India vs New Zealand 1st Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে ভারতকে লড়াইয়ে ফেরানোর শপথ নিয়ে রক্তাক্ত আঙুলেই কিউই টিমের বিরুদ্ধে গোলা ছুড়লেন জসপ্রীত বুমরা। রক্তাক্ত আঙুলেই বল করে ওভার শেষ করার পাশাপাশি তিনি আঙুলের ফেটে যাওয়া যায়গায় টেপ বেঁধে ফের বল করতে এলেন এমএ চিদাম্বরম স্টেডিয়ামের পিচে। শুক্রবার ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে বুমরার এই সাহসী বোলিং ভারতীয় দলকে সাহস জোগালেও টিম ম্যানেজমেন্টকে কিন্তু উদ্বেগের মধ্যে ফেলল। তার মধ্যেই ৩০০-র বেশি লিড নেওয়া প্রতিপক্ষের বিরুদ্ধে কীভাবে হার না মানা সাহসী বোলিং করতে হয়, সেটা দর্শকদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই বোলার।
লাঞ্চের ঠিক পরে, ম্যাচের ৮৬তম ওভারে দেখা গেল বুমরার জন্য ফিজিও মাঠে দৌড়ে আসছেন। সেই সময় প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকার ছিলেন ধারাভাষ্যকার। তিনি দর্শকদের জানান, বুমরার আঙুল ফেটে গিয়েছে। তাঁর আঙুল দিয়ে রক্ত ঝরছে। তবে, ফিজিও আসার আগে দেখা যায় যে বুমরা রক্তাক্ত আঙুল নিয়েই বল করছেন। ওভাবেই তিনি ওভার শেষ করেন। এরপরে তিনি যখন বল করতে আসেন, সেই সময় দেখা যায় যে বুমরার আঙুলে টেপ বাঁধা আছে।
— Kirkit Expert (@expert42983) October 18, 2024
প্রথম ইনিংসে ৪৬ রান করা টিম ইন্ডিয়া শুক্রবার প্রথম টেস্ট-এর তৃতীয় দিনে, প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল। দ্বিতীয় দিনের শেষের দিকেই নিউজিল্যান্ডের লিড ছিল ১৩৪ রান। তার মধ্যেই ভারতীয় বোলাররা চেষ্টা চালাচ্ছিলেন। ১৫ ওভারের মধ্যে তাঁরা চারটি উইকেট নেন। যা দেখে মনে হচ্ছিল, ২০০-এরও কম রানে নিউজিল্যান্ডকে গুটিয়ে দেওয়া সম্ভব হবে। কিন্তু, রচিন রবীন্দ্র ১৩৪ রান করেন। আর, নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক টিম সাউদি করেন ৬৫ রান। যাতে বেশ পিছিয়ে যায় ভারতীয় শিবির।
আরও পড়ুন- ব্যাটে লাগার পরের ফ্রেমে স্পাইক! রচিনের নটআউট নিয়ে বেনজির বিতর্ক, সেলিব্রেশনে 'না' কোহলির
শুক্রবার রেকর্ড করল নিউজিল্যান্ড। তারা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিউজিল্যান্ড-ভারত ম্যাচে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে সবচেয়ে বেশি রানের লিড নিল এই দিন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ৪০২ রানে। ভারতের হয়ে বুমরা নিয়েছেন এক উইকেট। কুলদীপ যাদব নিয়েছেন তিন উইকেট। মহম্মদ সিরাজ নিয়েছেন দুই উইকেট। রবীন্দ্র জাদেজাও নিয়েছেন তিন উইকেট। এছাড়া রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন এক উইকেট।