Venugopal Rao to replace Sourav Ganguly as Director of Cricket in Delhi Capitals: দিল্লি ক্যাপিটালসে রিকি পন্টিংকে সরিয়ে কোচ হতে চেয়েছিলেন। তবে সৌরভের সেই আশা পূরণ হয়নি। এবার জানা যাচ্ছে, ক্রিকেট ডিরেক্টর পদ থেকেও অপসারণ ঘটছে তাঁর। দিল্লি ক্যাপিটালস নাকি সৌরভের জায়গায় জাতীয় দলের প্রাক্তন তারকা ভেনুগোপাপ রাওকে ওই পদে আনতে চলেছে।
রিকি পন্টিংয়ের জায়গায় হেড কোচের চেয়ারে বসতে চলেছেন জাতীয় দলের অন্য এক প্রাক্তন তারকা হেমাঙ্গ বাদানি। ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে সৌরভ এবং পন্টিংকে সরিয়ে নতুন কোচিং স্টাফের অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে হেমাঙ্গ বাদানি, ভেনুগোপাল রাওকে। দুজনেই জাতীয় ক্রিকেট সার্কিটে পরিচিত মুখ।
২০০১-০২ দ্বিপাক্ষিক সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে শতরান হাঁকানো বাদানি এর আগে সহকারী হিসেবে ব্রায়ান লারার সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং স্টাফে ছিলেন। তবে তামিলনাড়ুর তারকা ক্রিকেটার এই প্ৰথম আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজির হেড কোচ হতে চলেছেন।
মুম্বইয়ের জার্সিতে সফলভাবে কোচিং করানো পন্টিং দিল্লি ক্যাপিটালসের ভাগ্য বদলাতে পারেননি টানা ছয় সিজন হেড কোচ হয়েও। ক্রিকবাজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, হেমাঙ্গ বাদানি হেড কোচ প্রায় চূড়ান্ত। তাঁরই জাতীয় দলের একসময়ের সতীর্থ বেণুগোপাল রাও হচ্ছেন ক্রিকেট ডিরেক্টর। যে পদ দীর্ঘদিন সামলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: বিরিয়ানির রাইসের মত ঝরঝর করে ঝরে গেল ভারতের ব্যাটিং! ৪৬ রানের অলআউট মুখ পোড়াল রোহিতদের
দিল্লি ক্যাপিটালসের দুই সহযোগী ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস (ILt20) এবং সিয়াটল অরকাস-এর (মেজর লিগ ক্রিকেট) সঙ্গে দীর্ঘদিন যুক্ত হেমাঙ্গ বাদানি এবং বেণুগোপাল রাও। তাই বড় নামের পিছনে না ছুটে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্তদের হাতেই দায়িত্ব অর্পণ করতে চলেছে দিল্লি ক্যাপিটালস।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে আবার বলা হচ্ছে, সৌরভের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করবে না দিল্লি ক্যাপিটালস। বরং মহিলা প্রিমিয়ার লিগে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টর পদে রেখে দেওয়া হবে তাঁকে।
ফ্র্যাঞ্চাইজির এক সূত্র টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছেন, "ধরে নিতে পারেন আইপিএলে কোনও দায়িত্বে থাকবেন না সৌরভ। বরং উনি মহিলা দলের ক্রিকেট ডিরেক্টর থাকবেন। মূলত, মহিলা প্রিমিয়ার লিগ এবং দক্ষিণ আফ্রিকান মহিলা টি২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কাজকর্ম দেখাশুনা করবেন তিনি।"
দিল্লির তরফে এখনও সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে সৌরভকে সম্ভবত ও প্ৰথমবার পুরুষদের ক্রিকেটের কোনও দায়িত্বে দেখা যাবে না। সিএবি সভাপতি হওয়ার পর সৌরভ বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন। দুটো পর্যায়ে দিল্লি ক্যাপিটালস-এর উচ্চ পদে আসীন ছিলেন। তবে বর্তমানে এখন কোনও গুরুত্বপূর্ণ পদে রইলেন না তিনি।