IND vs NZ 2nd Test: বলতে গিয়ে মঞ্জরেকর বলেন, 'ভারতের প্রথম সারির ব্যাটাররা যদি স্পিনটা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারতেন, তবে ভারত পুনে টেস্ট-এ লক্ষ্যের কাছাকাছি পৌঁছত।' মঞ্জরেকর এই প্রসঙ্গে শুভমান গিলকে বিশেষভাবে নিশানা করেন।
মঞ্জরেকর জানান, শুভমান গিল স্পিনাটা খেলতেই পারেন না। পুনে টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারত ম্যাচ হেরেছে। কার্যত আত্মসমর্পণ করেছে টিম ইন্ডিয়া। এরপরই মুখ খুলেছেন মঞ্জরেকর। ম্যাচটা ভারত কিন্তু, একেবারে খারাপ শুরু করেনি। যশস্বী জয়সওয়াল ২২তম ওভারে আউট হওয়ার আগে ৭৭ রান করেন। সেই সময় ভারত ছিল ২ উইকেটে ১২০। সেখান থেকে ২৪৫ রানে অলআউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ঋষভ পন্থ দুর্ভাগ্যজনকভাবে রান আউট হন। রবীন্দ্র জাদেজা ৮৪ বলে ৪২ রান করলেও ভারত জয়ের লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারেনি।
এরপরই মঞ্জরেকর জানান, ভারতের প্রথম চার ব্যাটারের তিন জনই স্পিন খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। মঞ্জরেকর এই প্রসঙ্গে বলেন, 'যশস্বী আর শুভমান যখন একসঙ্গে যাচ্ছিলেন, তখন আমি ভেবেছিলাম যে একটা চমক থাকবে। কিন্তু, শুভমান গিলের স্পিন নিয়ে কোনও বোধই ছিল না। অবশ্য যেসব ব্যাটারদের ফুটওয়ার্ক সহজাত, তাঁরা স্পিনিং ট্র্যাকে চাপের মধ্যেই থাকেন।'
মঞ্জরেকার আরও বলেন, 'বিরাট কোহলি ভুল লেংথে খেলেছেন। যেমন ভেবেছিলেন, বলটা তার চেয়ে বেশি ফুলটস ছিল। তার মধ্যেই উইকেটের দিকে চলে গিয়েছে। রোহিতও ক্রিজে আত্মবিশ্বাসী ছিলেন না। প্রথম চার জনের মধ্যে তিন জনেরই আত্মবিশ্বাসের অভাব ছিল। প্রথম সেশনে স্পিন খেলাটা ছিল বেশ কঠিন। ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দররা বল করলেও সাফল্য পেতেন।'
আরও পড়ুন- আল্লাহ আমাকে এমন রূপ দিয়েছেন, সকলে ভয় পেয়ে যায়! ইংল্যান্ডকে দুরমুশ করে বিস্ফোরক সাজিদ খান
পুনে টেস্ট হারের জেরে ভারত এক অনিশ্চিত অবস্থায় পড়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে এখন সামনের ছয় টেস্ট ম্যাচের মধ্যে চারটিতেই জিততে হবে। তার মধ্যে একটি ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওই ম্যাচটা এখনও বাকি আছে। এছাড়াও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত পাঁচটি ম্যাচে খেলবে। নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হবে।