Washington Sundar vs Rachin Ravindra in IND vs NZ test series: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্ট ম্যাচে 'হ্যাটট্রিক' করলেন ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ডের বিপক্ষে নয়, এই হ্যাটট্রিক এল কিউই সেরা ব্যাটারকে চলতি সিরিজে তিনবার আউট করার সুবাদে।
সিরিজের টপ স্কোরারও তাঁর বল বুঝতে পারলেন না। যা, সুন্দরের মুকুটে নতুন পালক জুড়ল। চলতি সিরিজে রচিন রবীন্দ্রকে তিনবার আউট করলেন সুন্দর। আর, তিনবারই বোল্ড। সুন্দরের মোট ২৮টি বল খেলার তিনবার আউট হলেন রবীন্দ্র। ওয়াংখেড়েতে তিনি ১২ বল খেলে মাত্র ৫ রানে আউট হলেন।
বেঙ্গালুরুতে এই রবীন্দ্রই ১৩৪ করেছিলেন। সেই ম্যাচে সুন্দর ছিলেন না। পরের ইনিংসে করেছিলেন ৩৯ রান। দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে রবীন্দ্র তোলেন ৬৫ রান। দ্বিতীয় ইনিংসে ৯ রান। তৃতীয় টেস্ট ম্যাচে মাত্র ৫ রান করেই আউট হন। এই সিরিজে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রান করেছেন রবীন্দ্র। কিন্তু, দেখা যাচ্ছে যে ওয়াশিংটন সুন্দরের বল তিনি কিছুতেই খেলতে পারছেন না।
দ্বিতীয় টেস্ট থেকে ভারতীয় দলে ঢুকেছেন ওয়াশিংটন সুন্দর। তিনি মুম্বই টেস্ট-এ রবীন্দ্রকে বোল্ড করার হ্যাটট্রিক করলেন। এর আগের দু'বারও সুন্দরের বলেই বোল্ড হয়েছেন রবীন্দ্র। ওয়াংখেড়েতে রবীন্দ্র সুন্দরের বলকে এগিয়ে এসে ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, ব্যাটের কোণায় লেগে বলটা গিয়ে লাগে অফ স্ট্যাম্পে। যার ফলে, রবীন্দ্র বোল্ড হয়ে যান।
1⃣ Brings 2⃣, they say!
— BCCI (@BCCI) November 1, 2024
Washington Sundar agrees! ☺️
Live ▶️ https://t.co/KNIvTEy04z#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank | @Sundarwashi5 pic.twitter.com/Q2DwB61Dj0
আর, ভারত এই ম্যাচে তৃতীয় উইকেট পায়। এদিন সুন্দরের বলে এর আগে বোল্ড হন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। তিনি ৪৪ বলে ২৮ রান করে আউট হন। মারেন তিনটি চার। এর আগে আকাশদীপের বলে এলবিডব্লিউ হন ডেভন কনওয়ে। নিউজিল্যান্ডের অন্যতম ওপেনার কনওয়ে ১১ বলে চার রান করেন। তার মধ্যে রয়েছে একটি চার।
আরও পড়ুন- রাসেল-নারিনের থেকেও রিটেনশনে বেশি দাম রিঙ্কুর! টিম ইন্ডিয়া তারকার পকেট ভরিয়ে দিল KKR
ভারতের অভিজ্ঞ বোলার রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজাও এই পিচে লাইন-লেংথ রেখে বল করে যাচ্ছেন। তবে তাঁরা উইকেট পাননি। তাঁদের বদলে বরং উইকেটটা পেয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর। পুণে টেস্ট ম্যাচে সুন্দর মোট ১১ উইকেট নিয়েছেন। মুম্বই টেস্ট-এ উইকেট নেওয়ায় এখনও পর্যন্ত সুন্দরই এই সিরিজে ভারতের সবেচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার। সুন্দরের যিনি প্রতিদ্বন্দ্বী হতে পারতেন, নিউজিল্যান্ডের সেই স্পিনার মিচেল সেন্টনর সাইড স্ট্রেনের সমস্যায় মুম্বই টেস্ট খেলছেন না। তিনি পুণে টেস্ট-এ ১৩ উইকেট নিয়েছিলেন। অশ্বিন আর জাদেজা এখনও পর্যন্ত চার ইনিংসে ৬টি করে উইকেট নিয়েছেন।