All About IPL Retention 2025: আইপিএলের মেগা নিলাম নভেম্বরের শেষদিকে হতে যাচ্ছে। তবে, বিসিসিআই এখনও ব্যাপারটা স্পষ্ট করেনি। ফ্র্যাঞ্চাইজিগুলোকে ৩১ অক্টোবরের মধ্যে জানিয়ে দিতে হবে যে তারা কোন খেলোয়াড়দের ধরে রাখতে চায়। এবছর ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে ১২০ কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারবে। তবে, মেগা নিলামে তারা কত টাকা ঢালবে, সেটা রিটেনশনের ওপর নির্ভর করছে।
কতজন খেলোয়াড়কে এবার রিটেনশনে রাখা যাবে?
রিটেনশনের সময় খেলোয়াড়রা রাইট-টু-ম্যাচ বা আরটিএম কার্ড ব্যবহার করে খেলোয়াড়দের ধরে রাখতে পারবেন। ২০২৪-এর স্কোয়াড থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো ৬ জন খেলোয়াড়কে ধরে রাখার সুবিধা পাচ্ছেন।
আইপিএল নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের রিটেনশন স্লাব
ক্যাপড খেলোয়াড়- ১.১৮ কোটি টাকা।
ক্যাপড খেলোয়াড়- ২.১৪ কোটি টাকা।
ক্যাপড খেলোয়াড়- ৩.১১ কোটি টাকা।
ক্যাপড খেলোয়াড়- ৪.১৮ কোটি টাকা।
ক্যাপড খেলোয়াড়- ৫.১৪ কোটি টাকা।
আনক্যাপড খেলোয়াড়- ৪ কোটি টাকা।
ফ্র্যাঞ্চাইজিগুলো কি কম বা বেশি টাকায় কোনও খেলোয়াড়কে রিটেন করতে পারে?
কোনও ফ্র্যাঞ্চাইজি যদি রিটেনশনে থাকা খেলোয়াড়দের ১৮ কোটি টাকা দেওয়ার কথা ভাবে, তবে তার তহবিল থেকে ১৮ কোটি টাকা খরচ হবে। সেই দলই যদি রিটেনশনে থাকা অন্য খেলোয়াড়কে ১০ কোটি টাকা দেওয়ার কথা ভাবে, তবুও ধরা হবে যে ১৪ কোটি টাকাই সে ওই খেলোয়াড়কে দিয়েছে।
কতজন বিদেশি খেলোয়াড়কে রিটেন করা যেতে পারে?
আইপিএল ২০২৫ মেগা নিলামে একটা আইন বদলানো হয়েছে। আগে নিয়ম ছিল, ভারতীয়দের চেয়ে কম বিদেশি খেলোয়াড়কে রিটেন করা যাবে। এবার নিয়ম হয়েছে যে কোনও ফ্র্যাঞ্চাইজি চাইলে ৬ জনের মধ্যে ৬ জন বিদেশি খেলোয়াড়কেই রিটেন করতে পারবে।
আনক্যাপড খেলোয়াড় কারা?
যে খেলোয়াড়রা এখনও জাতীয় দলের হয়ে খেলেননি, তাঁরা আনক্যাপড খেলোয়াড়। আর, যে ভারতীয় খেলোয়াড়রা গত পাঁচ বছর জাতীয় দলের হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, তাঁরাও আনক্যাপড খেলোয়াড়। তাঁদের সঙ্গে বিসিসিআইয়ের কোনও চুক্তিও নেই। সেভাবেই মহেন্দ্র সিং ধোনি আনক্যাপড খেলোয়াড়।
ফ্র্যাঞ্চাইজির ইচ্ছানুসারে ৭৫ কোটি টাকা কি রিটেন করা পাঁচ জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দেওয়া যাবে?
হ্যাঁ, ফ্র্যাঞ্চাইজি চাইলে সেটা করতেই পারে। যদি ফ্র্যাঞ্চাইজি পাঁচ জন ক্যাপড খেলোয়াড়কে রিটেন করছে তো ৭৫ কোটি টাকা ইচ্ছেমতো পাঁচ জন খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দিতে পারে। যদি ফ্র্যাঞ্চাইজিগুলো ক্যাপড খেলোয়াড়দের রিটেন করতে ৭৫ কোটি টাকার বেশি খরচ করতে পারে, তবে অতিরিক্ত টাকা তাদের তহবিল থেকে কেটে নেওয়া হবে। যদি কোনও ফ্র্যাঞ্চাইজি একজন খেলোয়াড়কে রিটেন করতে চায়, তবে তাদের ১৮ কোটি টাকা খরচা হবে। দু'জন ক্যাপড খেলোয়াড়ের জন্য খরচ হবে (১৮+১৪) বা ৩২ কোটি টাকা। তিন জন ক্যাপড খেলোয়াড়কে রিটেন করতে চাইলে খরচ হবে, (১৮+১৪+১১) বা ৪৩ কোটি টাকা। চার জন ক্যাপড খেলোয়াড়কে রিটেন করতে চাইলে খরচ হবে- (১৮+১৪+১১+১৮) বা ৬১ কোটি টাকা।
আর, কোনও ফ্র্যাঞ্চাইজি যদি পাঁচ জন খেলোয়াড়কে রিটেন করে, তবে তাদের তহবিল থেকে (১৮+১৪+১১+১৮+১৪) বা ৭৫ কোটি টাকা কাটা যাবে। এই ভাবে পাঁচ জন খেলোয়াড়ের মধ্যে টাকা ভাগ করা যেতে পারে। এভাবেই কোনও খেলোয়াড়কে ২৩ কোটি টাকায় কেনা যেতে পারে। পঞ্চম খেলোয়াড়কে সেই হিসেবে ১৪ কোটি টাকার কমে রিটেন করা যেতে পারে। মোট কথা, পাঁচ জন খেলোয়াড় মিলিয়ে খরচের পরিমাণটা ৭৫ কোটি টাকাই হবে।
খেলোয়াড়রা কি রিটেন হতে অস্বীকৃত হতে পারেন?
কোনও খেলোয়াড় কোনও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে থাকতে না চাইলে, তিনি রিটেনশন প্রস্তাব মানতে না-ই পারেন। আর মেগা নিলামে অংশ নিতে পারেন। পাশাপাশি, ৩১ অক্টোবর রিটেনশনের ডেডলাইনের পর থেকে ২০২৫ আইপিএল নিলাম শুরুর মধ্যে কোনও খেলোয়াড়কে বেচাকেনার অনুমতি দেওয়া হবে না।
আইপিএল ২০২৫-এর মেগা নিলাম কবে?
এখনও পর্যন্ত কোনও তারিখ জানানো হয়নি। নভেম্বরের শেষ সপ্তাহে হতে পারে বলে মনে করা হচ্ছে। সাধারণত মেগা নিলাম দিনের বেলাতেই হয়।
আরটিএম কার্ড কীভাবে ব্যবহার করা যায়?
যদি কোনও খেলোয়াড়কে মেগা নিলামে অন্য ফ্র্যাঞ্চাইজি কিনে নেয়, তবে ২০২৪ সালে ওই খেলোয়াড় যে ফ্র্যাঞ্চাইজিতে ছিলেন, সেই ফ্র্যাঞ্চাইজি আরটিএম বা রাইট ম্যাচ কার্ড ব্যবহার করে ওই খেলোয়াড়কে কিনে নিতে পারেন। এবার আরটিএম নিয়মও বদলেছে। সেটা হল, যে খেলোয়াড়কে কার্ড ব্যাবহার করে ফিরিয়ে নেওয়া হল, তার যত সর্বোচ্চ দর উঠল, সেই দরে ওই খেলোয়াড়কে কিনতে হবে।
আরও পড়ুন- টিম মিটিং নয়, শৌচাগারে ধোনি ধমকে ছিলেন তারকাকে, বিস্ফোরক স্বীকারোক্তিতে ঝড় উঠল আচমকা
আইপিএল ২০২৫-এর রিটেনশন কবে?
৩১ অক্টোবর ভারতীয় সময় ৪টা ৩০ অবধি রিটেনশনের শেষ তালিকা জমা দেওয়া যাবে।
আইপিএল ২০২৫-এ রিটেনশনের লাইভ স্ট্রিমিং কোথায় হবে?
আইপিএল ২০২৫-এ রিটেনশনের লাইভ স্ট্রিমিং জিও সিনেমায় দেখা যাবে।
আইপিএল ২০২৫-এ রিটেনশনের লাইভ টেলিকাস্ট কোথায় দেখা যাবে?
আইপিএল ২০২৫-এ রিটেনশনের লাইভ টেলিকাস্ট, স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে।