IND vs NZ 1st Test: বেঙ্গালুরু টেস্ট-এ সৌরভ গাঙ্গুলি আর শচীন তেন্ডুলকরের দিকে নিশানা তাক করে বিরাট বিতর্কের সূত্রপাত করলেন প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর। ঘাড়ের সমস্যায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেঙ্গালুরু টেস্ট থেকে বাদ পড়েছেন শুভমান গিল। তাঁর জায়গায় তিন নম্বর পজিশনে নামেন বিরাট কোহলি। দীর্ঘ কয়েক বছর পর তিন নম্বরে খেলতে নেমে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট-এর প্রথম ইনিংসে অবশ্য বিরাট সুবিধা করে উঠতে পারেননি কোহলি। শূন্য রানেই আউট হয়েছেন।
তারপরও অবশ্য মঞ্জরেকরের চোখে কোহলি একজন হিরো, 'সত্যিকারের চ্যাম্পিয়ন'। কারণ, তিনি দলের প্রয়োজনে তিন নম্বরে ব্যাট করতে দ্বিধা করেননি। এই ব্যাপারে সোশ্যাল মিডিয়া এক্স (পুরোনো টুইটার)-এ কোহলির বিরাট প্রশংসা করেছেন মঞ্জরেকর। একইসঙ্গে তীব্র কটাক্ষ করেছেন সৌরভ গাঙ্গুলী ও শচীন তেন্ডুলকরকে। কারণ, মঞ্জরেকরের অভিযোগ এই দুই প্রাক্তন তারকা টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে রাজি হননি।
এই ব্যাপারে মঞ্জরেকর লিখেছেন, 'হ্যাট অফ টু বিরাট কোহলি! দলের দরকার ছিল, তাই আপনি তিন নম্বরে ব্যাট করতে নেমেছেন। গাঙ্গুলী, তেন্ডুলকররা সাদা বলের ক্রিকেটে ওপেন করতে চাইতেন। কিন্তু, টেস্ট-এ কখনও তিন-এ খেলতে চাননি। এখানেই আপনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন, বিরাট।' বৃহস্পতিবার এই প্রশংসা বাদে অবশ্য কোহলির প্রাপ্তির ভাণ্ডার শূন্য। উইলিয়াম ওরউর্কের একটি বল তাঁর গ্লাভস ছুঁয়ে যায়। গ্লেন ফিলিপস লেগ গালিতে ডাইভ দিয়ে সেই ক্যাচ ধরেন।
Hats off to Virat Kohli!
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) October 17, 2024
Coming out to bat at no 3 bcoz the team needed it.
Ganguly, Tendulkar were very keen to open in white ball cricket, but never wanted to go up the order in Tests.
That’s a true champion right there for you! Virat. 👏👏👏#INDvNZ
তবে, কোহলি তিন নম্বরে নামায় দলীয় ভাবনার প্রশংসা করলেও মঞ্জরেকর কিন্তু, বিরাটের ওভাবে আউট হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, কোহলি সব সময় সামনের পায়ে খেলার চেষ্টা করেন। ওই জন্যই আউট হয়েছেন। তিনি ব্যাকফুটে খেললে আউট হতেন না। এই ব্যাপারে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্টে মঞ্জরেকর লিখেছেন, 'আগেও বলেছি। আবারও বলব। বিরাট প্রত্যেকটা বল ফ্রন্টফুটে খেলার চেষ্টা করে। তা সে বলের লেংথ যাই হোক না কেন। আর, এটাই ওর সমস্যা বাড়িয়ে দিচ্ছে। ও যদি এই বলটাই ব্যাকফুটে খেলত, তবে কিন্তু বেশ ভালো খেলতে পারত।'
আরও পড়ুন- ৮ বছর পর ব্যাটিং অর্ডারে কোহলিকে নিয়ে 'জুয়া'! হতাশার শূন্যে মাথা হেঁট করার মত লজ্জা বিরাটের
তবে বিরাটকে একা দোষ দিয়ে লাভ নেই। বৃহস্পতিবার ভারতের তিন জন ব্যাটার ১২ রানে আউট হয়েছেন। তার মধ্যে অধিনায়ক রোহিত শর্মাও আছেন। বিরাট ছাড়াও কেএল রাহুল, সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, অশ্বিনরাও ফিরে গিয়েছেন শূন্য রানে। যার ফলে লাঞ্চের সময় ভারতের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৪। শেষ পর্যন্ত ১০ উইকেটে ৪৬ রান তোলে টিম ইন্ডিয়া।