Rinku Singh birthday wishes to Shah Rukh Khan: শাহরুখ খানের উদ্দেশ্যে রিংকু সিংয়ের জন্মদিনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল। শনিবার, ২ নভেম্বর ছিল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখের ৫৯তম জন্মদিন। তাঁর দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন ভারতীয় তারকা ক্রিকেটার রিংকু সিং। তিনি ২০১৮ সালে কেকেআরে যোগ দিয়েছিলেন। তারপর থেকে এই ফ্র্যাঞ্চাইজিতে যুক্ত।
আসন্ন মেগা নিলামের আগে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়নরা ২৭ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার রিংকুকে ১৩ কোটি টাকায় রিটেনশনে রেখেছে। রিংকুকে শীঘ্রই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন চার ম্যাচের টি-২০ সিরিজে টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা যাবে। শনিবার (২ নভেম্বর) সেই রিংকুই ইনস্টাগ্রামে কেকেআরের সহ-মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টই ভাইরাল হয়েছে।
রিংকু তাঁর সঙ্গে শাহরুখের ওই পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'ওঁর প্রতি আপনাদের অনুরাগ থাকতে পারে। কিন্তু, আমার ভালোবাসা রয়েছে। শাহরুখ স্যার, জন্মদিনে শুভেচ্ছা জানাই। গোটা পৃথিবীতে ভালোবাসা এবং খুশি বিলিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে ভালোবাসি, স্যার।' অতীতে রিংকুর সঙ্গে শাহরুখের দুর্দান্ত সম্পর্কের ছবিটা বারবার সামনে এসেছে। আলিগড়ের ক্রিকেটারের প্রশংসা করতে দেখা গিয়েছে শাহরুখকে।
রিংকু, ছয় বছরেরও বেশি সময় ধরে আইপিএলে খেলছেন। ২০২৩ সালের এপ্রিলে গুজরাট টাইটানসের বিরুদ্ধে কেকেআরের তারকা তাঁর উত্তরপ্রদেশীয় সতীর্থ যশ দয়ালকে টানা পাঁচটি ছক্কা মেরে স্টার হয়ে ওঠেন। সেসময় ম্যাচ জিততে কেকেআরের পাঁচ বলে ২৯ রান দরকার ছিল। রিংকুর ওই পাঁচ বলে ছয়টি ছয় কেকেআরের জয় নিশ্চিত করেছিল।
আইপিএল ২০২৩-এ তাঁর ওই দুর্দান্ত পারফরম্যান্সের পর রিংকু ভারতের হয়ে খেলার সুযোগ পান। আগস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুবাইতে খেলেন। সেটাই তাঁর টি-২০ আন্তর্জাতিক অভিষেক। তিনি এখনও পর্যন্ত দুটি একদিনের ম্যাচে এবং ২৬ টি-২০ খেলেছেন। জাতীয় দলের জার্সি গায়ে তাঁর সর্বোচ্চ রান ৫৫। মোট রান ৪৭৯।
আরও পড়ুন- ব্যাটসম্যান, ক্যাপ্টেন হিসাবে আমি শোচনীয় ব্যর্থ! ভারতকে লজ্জায় চুবিয়ে ঐতিহাসিক দোষ স্বীকার রোহিতের
তবে রিংকু আইপিএল ২০২৪-এ কেকেআরের হয়ে বড় রান করতে পারেননি। কিন্তু, তারপরও তিনি ভারতীয় দলের সঙ্গে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে সফর করেছেন। ২০২৪ টি২০ বিশ্বকাপে ভারতের রিজার্ভ খেলোয়াড় ছিলেন। ওই টুর্নামেন্টে রোহিত শর্মার ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল হয়েছিল এবছর ২৯ জুন, বার্বাডোসের কেনসিংটন ওভালে। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।