Advertisment

India’s 0-3 whitewash reactions: পাটা পিচে খেলে বাঘ হয়েছে এঁরা, গিল-সরফরাজদের ধুয়েমুছে আক্রমণ শেওয়াগ-পাঠানদের

India Whitewashed: ভারতের ঐতিহাসিক হারের পর নখ দাঁত বের করলেন পাঠান-শেওয়াগরা। তীব্র আক্রমণে ফালাফালা রোহিত অ্যান্ড কোং। আঁচড়ে দিলেন হরভজনও।

author-image
IE Bangla Sports Desk
New Update
India, Sehwag, ভারত, শেওয়াগ,

India-Sehwag: ভারতের পারফরম্যান্স সামগ্রিভাবে খারাপ হয়েছে বলেই মনে করছেন অধিনায়ক রোহিত শর্মা। (ছবি- টুইটার)

India’s 0-3 whitewash reactions by Virender Sehwag Harbhajan Singh Irfan Pathan: নিউজিল্যান্ডের কাছে রবিবার টিম ইন্ডিয়া ৩-০ হোয়াইটওয়াশ হতেই সমলোচনায় তিরবিদ্ধ রোহিতবাহিনী। টিম ইন্ডিয়ার এই জঘন্য পারফরম্যান্সের জন্য দুঃখপ্রকাশ করেছেন কিংবদন্তি ভারতীয় খেলোয়াড় বীরেন্দ্র শেওয়াগ। অপর কিংবদন্তি খেলোয়াড় ইরফান পাঠান মনে করছেন, 'সেরা খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলছেন না। সেই কারণেই টিম ইন্ডিয়ার সিনিয়রদের এই হাল।'

Advertisment

প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের এভাবে সরব হওয়ার কারণ, রবিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের ক্রিকেট ইতিহাস একটা কালো দিন দেখল। রোহিত শর্মার দল, প্রথম ভারতীয় টেস্ট দল হিসেবে কমপক্ষে তিন টেস্ট ম্যাচের সিরিজে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হল। আর, এর জেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত শীর্ষস্থানচ্যুত হল। একনম্বরে উঠে গেল অস্ট্রেলিয়া। 

এর আগে দু'বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে উঠেছে ভারত। এবার উঠলে টানা তৃতীয়বার টিম ইন্ডিয়া ডব্লিউটিসি ফাইনালে উঠত। কিন্তু, সেটাই রোহিত বাহিনীর কাছে কঠিন হয়ে গেল। এখন ডব্লিউটিসি ফাইনালে উঠতে গেলে রোহিত শর্মার দলকে অস্ট্রেলিয়ায় কমপক্ষে চারটি টেস্ট ম্যাচ জিততেই হবে। যেটা অবশ্যই টিম ইন্ডিয়ার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ।

নিউজিল্যান্ড সিরিজের সবচেয়ে চমকপ্রদ দিক হল, স্পিন খেলতে গিয়ে ভারতীয় ব্যাটারদের আত্মসমর্পণ। বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল মুম্বই টেস্ট-এ ১১ উইকেট নিয়ে এখন সংবাদ শিরোনামে। এজাজদের জন্যই ভারত ঘরের মাঠে টেস্ট ইনিংসে সর্বনিম্ন লক্ষ্যমাত্রা ১৪৭ রান তাড়া করতে ব্যর্থ হয়েছে। মাত্র ১২১ রানেই অলআউট হয়ে গিয়েছে। 

টিম ইন্ডিয়ার এই মর্মান্তিক আত্মসমর্পণ মানতে পারছেন না বীরেন্দ্র শেওয়াগের মত কিংবদন্তিরা। শেওয়াগ অভিযোগ করেছেন, ভারত কার্যত স্পিনারদের কাছেই আত্মসমর্পণ করল। তিন টেস্ট ম্যাচে নিউজিল্যান্ড ভারতের ৫৭টি উইকেট নিয়েছে। যার মধ্যে ৩৭টি উইকেট নিয়েছেন স্পিনাররা। এই ৩৭টির মধ্যে এজাজ প্যাটেল নিয়েছেন ১৫ উইকেট। আর, মিচেল স্যান্টনার নিয়েছেন ১৩টি। 

এই প্রসঙ্গে শেওয়াগ ইনস্টাগ্রাম-এ লিখেছেন, 'সমর্থক হিসেবে আমি ভারতীয় দলকে অবশ্যই সমর্থন করব। কিন্তু, এই পারফরম্যান্স সহ্য করা যাচ্ছে না। স্পিন খেলার দক্ষতা বাড়ানো দরকার। সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা অবশ্যই ভালো। কিন্তু, টেস্ট ক্রিকেটে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করাটা ঠিক হয়নি। টম ল্যাথামের ছেলেদের অভিনন্দন, অন্য সফরকারী দলের কাছে যা স্বপ্ন, তা তাঁরা করে দেখালেন।'

অন্যতম ক্রিকেট বিশেষজ্ঞ ইরফান পাঠানের মতে, 'আমি ইউসুফ ভাইয়ের সঙ্গে এনিয়ে কথা বলছিলাম। ও বলল, আমরা হয় ঘাসের পিচে বা পাটা পিচে খেলেছি। কিন্তু, ঢালু পিচে তেমন একটা খেলিনি। তার ওপর প্রথমসারির খেলোয়াড়রা ঘরোয়া ক্রিকেট খেলছেন না। এটাও আমাদের দীর্ঘমেয়াদে ক্ষতি করছে।' 

ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং বলেছেন, 'বহু বছর ধরেই বলে আসছি, ইন্ডিয়া টিমকে আরও ভালো পিচে খেলানো প্রয়োজন। ঘরোয়া পিচগুলো ঠিক করতে হবে। এখানকার টার্নিং পিচে ব্যাটসম্যানদের কিছুই করার থাকে না। এখানকার পিচগুলো দুই-তিন দিনের মধ্যে তৈরি করা হয়েছে। কোনও দলকে আউট করার জন্য এই পিচে মুরালিধরন, শ্যেন ওয়ার্ন বা সাকলাইন মুশতাকের দরকার নেই। যে কেউ আউট করতে পারবেন।' 

আরও পড়ুন- জানি না অস্ট্রেলিয়ায় যাব কিনা! কুৎসিত হোয়াইটওয়াশের পরেই বোমা ফাটালেন রোহিত শর্মা

রোহিত শর্মা স্বীকার করেছেন, 'ব্যাটিংয়ে এবং অধিনায়ক হিসেবে আমি নিজের সেরাটা দিতে পারিনি। এটা অবশ্যই আমার জন্য খারাপ। কিন্তু, আমরা সামগ্রিকভাবে ভালো পারফর্ম করতে পারিনি। তাতেই আসল ক্ষতিটা হয়েছে।'

Virender Sehwag Harbhajan Singh Irfan Pathan Indian Cricket Team
Advertisment