Advertisment

Rinku Singh salary: রাসেল-নারিনের থেকেও রিটেনশনে বেশি দাম রিঙ্কুর! টিম ইন্ডিয়া তারকার পকেট ভরিয়ে দিল KKR

KKR full IPL 2025 retention list: রাসেল-নারিনদের থেকেও বেশি দাম দিয়ে রিঙ্কুকে রাখল কেকেআর, বেতন বাড়ল কত কোটি? শুনলেই রীতিমতো তাজ্জব হয়ে যাবেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Russel, Narin, Rinku, Shahrukh, রাসেল, নারিন, রিংকু, শাহরুখ,

Russel Narin-Rinku Shahrukh: রিংকু অবশ্য সম্প্রতি ফর্মে নেই। (ছবি- টুইটার)

Rinku Singh IPL salary after KKR's retention: রিটেনশনে রিংকু সিংকে বিরাট পরিমাণ অর্থ দিয়ে দলে রাখল কেকেআর। তাঁকে মাইনে বাড়ল ১২.৪৫ কোটি টাকা। ২০২৪ আইপিএলে রিংকুর স্যালারি ছিল ৫৫ লক্ষ টাকা। কেকেআর যাঁদের এবার রিটেনশনে রাখল, তাঁদের মধ্যে রিংকুর স্যালারিই সবচেয়ে বেশি বাড়ল। রিংকু দীর্ঘদিন ধরেই কেকেআরের হয়ে খেলছেন। কলকাতা নাইট রাইডার্সের এই খেলোয়াড় কার্যত কেকেআরের ঘরের ছেলে। 

Advertisment

এবার মেগা নিলামের আগে কেকেআর ছ'জন খেলোয়াড়কে রিটেন করল। তার মধ্যে চার জন ক্যাপড খেলোয়াড় এবং দু'জন আনক্যাপড খেলোয়াড়। রিংকু ছাড়াও ১২ কোটি টাকার দরে রিটেন করা হল বরুণ চক্রবর্তী, সুনীল নারিন ও আন্দ্রে রাসেলকে। হর্ষিত রানা ও রমনদীপ সিংকে চার কোটি টাকা দিয়ে আনক্যাপড খেলোয়াড় হিসেবে রিটেন করা হল। 

একনজরে আইপিএল ২০২৫-এ কেকেআরের রিটেনড হওয়া খেলোয়াড়দের তালিকা
রিংকু সিং- ১৩ কোটি টাকা।
বরুণ চক্রবর্তী- ১২ কোটি টাকা।
সুনীল নারিন- ১২ কোটি টাকা।
আন্দ্রে রাসেল-১২ কোটি টাকা। 
হর্ষিত রানা- ৪ কোটি টাকা।
রমনদীপ সিং- ৪ কোটি টাকা।

এঁদের মধ্যে রিংকু ২০১৮ থেকে কেকেআরে খেলছেন। সেবার রিংকুকে মাত্র ৪০ লক্ষ টাকায় নিয়েছিল কেকেআর। তারপর থেকেই রিংকু কেকেআরে। ২০২১ পর্যন্ত রিংকু ৪০ লক্ষ টাকাতেই কেকেআরে খেলেছেন। এরপর ২০২২-এ সেই টাকাটা বেড়ে ৫৫ লক্ষ টাকা করেছিল কেকেআর। তার মধ্যেই ২০২৩ আইপিএলে রিংকু রীতিমতো সংবাদ শিরোনামে উঠে আসেন। আলিগড়ের ছেলেটি পাঁচটি বলে পরপর পাঁচটি ছক্কা মারেন। যা নিয়ে ব্যাপক হইচই হয়। জাতীয় দলেও রিংকুর জায়গা খুলে যায়।  

আরও পড়ুন- কোহলিই কি ফের ক্যাপ্টেন! রিটেনশন তালিকা ঝুলিয়েই বিরাট আপডেট এবার RCB'র

এরপর রিংকু ক্রমশই জাতীয় দলে নিজের জায়গা পাকা করেছেন। তাঁর হয়ে কৃষ্ণমাচারি শ্রীকান্ত থেকে অন্যান্য বিশেষজ্ঞরা রীতিমতো সওয়াল করছেন। তারপরও আইপিএলে কেকেআর ছেড়ে অন্যত্র যেতে চাননি রিংকু। এই ব্যাপারে তাঁকে বারবার জিজ্ঞাসা করা হলে শুধুমাত্র হেসে বলেছেন, 'আমি এখানেই ঠিক আছি।' আর, তিনি যে সত্যিই ভুল ছিলেন না, সেটাই যেন প্রমাণ করে দিল এবারের রিটেনশন।

Kolkata Knight Riders Sunil Narine Andre Russell ipl auction IPL Rinku Singh KKR Shah Rukh khan
Advertisment