Virat Kohli duck against New Zealand: আট বছর পর (২০১৬ সালের পর) টেস্ট ক্রিকেটে তিন নম্বরে ব্যাট করতে নামলেন বিরাট কোহলি। কিন্তু, বিশেষ সুবিধা করতে পারলেন না। কিউই পেসার উইলিয়াম ও'রোর্কের বলে লেগ গালিতে ধরা পড়লেন বিনা রানেই। প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, বৃহস্পতিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত ২য় দিন সকালে প্রথমে ব্যাটিং করতে নামে। কিন্তু, সপ্তম ওভারেই টিম সাউদি ফিরিয়ে দেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। এরপর কোহলি নামেন। কিন্তু, আট বল খেলে বিনা রানেই ফিরে যান।
ওয়ানডে-তে কোহলি দীর্ঘদিন ধরেই তিন নম্বরে নামছেন। কিন্তু, টেস্ট ক্রিকেটে তিনি সাধারণত চার নম্বরে ব্যাটিং করেন। বৃহস্পতিবার অবশ্য তাঁকে তিন নম্বরে নামতে হয়েছে। কারণ, শুভমান গিল ঘাড় শক্ত হয়ে যাওয়ার সমস্যায় ভুগছেন। যার জন্য ম্যাচ থেকে বাদ পড়েছেন। কোহলির জায়গায় সরফরাজ খান নেমেছিলেন চার নম্বরে। কিন্তু, তিনিও বিনা রানেই ফিরে যান। যার ফলে টিম ইন্ডিয়া মাত্র ১২ রানে তিন উইকেট হারায়।
কোহলি শেষবার তিন নম্বরে খেলেছিলেন ২০১৬ সালে, ওয়েস্ট ইন্ডিজে। ওই পজিশনে তিনি মাত্র সাত ইনিংস খেলেছেন। গড় ১৬.১৬, মোট রান ৯৭। চার নম্বরে নেমে অবশ্য তিনি অনেকগুলো সাফল্য পেয়েছেন। বছর ৩৫-এর কোহলির মোট রানের পরিমাণ ৭,৩৫৫। রানের গড় ৫২.৫৩। ঝোলায় আছে আছে ২৫টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি।
আরও পড়ুন- এই অলআউট! ঘরের মাঠে ইতিহাসের সেরা লজ্জার রেকর্ড ভারতের, অভিশপ্ত দিনে পরপর নজির
প্রথম ইনিংসে রান না পেলে হবে কী, বৃহস্পতিবার কোহলি কিন্তু রেকর্ড করলেন। তিনি ভারতের হয়ে ৫৩৬তম ম্যাচ খেললেন। ছাড়িয়ে গেলেন এমএস ধোনিকে। ধোনি ভারতের হয়ে ৫৩৫টি ম্যাচ খেলেছেন। এখন কোহলির সামনে আছেন স্রেফ শচীন তেণ্ডুলকার। শচীন ভারতের হয়ে ৬৬৪টি ম্যাচ খেলেছেন। তবে, এর পাশাপাশি বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডও কিন্তু কোহলিরই দখলে। তার মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে শূন্য রানে আউট হয়েছেন ৩৮ বার। এই রেকর্ড আছে বৃহস্পতিবার তাঁকে আউট করা নিউজিল্যান্ডের বোলার টিম সাউদিরও।