Advertisment

Sunil Gavaskar slams Shubman Gill: নো লুক শটে কায়দা করতে গিয়েই বোল্ড! গিলকে আগুন ঝড়ে উড়িয়ে দিলেন ক্ষিপ্ত গাভাসকার

IND vs NZ 3rd Test, Day 3: গিলকে এফোঁড় ওফোঁড় করা আক্রমণে এবার গাভাসকার। নিখুঁত ব্যাটিংটা এখনও শেখেননি শুভমান, পরিষ্কার বুঝিয়ে দিলেন কিংবদন্তি।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shubhman Gill, Sunil Gavaskar, শুভমান গিল, সুনীল গাভাসকার,

Shubhman Gill-Sunil Gavaskar: গিলের সমালোচনায় মুখর গাভাসকার। (ছবি- টুইটার)

Sunil Gavaskar slams Shubman Gill after his bizarre dismissal during IND vs NZ 3rd Test: ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসে অত্যন্ত বাজেভাবে আউট হওয়ায় শুভমান গিলের তীব্র সমালোচনা করলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ১৭৪ রান তাড়া করতে গিয়ে মাত্র এক রানেই আউট হয়ে যান অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার শুভমান। চার বল খেলার পর তাঁকে বোল্ড করেন আজাজ প্যাটেল। 

Advertisment

শুধু শুভমানই নন। সিরিজের শেষ টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে রবিবার কার্যত উইকেট ছুড়ে দিয়ে আসেন ভারতের প্রথমসারির ব্যাটাররা। টপ অর্ডারের এই দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে টিম ইন্ডিয়া যখন ধুঁকছে, সেই সময় রুখে দাঁড়ান ঋষভ পন্থ। তিনি ৫৭ বলে ৬৪ রান করেন। যার মধ্যে ছিল নয়টি চার এবং একটি ছয়। না, হলে যেভাবে পরপর ভারতের প্রথমসারির ব্যাটাররা আউট হয়েছেন, তাতে নিউজিল্যান্ডের জয় ছিল স্রেফ সময়ের অপেক্ষা। 

ম্যাট হেনরির বলে ভুল পুল শট খেলে গ্লেন ফিলিপের হাতে ক্যাচ দিয়ে চলে যান অধিনায়ক রোহিত শর্মা। এরপরই ভারতের দ্বিতীয় ধাক্কা ছিল শুভমান। প্রথম ইনিংসে ৯০ করা এই ব্যাটার আজাজ প্যাটেলের ডেলিভারিটা বুঝতে পারেননি। বলটা ঘুরবে ভেবে ব্যাট তুলেছিলেন। কিন্তু, সেই বল গিয়ে স্ট্যাম্পে লাগে। মাত্র এক রানে দলের অন্যতম স্তম্ভ হারিয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়ে টিম ইন্ডিয়া। শুভমানের ওপর দলের অনেক ভরসা ছিল। কারণ, প্রথম ইনিংসে তাঁর ৯০ এর জন্যই টিম ইন্ডিয়া ২৮ রানের লিড নিতে পেরেছিল। 

শুভমানের থেকে ভালো কিছু দেখার আশায় ছিলেন গাভাসকারও। তিনি সেই সময় ধারাভাষ্য দিচ্ছিলেন। তিনি এই আউটে গিলের ওপর ক্ষোভ প্রকাশ করেন। কিংবদন্তি ব্যাটার বলেন, 'গিলকে আমরা কতবার বল ছাড়তে গিয়ে আউট হতে দেখলাম! কখনও ফাস্ট বোলারদের কাছে, কখনও স্পিনারদের কাছে আউট হয়েছেন। কোন বল ছাড়তে, আর কোন বল খেলতে হবে, সেটা ওঁর শেখা উচিত।'

তবে, গিলের পরও ভারতের ভোগান্তি শেষ হয়নি। এক ওভার পরই বিরাট কোহলি আউট হন। টি২০ বিশ্বকাপের ফাইনালে ভালো খেলার পর কোহলি ফের ব্যাড প্যাচে। তাঁর ফর্ম রীতিমতো উদ্বেগের ব্যাপার হয়ে উঠেছে। একদিনের ক্রিকেট থেকে টেস্ট, কোনওটাতেই তিনি দাগ কাটতে পারছেন না। অন্যতম ওপেনার যশস্বী জয়সওয়ালও দ্বিতীয় ইনিংসে খারাপ খেলেছেন। তিনি পাঁচ রানেই আউট হয়ে যান। সরফরাজ খান আবার আজাজ প্যাটেলের বলে রচিন রবীন্দ্রর হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রানে ফিরে যান। 

আরও পড়ুন- 'আপনাকে ভালোবাসি স্যার', শাহরুখের হৃদয় ভাসিয়ে কিং সাইজ বার্তা এবার রিঙ্কুর

এর আগে প্রথম এবং দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভারতীয় ব্যাটারদের বাজে পারফরম্যান্সে নিন্দার ঝড় উঠেছে। তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই দুটো ম্যাচ হেরে দল সিরিজে পরাজিত হয়েছে। তৃতীয় ম্যাচেও টিম ইন্ডিয়া হেরে যাওয়ায়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত বেকায়দায় পড়ল। পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই উঠতে গেলে ভারতকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ জিততে হতই। পাশাপাশি, অস্ট্রেলিয়া সিরিজের পাঁচটি ম্যাচেই জয়ী হতে হত। কিন্তু, তার আগেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া।

Sunil Gavaskar Shubman Gill Test cricket Cricket News
Advertisment