India vs New Zealand: ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের শুরুটা দুঃস্বপ্নের হল। প্রতিটা স্ট্র্যাটেজি যেন বুমেরাং হয়ে ফিরে এল টিম ইন্ডিয়া শিবিরে। শেষ দু-দিন অবিশ্রান্ত বৃষ্টির পর মেঘলা ওয়েদারে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ঘাড়ে চোট পাওয়া শুভমান গিলকে বাইরে রেখে সরফরাজ খানকে নামানো হয়েছিল। চার থেকে তিন নম্বরে প্রমোট করা হয়েছিল বিরাট কোহলিকে।
তবে কেএল রাহুলকে তিনে না নামিয়ে এই টিম কম্বিনেশন স্রেফ ধ্বংস করে দিল ভারতকে। যদিও সরফরাজ, কোহলি, কেএল রাহুল তিনজনেই ডাক করেন। আর কয়েক সপ্তাহ বাদেই অস্ট্রেলিয়ারম সফর। তার ঠিক আগেই মেঘলা ওয়েদারে সুইং নির্ভর পরিবেশে যেভাবে ঠকঠক করে কেঁপে গেল টিম ইন্ডিয়া, তাতে আরও বড় দুশ্চিন্তা নিয়ে হাজির হয়ে গেল বেঙ্গালুরু টেস্ট। এতটাই বল মুভ করছিল, মাঝে মাঝে বিভ্রমের মায়াজাল তৈরি করছিল, ম্যাচ কি বেঙ্গালুরু নাকি ক্রাইস্টচার্চ, ওয়েলিংটনে খেলা হচ্ছে।
চতুর্থ ওভারেই শুরু করেছিলেন ম্যাট হেনরি। প্ৰথম দিকে ক্রিজের সঠিক লেন্থ খুঁজে পেতে সমস্যায় পড়েছিল কিউই সিমাররা। তবে একবার সেই স্পট খুঁজে ফেলার পরেই বেআব্রু হয়ে যায় ভারতীয় ব্যাটিং। প্ৰথমে রোহিত শর্মার ব্যাটের নাগাল ছুঁইয়ে বল আঘাত হেনেছিল পিছনের প্যাডে। আম্পায়ার মাইকেল গফ সেই আবেদনে সাড়া না দেওয়ার পর রিভিউ নেন হেনরি। তবে আউটের সিদ্ধান্তের সমস্ত উপকরণ হাজির থাকলেও বলের উচ্চতা হতাশ করে ম্যাট হেনরিকে। আম্পায়ার্স কলে জীবন পান রোহিত।
আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিনেই চরম দুঃসংবাদ! আইপিএলে চাকরি হারালেন সৌরভ, বিস্ফোরক আপডেট প্রকাশ্যে
সিমিং কন্ডিশনে রোহিত পাল্টা আক্রমণের রাস্তা বেছে নিয়েছিলেন। টিম সাউদিকে স্টেপ আউট করে হাঁকাতে গিয়েই বলের লেন্থ মিস করে বোল্ড হয়ে যান। এরপরে চোখের পাতা ফেলার আগেই ভারত ১০/৩ হয়ে যায়। ভাবা হচ্ছিল নতুন বল পুরোপুরি খরচের খাতায় ফেলে দেবে কিউইরা। তবে রোহিত আউট হওয়ার পরই লকগেট খুলে যায় ভারতের। দুরন্ত স্ট্র্যাটেজি এবং নিখুঁত বোলিংয়ে ভারতকে ধরাশায়ী করে দেন ব্ল্যাক ক্যাপসরা।
Conway's leap of faith 🤯☝️#TeamIndia lose their 3rd wicket early on in Bengaluru! #INDvNZ #IDFCFirstBankTestTrophy #JioCinemaSports pic.twitter.com/gM3dSzIgKn
— JioCinema (@JioCinema) October 17, 2024
উইলিয়াম ও রৌরকির ব্যাক অফ দ্যা লেন্থ বল অস্বস্তিকর উচ্চতা নিয়ে কোহলির গ্লাভসে আছড়ে পড়েছিল। সেই বলই লেগ গালিতে গ্লেন ফিলিপসের হাতে জমা পড়ে। আগ্রাসী ব্যাটিংয়ের পথে হাঁটতে চেয়েছিলেন সরফরাজ খান-ও। ম্যাট হেনরিকে সোজাসুজি উইকেটে হাঁকাতে গিয়ে ব্যাটের নিয়ন্ত্রণ হারিয়ে ডেভন কনওয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।
ভারতকে কিছুটা স্বস্তি দিয়েই যেন বৃষ্টির আবির্ভাব ঘটেছিল। তবে পুনরায় খেলা শুরু হওয়ার পর আবার-ও ঝটকায় পর ঝটকা সহ্য করতে হয় ভারতকে। যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পন্থ কোনওরকমে ক্রিজে টিকে ছিলেন। তবে পয়েন্টে জয়সওয়াল আউট হওয়ার পরই কার্যত ভারতের ব্যাটিং বিপর্যয়ের সঙ্কেত মিলে যায়।
সেই সেশন শেষের আগেই ভারত কেএল রাহুল, রবীন্দ্র জাদেজাকে হারিয়ে ফেলে। লেগে হাঁকিয়ে রাহুল রানের খাতা খোলার আগেই ক্রিজ ছাড়েন। জাদেজাও এক্রস খেলতে দিয়ে নিজের উইকেটের বিসর্জন দিয়ে যান।
এই লাঞ্ছনার ইনিংস শেষ পর্যন্ত দলগতভাবে হাফসেঞ্চুরিও করতে পারল না। লজ্জার ইতিহাস ছুঁয়ে ভারতের ইনিংসে দুই অঙ্কের রান ছুঁয়েছেন মাত্র দুজন- ওপেনার যশস্বী জয়সওয়াল (১৩) এবং ঋষভ পন্থ (২০)। এক অঙ্কের রানেই আউট হয়েছেন দলের বাকি ৮ ব্যাটার। পাঁচজন-ই করেছেন শূন্য।
READ THE FULL ARTICLE IN ENGLISH