Advertisment

India 46 all out vs NZ: ৪৬-এই অলআউট! ঘরের মাঠে ইতিহাসের সেরা লজ্জার রেকর্ড ভারতের, অভিশপ্ত দিনে পরপর নজির

Team India lowest ever team total: মেঘলা আবহাওয়া এবং সুইং নির্ভর কন্ডিশনে ভারত শোচনীয়ভাবে আত্মসমর্পণ করে বসল নিউজিল্যান্ডের বোলারদের সামনে।।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India vs New Zealand, Ind vs nz, ভারত বনাম নিউজিল্যান্ড

IND 46 all-out: মাত্র ৪৬ রানে অলআউট ভারত (টুইটার)

IND vs NZ 1st Test: ঘরের মাঠে মাত্র ৪৬ রানে অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে যে লজ্জার রেকর্ড আপাতত শীর্ষে। ঘরের মাঠে এর আগে এত কম রানে কখনও আউট হয়নি ভারত। 

Advertisment

প্ৰথম দিন বৃষ্টির কারণে খেলা ভেস্তে যাওয়ার পর বৃষ্টিবিঘ্নিত টেস্টের দ্বিতীয় দিনে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। এরপরে মেঘলা আবহাওয়ায় টিম ইন্ডিয়ার ব্যাটিং স্রেফ ধসে যায়। শুরুতে টিম সাউদির বলে বোল্ড হয়ে যান রোহিত শর্মা। তারপরে আউটের মিছিলে দেখল টিম ইন্ডিয়া। যাতে মাথা হেঁট হয়ে যাওয়ার পর কীর্তি ছুঁয়ে ফেলল রোহিত বাহিনী।

শুভমান গিলের অনুপস্থিতিতে কোহলিকে চার নম্বর থেকে তিন নম্বরে ব্যাটিং অর্ডারে প্রমোশন করা হয়েছিল। তবে কোহলি ৮ বলে শূন্য করে ফেরে। লাঞ্চের আগেই আরও চারটে উইকেট হারায় টিম ইন্ডিয়া। মধ্যাহ্নভোজের সময় ভারতের স্কোর ছিল ৩৪/৬।

আরও পড়ুন: লক্ষ্মীপুজোর দিনেই চরম দুঃসংবাদ! আইপিএলে চাকরি হারালেন সৌরভ, বিস্ফোরক আপডেট প্রকাশ্যে

দ্বিতীয় সেশনের প্ৰথম বলেই আউট হন আর অশ্বিন। ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে ছেলেখেলা করে যান দুই কিউই সিমার- ম্যাট হেনরি এবং উইলিয়াম ও রৌরকি। দলগত হিসাবে রোহিত শর্মার দল কোনওরকমে চার বছর আগে এডিলেডে ৩৬ রানের স্কোর পেরোয় এদিন। যা ভারতের টেস্টের ইতিহাসে সর্বনিম্ন স্কোর।

তবে ঘরের মাঠে সর্বনিম্ন রেকর্ডের নজির আর পেরোতে পারেননি রোহিত-কোহলিরা। ১৯৮৭-এ দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত ৭৫ রানে অলআউট হয়ে গিয়েছিল। সেটাই ছিল এতদিন হোম টেস্টে ভারতের সর্বনিম্ন স্কোর।

লজ্জার ইতিহাস ছুঁয়ে ভারতের ইনিংসে দুই অঙ্কের রান ছুঁয়েছেন মাত্র দুজন- ওপেনার যশস্বী জয়সওয়াল (১৩) এবং ঋষভ পন্থ (২০)। এক অঙ্কের রানেই আউট হয়েছেন দলের বাকি ৮ ব্যাটার। পাঁচজন-ই করেছেন শূন্য। এর আগে ভারতের কোনও টেস্টে এতজন ব্যাটার একসঙ্গে শূন্য রানে আউট হননি।

READ THE FULL ARTICLE IN ENGLISH

Test cricket New Zealand Indian Cricket Team Indian Team New Zealand Cricket Team India Cricket Team Team-India Team India Team India
Advertisment