Advertisment

IPL retentions 2025: শামি-ঋদ্ধির IPL-ভাগ্য চূড়ান্ত! কোটি কোটি টাকার পরীক্ষায় নিলামের টেবিলেই যাচ্ছেন বাংলার দুই সুপারস্টার

IPL retentions deadlines day: তিন বছর পরপর বসে আইপিএলের মেগা নিলামের আসর। শেষবার বসেছিল ২০২২-এর মরশুমের জন্য। এবার বসতে চলেছে ২০২৫ মরশুমের জন্য।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Md Shami, Wriddhiman Saha, মহম্মদ শামি, ঋদ্ধিমান সাহা,

Md Shami-Wriddhiman Saha: নিলামে উঠছেন শামি ও ঋদ্ধিমান। (ছবি- আইপিএল)

IPL retentions 2025 GT and RCB: আইপিএল মেগা নিলাম থেকেই শুরু হয়ে যাবে ২০২৫ আইপিএল। তার আগে বৃহস্পতিবার, ৩১ অক্টোবরই ঠিক হয়ে যাবে, কোন খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজিগুলো ধরে রাখবে বা রিটেনশনে রাখবে। এদিনই সেই তালিকা জমা দেওয়ার শেষ তারিখ। বিকেল সাড়ে চারটে পর্যন্ত তালিকা জমা দেওয়া যাবে। এই রিটেনশনের তালিকা আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজির কাছে বিরাট গুরুত্বপূর্ণ হতে চলেছে আসন্ন আইপিএলের মরশুমে। 

Advertisment

সেকথা মাথায় রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি, তাদের মার্কি প্লেয়ার বিরাট কোহলিকে ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানতে পেরেছে ইন্ডিয়ান এক্সপ্রেস। কোহলিকে নিয়ে আরসিবির এই সিদ্ধান্ত নতুন কিছু না। কোহলির বিরাট ফ্যান বেস আছে। যা, আরসিবির কাজে লাগে। কোহলির পাশাপাশি, আরসিবি রজত পাতিদারকেও ধরে রাখতে পারে বলে শোনা যাচ্ছে।

ইতিমধ্যে, ২০০২ সালের আইপিএল চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসও তাদের রিটেনশনের পাঁচটি নাম চূড়ান্ত করেছে। সেই নামগুলো হল- অধিনায়ক শুভমান গিল, সাই সুদর্শন ও রশিদ খান। এছাড়াও, আনক্যাপড বিভাগে গুজরাটে থাকছেন শাহরুখ খান ও রাহুল তেওয়াতিয়া। যার মানে হল- ডেভিড মিলার, ম্যাথিউ ওয়েড, ঋদ্ধিমান সাহা, মহম্মদ শামি ও কেন উইলিয়ামসনের মত নামী ক্রিকেটাররা নিলামে উঠতে চলেছেন।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মেগা নিলামে মোট ১২০ কোটি টাকা খরচা করতে পারবে। সেটা অবশ্য রিটেনশন প্লেয়ারদের জন্য বরাদ্দ টাকাকে ধরে। ১০টির মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ২০২৪ মরশুমে দলে থাকা সর্বোচ্চ ছ'জন খেলোয়াড়কে রিটেনশনে রাখতে পারবে বা ধরে রাখতে পারবে। পাশাপাশি, আসন্ন মেগা নিলামে রাইট-টু-ম্যাচ (RTM) কার্ড ব্যবহার করে ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে ওঠা ২০২৪ মরশুমে নিজেদের দলে খেলা কোনও পুরোনো খেলোয়াড়কে ছিনিয়ে আনতে পারবে নিলামে ডাকা সর্বোচ্চ দর দিয়ে কিনে।

যদি একটি ফ্র্যাঞ্চাইজি আইপিএল ২০২৫ নিলামের আগে ছয় জন খেলোয়াড়কে ধরে রাখবে বলে ঠিক করে, তাহলে তারা বিভিন্ন ক্যাটাগরি বা বন্ধনীর অধীনে সর্বাধিক পাঁচ জন ক্যাপড এবং দু'জন আনক্যাপড খেলোয়াড়কে ধরে রাখতে পারবে। ক্যাপড খেলোয়াড়দের ধরে রাখতে খরচ হবে ১১ কোটি টাকা থেকে ১৮ কোটি টাকা। একজন আনক্যাপড খেলোয়াড়কে ধরে রাখা যাবে চার কোটি টাকায়।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ায় ১০৬ রানেই অলআউট নীতিশ-রুতুরাজরা! রোহিতরা যাওয়ার আগেই অশনি সঙ্কেত টিম ইন্ডিয়ার

যদি কোনও ফ্র্যাঞ্চাইজি ৩১ অক্টোবরের মধ্যে ছয়জনের কম খেলোয়াড়কে ধরে রাখবে বলে জানিয়ে দেয়, তাহলে সেই অনুযায়ী আরটিএম কার্ড তারা মেগা নিলামে ব্যবহার করতে পারবে। একটি দল তাদের সমস্ত খেলোয়াড়কে ছেড়ে দিলে ছয়টি আরটিএম কার্ড মেগা নিলামে ব্যবহার করতে পারবে। যা খেলোয়াড়দের অবাধে কেনা-বেচার উদাহরণ হয়ে উঠবে।

RCB Virat Kohli IPL ipl auction Gujarat Titans Shubhan Gill Gujarat Titans
Advertisment