Rohit Sharma on Jasprit Bumrah's vice captaincy: টিম ইন্ডিয়ার লিডারশিপ গ্রুপে আগেই ছিলেন। এবার সেই জসপ্রীত বুমরাকেই সরকারিভাবে আগামী বুধবার থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডের ভাইস ক্যাপ্টেন ঘোষণা করা হয়েছে।
সাধারণত সাম্প্রতিককালে কোনও সহ অধিনায়ক ঘোষণা করা ছাড়াই ঘরের মাঠে একাধিকবার টেস্টে খেলতে নেমেছে ভারত। তবে জসপ্রীত বুমরার সটান ভাইস ক্যাপ্টেনশিপ প্রাপ্তি, অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বুমরা ছাড়াও সহ অধিনায়ক হওয়ার দাবিদার ছিলেন অনেকেই।
কেএল রাহুল কয়েক মাস আগেও ডেপুটি ছিলেন। তবে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা কেএল রাহুলের হাত থেকে সহ অধিনায়কের ব্যাটন কেড়ে নেওয়া হয়েছে। ঋষভ পন্থ, শুভমান গিলদের মত তরুণ তুর্কিদের টেস্ট দলেই পরবর্তী নেতা হিসেবে ভাবা শুরু হয়ে গিয়েছিল টিম ইন্ডিয়ার অন্দরমহলে।
তবে জসপ্রীত বুমরাকে সহ অধিনায়ক বেছে নিয়ে কিছুটা আলোচনারই জন্ম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২২-এর জুলাইয়ে বার্মিংহ্যাম টেস্টে বুমরার অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে এবার রোহিতের উত্তরসূরি হিসাবে টেস্ট অধিনায়ক হিসেবে বুমরাকেই ভাবা শুরু হয়ে গেল। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হচ্ছে, রোহিত অদূর ভবিষ্যতে কোনও টেস্ট না খেলতে না পারলে, নেতৃত্বে দেবেন বুমরাই।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্ৰথম টেস্টে নামার ঠিক একদিন আগে রোহিত শর্মা নিজের নতুন ডেপুটিকে নিয়ে বলে দিয়েছেন, "বুমরা প্রচুর ক্রিকেট খেলেছে। আমি ওঁর সঙ্গে অনেক ম্যাচে অংশ নিয়েছি।খেলাটা ও দারুণ বোঝে। মাথা ঠান্ডা রাখতে পারে। ওঁর সঙ্গে আলোচনা করলেই বোঝা যায়, কতটা গভীরে গিয়ে ও পর্যালোচনা করে।"
"টেকনিক্যালি ওঁর নেতৃত্ব নিয়ে বেশি কিছু বলতে পারব না। কারণ খুব বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়নি। একটা টেস্টের পাশাপাশি সম্ভবত দুটো টি২০-র নেতা ছিল ও।"
"বুমরা দলের অন্যতম অভিজ্ঞ তারকা। সবসময়ই ও লিডারশিপ গ্রুপের অংশ ছিল। কোন সময়ে কোন সিদ্ধান্ত নিতে হয়, সেই বিষয়ে ও বেশ ওয়াকিবহাল।"
"হয়ত সবসময় নেতৃত্ব দেয়নি। তবে ম্যাচ বা ম্যাচের বাইরে যখনই বোলিং গ্রুপ নিয়ে বক্তব্য রেখেছি ও নিজের মূল্যবান ইনপুট দিয়েছে। নতুন বোলারদের মাঠে গাইড করা হোক বা দলীয়ভাবে দলের স্ট্র্যাটেজি নির্ধারণ করা- সব করে ও। বুমরা কাছাকাছি থাকা সবসময়ই ভরসার।"
আগামী নভেম্বরে ভারত পাঁচ ম্যাচের হেভিওয়েট বর্ডার-গাভাসকার টেস্ট সিরিজের জন্য উড়ে যাবে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই রোহিত ব্যক্তিগত কারণে এক টেস্টে না-ও খেলতে পারেন। সেক্ষেত্রে বুমরাকেই নেতৃত্বের দায়িত্ব নিতে হবে।