে গিয়ে ভেঙ্কটেশ বলেছেন, 'কেকেআরের রিটেনশনের তালিকাটা বেশ ভালো। চার থেকে পাঁচটি পজিশনের খেলোয়াড়কে রিটেনশনে রাখা হয়েছে। যাঁদের দিয়ে অনায়াসে ১৪-১৬ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যাওয়া যাবে। তবে, আমিও সেই তালিকায় থাকলে ভালো হত। আবেগ বলে একটা ব্যাপার আছে। কেকেআর আমাকে বিরাট সাফল্য দিয়েছে। আমিও কেকেআরকে প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি।'

আরও পড়ুন- নো লুক শটে কায়দা করতে গিয়েই বোল্ড! গিলকে আগুন ঝড়ে উড়িয়ে দিলেন ক্ষিপ্ত গাভাসকার

আর, এই সব কারণেই তিনি যখন জানতে পারেন যে কেকেআর তাঁকে রিটেনশনে রাখেনি, তিনি কেঁদে ফেলেছিলেন বলেই ভেঙ্কটেশ জানিয়েছেন। অবশ্য মেগা নিলামে ভেঙ্কটেশের কেকেআরে ফেরার দরজা খোলা আছে। এই প্রসঙ্গে তিনি বলেন, 'কেকেআর একটা পরিবারের মত। আমার নামটা রিটেনশনে নেই দেখে তাই কেঁদে ফেলেছিলাম। কিন্তু, আমি বাস্তববাদী। পরিস্থিতিটা বুঝতে পারছি। এর আগে ২০২২-এও আমি রিটেনশন থেকে বাদ গেছি। আমি জানি যে রিটেনশনে থাকতে এবং সেখান থেকে বাদ গেলে কেমন লাগে। তবে, কেকেআরের রিটেনশন তালিকা বেশ ভালো। নিলামে ভালো দর পেলে, আশাকরি সেখানে থাকতে পারব। যে দলটাকে ভালোবাসি, সেই দলের হয়ে খেলতে পারব, এটাই বড় ব্যাপার।'

Kolkata Knight Riders IPL KKR Shreyas Iyer
Advertisment