Advertisment

Team India call up 35 net bowlers: ১জন, ২জন নয়! হোয়াইটওয়াশ এড়াতে ৩৫ জন বোলার আনল টিম ইন্ডিয়া! ছারখার আপডেট সরাসরি

IND vs NZ 3rd Test: নিউজিল্যান্ডের কাছে হার বাঁচাতে শেষমেশ ৩৫ জন বোলারকে ডেকে নিল টিম ইন্ডিয়া, তার মধ্যে আবার বেশিরভাগই স্পিনার। বিরাট আপডেট মুম্বই থেকে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Rohit, Virat, Wankhede, রোহিত, বিরাট, ওয়াংখেড়ে

Rohit-Virat-Wankhede: ওয়াংখেড়ের পিচ ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক। (ছবি- পিটিআই/এক্সপ্রেস ছবি)

India vs New Zealand 3rd Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের আগে ৩৫ জন নেট বোলারকে ডেকে পাঠাল টিম ইন্ডিয়া। যাঁদের বেশিরভাগই আবার স্পিনার। শুক্রবারই শুরু হতে যাচ্ছে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় টেস্ট। এই টেস্ট ঠিক করে দেবে কলঙ্কের চরমে পৌঁছে সিরিজে হোয়াইটওয়াশ, টিম ইন্ডিয়া হবে কি না? রোহিত শর্মার নেতৃত্বাধীন দল ইতিমধ্যেই বেঙ্গালুরু এবং পুনেতে পরাজয়ের পর তিন টেস্টের সিরিজ হেরে গিয়েছে।

Advertisment

ভারতের আগের দুই টেস্ট ম্যাচে পরাজয়ের পিছনে বড় কারণ ছিলেন স্পিনাররা। হারের ময়নাতদন্তে এমনটা জানা যেতেই নেট বোলিংয়ের জন্য ৩৫ জনকে ডেকে পাঠাল হল বুধবার। যাঁদের বেশিরভাগ স্পিনার। টিম ম্যানেজমেন্ট মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) এই ব্যাপারে অনুরোধ করেছিল। এর আগে দুই দিনের বিরতি ছিল। তারপর বুধবারই ভারতের পূর্ণাঙ্গ অনুশীলন সেশন। সেকথা মাথায় রেখেই এত আয়োজন। 

টিম ম্যানেজমেন্ট আগেই সমস্ত খেলোয়াড়কে জানিয়ে দিয়েছিল যে টেস্টের আগে কোনও ঐচ্ছিকের ব্যাপার নেই। অনুশীলন প্রত্যেকের জন্য বাধ্যতামূলক। নেট বোলারদের তলবের পর স্পষ্ট হয়ে গেল যে, স্পিনারদের ওপর বাড়তি ফোকাস থাকছে অনুশীলনে। তার কারণ, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার দ্বিতীয় টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের ক্রমাগত সমস্যায় ফেলেছেন। পুনেতে, এই বাঁ-হাতি স্পিনার দুর্দান্ত পারফরম্যান্সে জয়ের ইতিহাস গড়ে দিয়েছেন। তিনি ১৫৭ রানে ১৩ উইকেট নিয়েছেন। যা ভারত সফরে আসা যে কোনও বোলারের পারফরম্যান্সকে টেক্কা দেওয়ার পক্ষে যথেষ্ট। 

তার ওপর আবার ওয়াংখেড়ের পিচ ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক। এখানে পাঁচটি খেলায়, রবিচন্দ্রন অশ্বিন ১৮, ৪২ এবং ৩৮টি উইকেট নিয়েছেন। যা এই পিচে যে কোনও বোলারের সর্বোচ্চ পরিসংখ্যান। রবীন্দ্র জাদেজাও এখানে ছয় উইকেট নিয়েছেন। সেখানে স্যান্টনার যে ভারতীয় ব্যাটারদের যথেষ্ট নাচাবেন, সেনিয়ে বিশেষজ্ঞরা একমত। আর, তাই তড়িঘড়ি নেটে স্পিনারদের তলব।

আরও পড়ুন- ওয়াংখেড়ে ভারত হারলেই ইতিহাসে নিউজিল্যান্ড! কোনওদিন না হওয়া কলঙ্কের ভাগিদার হওয়ার মুখে রোহিতরা

মঙ্গলবার, খেলার তিন দিন আগে পিচ শুকনো এবং ঘাসবিহীন দেখাচ্ছিল। গ্রাউন্ড-স্টাফরা নিয়মিত জল দিচ্ছেন। পাশাপাশি, রোদে শুকানোর জন্য দীর্ঘসময় পিচ না ঢেকে রেখে দিচ্ছিলেন। যাইহোক, প্রথম সেশনে, সামুদ্রিক বাতাসের সাহায্যে, স্পিনাররা এই পিচে ভেলকি দেখাতে পারেন। সাহায্য পেতে পারেন সিমাররাও। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

Test cricket Cricket News Indian Cricket Team Indian Team New Zealand Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment