India home Test record: রোহিত শর্মার টিম ইন্ডিয়া মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে হেরে গেলেই বিরল হোম সিরিজে হোয়াইটওয়াশের কলঙ্কে কলঙ্কিত হবে। এই পরিস্থিতিতে দর্শকদের মুখে প্রশ্ন জেগেছে, ভারত কি এর আগে হোম টেস্ট সিরিজে এভাবে হোয়াইটওয়াশ হয়েছে? ভারতের হোম টেস্ট জয়ের ধারা গত সপ্তাহে পুনেতে ধাক্কা খেয়েছে। প্রথমে বেঙ্গালুরু এবং তারপর পুনেতে টিম ইন্ডিয়াকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরেছে নিউজিল্যান্ড।
প্রথম টেস্ট ম্যাচে শুধু অসম্মানজনক হারই না। রোহিত শর্মার দল ঘরের মাঠে তাদের সর্বনিম্ন টেস্ট স্কোর ৪৬-এ বোল্ড হয়েছে প্রথম ইনিংসে। ঘরের মাঠে টানা ১৮টি সিরিজ জয়ের রেকর্ড তার সঙ্গেই শেষ হয়েছে। যার জেরে টিম ইন্ডিয়া এখন অসম্মানের দিক থেকে এক বিরল কীর্তির মুখে। সেটা হল, ঘরের মাঠে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া। আর, তারপরই প্রশ্ন জেগেছে, এটা কি আগেও হয়েছিল?
ভারতের টেস্ট রেকর্ড
১৯৩৩ সালের ডিসেম্বরে বোম্বে জিমখানা গ্রাউন্ডে প্রথমবারের মতো ভারত টেস্ট খেলেছে। তারপর থেকে এখনও ভারত ২৯৩টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছে। এই ৯০ বছরে, ভারত ঘরের মাঠে মাত্র ৫৭টি টেস্ট হেরেছে। ছয়টি দলের সঙ্গে অন্তত ২০০টি টেস্ট ম্যাচ খেলেছে।
ভারত কি ঘরের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছে?
৮৯টি হোম সিরিজর মাত্র ১৮টিতে ভারত হেরেছে। এমনকী, একবিংশ শতাব্দীতে নিউজিল্যান্ড ভারতে টেস্ট সিরিজ জেতা তৃতীয় দল মাত্র। এর আগে টিম ইন্ডিয়া ২০১২ সালে ইংল্যান্ডের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্ট শুরু হবে। ঘরের মাঠে টেস্ট সিরিজ মানেই তিন বা তার বেশি ম্যাচ।
অবশ্য অতীতে ভারত ঘরের মাঠে দুটি ম্যাচের সিরিজও খেলেছে। ২০০০ সালে সেবার অবশ্য টিম ইন্ডিয়া ২-০ ব্যবধানে সিরিজ হেরেছিল। এছাড়া ১৯৭৯-৮০ সালে গোল্ডেন জুবিলি টেস্ট-এ ইংল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল। ১৯৯৯ সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছেও একমাত্র টেস্ট ম্যাচে হেরেছিল।
আরও পড়ুন- নিলামের আগেই কোটি কোটি টাকার রিটেনশন! ফ্রিতেই দেখা যাবে তারকাদের ভবিষ্যৎ, জানুন
ভারত কতবার ঘরের মাঠে সিরিজের তিনটি টেস্টে হেরেছে?
পাঁচ বার হেরেছে। শেষবার হেরেছে ১৯৮৩ সালে। সেবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরেছিল। ছয় ম্যাচের সিরিজে তিনটিতেই হেরেছিল। ওয়েস্ট ইন্ডিজ তার আগে ১৯৫৮ এবং ১৯৭৪ সালেও ভারতকে তিন টেস্টে হারিয়েছিল। আর, অস্ট্রেলিয়া হারিয়েছে তিন টেস্টে হারিয়েছে ১৯৬৯ এবং ইংল্যান্ড হারিয়েছে ১৯৭৬ সালে।
ভারত ও টেস্ট হোয়াইটওয়াশ (কমপক্ষে ৩ ম্যাচের সিরিজ)
হোম টেস্ট: হেরেছে ৫ বার, সিরিজ হেরেছে- ০ বার।
বিদেশে: জিতেছে– ১; হেরেছে- ৮ বার।