WTC Points Table update after IND vs NZ 1st Test: বেঙ্গালুরু টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে রবিবার ভারত হারতেই রদবদল হল পয়েন্ট টেবিলের। ১২টি টেস্ট ম্যাচে ভারতের পয়েন্ট শতাংশ (পিসিটি) ৭৪.২৪ থেকে ৬৮.০৫-এ নেমে গেল। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে আট উইকেটে হারায় আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি), ২০২৩-২৫ এ টিম ইন্ডিয়া পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারাল।
এই ম্যাচের প্রথম ইনিংসে ভারত মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য কিউইদের টার্গেট ছিল ১০৭ রান। এই ম্যাচ জেতার ফলে, ১৯৮৮ সালের পর ফের ভারতের মাটিতে টেস্ট জিতল নিউজিল্যান্ড। পয়েন্ট শতাংশের বিচারে ভারতের ঠিক পরেই রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট শতাংশ বর্তমানে ৬২.৫। এই জয়ের ফলে, পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের কাছে হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিল
স্থান | দল | ম্যাচসংখ্যা | পয়েন্ট শতাংশ |
১ | ভারত | ১২ | ৬৮.০৫ |
২ | অস্ট্রেলিয়া | ১২ | ৬২.৫ |
৩ | শ্রীলঙ্কা | ৯ | ৫৫.৫৬ |
৪ | নিউজিল্যান্ড | ৯ | ৪৪.৪৪ |
এই ম্যাচের সেরা হয়েছেন নিউজিল্যান্ড দলের প্রথম ইনিংসে ১৩৪ রান করা রাচিন রবীন্দ্র। ম্যাচে হারের পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'আমরা যে ৪৬ রানে আউট হয়ে যাব, সেটা আশা করিনি। নিউজিল্যান্ড খুবই ভালো বল করেছে। আমরা ওদেরকে ঠিকমতো খেলতে পারিনি। আমাদের আরও চেষ্টা চালাতে হবে। আমরা জানি, আমাদের কী করতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধেও আমরা প্রথম ম্যাচটা হেরেই শুরু করেছিলাম। কিন্তু, তারপর চারটি ম্যাচ জিতেছিলাম।'
আরও পড়ুন- ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট জয় নিউজিল্যান্ডের! হতাশার বেঙ্গালুরুতে কপাল পুড়ল টিম ইন্ডিয়ার
এই পর্বে ভারতের এখনও সাতটি টেস্ট বাকি আছে। তার মধ্যে দুটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং পাঁচটি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এই পরিস্থিতি থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে ভারতকে পাঁচটি টেস্ট জিততেই হবে। আর, বিভিন্ন হিসেব নিকেশের সুবিধা পেলে ভারত চারটি টেস্ট জিতেও আগামী বছরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে উঠতে পারবে।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের সময়সূচি
২য় টেস্ট | পুনে ২৪-২৮ অক্টোবর |
৩য় টেস্ট | মুম্বই ১-৫ নভেম্বর |
ভারত ২৪ অক্টোবর পুনেতে দ্বিতীয় টেস্ট-এ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। তৃতীয় টেস্ট ১-৫ নভেম্বর মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে। এরপর বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় রওনা দেবে টিম ইন্ডিয়া।